1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে পাম চাষ

জাহিদুল হক১৬ আগস্ট ২০১৪

ভোজ্য তেল হিসেবে পাম ওয়েলের ব্যবহার বাংলাদেশে দিন দিন বাড়ছে৷ এই তেলের বেশির ভাগই আমদানি করা হয়৷ তবে কয়েক বছর ধরে দেশেই পাম চাষ শুরু হয়েছে৷

Palmöl
ছবি: picture-alliance/dpa

জাতীয় ই-তথ্যকোষে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৯৭৮ সালে বাংলাদেশে প্রথম মালয়েশিয়া থেকে পাম বীজ আনা হয়েছিল৷ তবে জোরেশোরে পাম চাষ শুরু হয় গত তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে৷ সেসময় সরকারি পর্যায় থেকে পাম চাষে কৃষকদের উৎসাহিত করা হয়৷ কয়েকটি সংস্থাও এক্ষেত্রে প্রচারণা শুরু করেছিল৷

প্রচারণায় উৎসাহী হয়ে অনেকে ঋণ নিয়ে পাম চাষ শুরু করেন৷ তবে তিন-চার বছর পর গাছে ফল আসলে, তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন তাঁরা৷ কেননা এই ফল থেকে কীভাবে তেল উৎপাদন করতে হবে সে বিষয়ে ততটা জানা ছিল না কৃষকদের৷

গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, যেসব সংস্থার কথা শুনে কৃষকরা পাম চাষ করেছিলেন পরবর্তীতে সেসব সংস্থাকে আর খুঁজে পাওয়া যায়নি৷ অথচ ফল উৎপাদন থেকে শুরু করে তা থেকে তেল প্রস্তুত ও বাজারজাতকরণ – এই প্রতিটি পর্যায়ে কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছিল সেই সংস্থাগুলো৷

আশার কথাও আছে৷ যেমন মেহেরপুরের কয়েকজন যুবক নিজেদের উদ্যোগে পাম ফল থেকে তেল উৎপাদনের জন্য একটি মেশিন তৈরি করেছেন বলে গত বছর একটি খবর প্রকাশিত হয়৷

তবে মেশিন না থাকলে পাম ফল থেকে কীভাবে তেল বের করা যায় তার একটা উপায় বলা আছে জাতীয় ই-তথ্যকোষে৷ সেটা এরকম: প্রথমে পরিপক্ক ফল গাছ থেকে কাঁদিসহ কেটে নামিয়ে পরিষ্কার করতে হবে৷ তারপর ফলগুলোকে পাত্রের মধ্যে পানিসহ ফুটাতে হবে, যেন ফলগুলো নরম হয়৷ তারপর নরম ফলগুলোকে হাতে চেপে রস বের করতে হবে৷ এরপর পানি মিশ্রিত এ রসকে একটি পাত্রে রেখে চুলায় কিছুক্ষণ তাপ দিলে রসে বিদ্যমান পানি বাষ্পাকারে বের হয়ে যাবে এবং পাত্রের মধ্যে পাম তেল জমা থাকবে৷ এভাবে প্রাপ্ত তেল ছেঁকে বোতলে সংগ্রহ করে রাখলে ছয় মাস পর্যন্ত ব্যবহার করা যাবে৷

জানা গেছে, বাংলাদেশে ভোজ্যতেল আমদানি খাতে প্রতি বছর ১২ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়৷ যে তেল আমদানি করা হয় তার মধ্যে ৬০ শতাংশই পাম তেল৷ তাই পাম চাষ বাড়ানো গেলে এই অর্থের একটা বড় অংশ সাশ্রয় করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা৷ কারণ বাংলাদেশের জমি পাম চাষের জন্য বেশ উপযোগী৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ