বাংলাদেশে পুরুষের চেয়ে নারী বেশি, সংখ্যালঘু আগের চেয়ে কম
২৭ জুলাই ২০২২
বাংলাদেশে বর্তমানে পুরুষের চেয়ে নারীর সংখ্যা প্রায় ১৬ লাখ বেশি৷ জনশুমারির ইতিহাসে প্রথমবারের মতো সংখ্যায় পুরুষদের ছাড়িয়ে গেছে নারী৷
বিজ্ঞাপন
আজ (বুধবার) ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার এই প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়৷
সেখানে বলা হয়, বর্তমানে মোট জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, আর নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬৷ তৃতীয় লিঙ্গের মানুষ (হিজড়া) আছেন ১২ হাজার ৬২৯ জন৷ জনসংখ্যা ও আবাসন শুমারি-২০২২-এর প্রাথমিক প্রতিবেদন অনুসারে, বর্তমানে প্রতি ১০০ জন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা প্রায় ৯৯ জন৷
বাংলাদেশে জনশুমারির তথ্য অনুযায়ী. দেশে বর্তমানে মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬৷ সরকারি হিসেবে ১১ বছরে দেশের জনসংখ্যা দুই কোটি ১১ লাখ বেড়ে ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন হয়েছে৷ এর মধ্যে ৪ কোটি ৪০ লাখ মানুষ ঢাকা বিভাগে বসবাস করেন৷ এই বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৯৪ শতাংশ৷
বাংলাদেশে বর্তমানে স্বাক্ষরতার হার ৭৪ দশমিক ৬৬ শতাংশ।
মুসলিম জনসংখ্যা বেড়েছে, কমেছে অন্যান্য ধর্মের মানুষ
দেশে অন্যান্য ধর্মের জনসংখ্যা হ্রাস পেয়েছে৷ প্রতিবেদনে উল্লেখ করা হয়, হিন্দু জনসংখ্যা ৮ দশমিক ৫৪ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৯৫ শতাংশ, বৌদ্ধ জনসংখ্যা শূন্য দশমিক ৬২ থেকে কমে শূন্য দশমিক ৬১ শতাংশ, খ্রিস্টান জনসংখ্যা শূন্য দশমিক ৩১ থেকে কমে শূন্য দশমিক ৩০ শতাংশ এবং অন্যান্য ধর্মের জনসংখ্যা শূন্য দশমিক ১৪ থেকে কমে শূন্য দশমিক ১২ শতাংশে নেমে এসেছে৷
এক দশক আগের মতোই দেশের বেশিরভাগ লোক এখনও গ্রামে বাস করে৷ কিন্তু গ্রামের জনসংখ্যা যেখানে বেড়েছে ৩০ লাখের কম, সেখানে শহরের জনসংখ্যা প্রায় দুই কোটি বেড়েছে৷
গত ১৫ জুন সারা দেশে একযোগে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শুরু হয়, যা ২৮ জুন পর্যন্ত চলে৷ এক মাসের মাথায় পরিসংখ্যান ব্যুরোর প্রকল্প পরিচালক দিলদার হোসেন তাদের প্রাথমিক প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরলেন৷
২০২১ সালের আদমশুমারি ও গৃহগণনায় পুরুষ ছিলেন ৭ কোটি ২১ লাখ ৯ হাজার ৭৯৬ জন, নারী ছিলেন ৭ কোটি ১৯ লাখ ৩৩ হাজার ৯০১ জন৷ সে সময় ট্রান্সজেন্ডারদের আলাদাভাবে গণনা করা হয়নি৷
এপিবি/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দ্য ডেইলি স্টার)
লিঙ্গ বৈষম্য: বাংলাদেশ ও অন্যদের অবস্থান
নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বে প্রথম দশ দেশের মধ্যে থাকলেও অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ, শিক্ষা, স্বাস্থ্যে বাংলাদেশ আছে পিছিয়ে থাকা দেশগুলোর কাতারে৷ লিঙ্গ সমতা অর্জনে বিশ্বে কোন দেশের কী অবস্থান দেখুন ছবিঘরে৷
ছবি: Reuters/M. P. Hossein
লিঙ্গ বৈষম্যের সূচক
নারী-পুরুষ সমতার দিক থেকে বিশ্ব কতটা এগুচ্ছে, কোন দেশের কী অবস্থান তা নিয়ে টানা ১৬ বছর ধরে প্রতিবেদন প্রকাশ করে আসছে জেনেভা ভিত্তিক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম৷ অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ, শিক্ষাগত অর্জন, স্বাস্থ্য এবং রাজনৈতিক ক্ষমতায়ন; এই চার সূচকের উপর ভিত্তি করে লিঙ্গ বৈষম্য প্রতিবেদন তৈরি করে তারা৷ চলতি বছর এই প্রতিবেদনে ১৪৬টি দেশের চিত্র উঠে এসেছে৷
২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিকভাবে লিঙ্গ বৈষম্য দূর হয়েছে ৬৮ শতাংশ ক্ষেত্রে৷ এই হিসাবে শতভাগ সমতা অর্জনে সময় লাগবে ১৩২ বছর৷ ১৪৬টি দেশের হিসাবে স্বাস্থ্য ও শিক্ষায় ৯৫ শতাংশ বৈষম্য দূর হলেও অর্থনৈতিক ক্ষেত্রে ৬০ শতাংশ আর রাজনৈতিক ক্ষমতায়নে অর্জন মাত্র ২২ শতাংশ৷
ছবি: Julien Mattia/AA/picture alliance
কর্মসংস্থানে নেতৃত্ব
২০২২ সালে সরকারি, বেসরকারি খাতে নেতৃত্ব পর্যায়ে নারীদের অংশগ্রহণ ছিল ৩৩ শতাংশ৷ এরমধ্যে এনজিওতে ৪৭ শতাংশ ও শিক্ষায় ৪৬ শতাংশ নেতৃত্বে নারীরা আছেন৷ অন্যদিকে জ্বালানি, প্রযুক্তি, উৎপাদন ও অবকাঠামের মতো শিল্পখাতে নেতৃত্ব পর্যায়ে নারী অবস্থান মাত্র ২০ শতাংশ৷
ছবি: SAP
এগিয়ে উত্তর অ্যামেরিকা
অঞ্চলভিত্তিক দিক থেকে উত্তর অ্যামেরিকা প্রায় ৭৭ শতাংশ ক্ষেত্রে লিঙ্গ সমতা অর্জন করেছে৷ এরপর রয়েছে ইউরোপ৷ এই অঞ্চল ৭৬.৬ শতাংশ বৈষম্য দূর করেছে৷ লাতিন অ্যামেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল ৭২.৬ শতাংশ, মধ্য ও পূর্ব এশিয়া ৬৯ শতাংশ, সাব সাহারা আফ্রিকা ৬৮.৭ শতাংশ, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা ৬৩.৪ শতাংশ সমতা অর্জন করেছে৷ এক্ষেত্রে ৬২ শতাংশ নিয়ে সবচেয়ে পিছিয়ে আছে দক্ষিণ এশিয়ার আট দেশ৷
ছবি: Getty Images/AFP/R. Beck
শীর্ষে যারা
বিশ্বে কোন দেশেই এখন পর্যন্ত শতভাগ বৈষম্য দূর করা সম্ভব হয়নি৷ তবে শীর্ষ দশটি দেশটি অন্তত ৮০ শতাংশ লিঙ্গ সমতা অর্জন হয়েছে৷ প্রথম দশটি দেশে রয়েছে: আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, নিউজিল্যান্ড, সুইডেন, রুয়ান্ডা, নিকারাগুয়া, নামিবিয়া, আয়ারল্যান্ড ও জার্মানি৷
ছবি: Roger Evans/Action Plus/picture alliance
পিছিয়ে যারা
লিঙ্গ সমতা অর্জনে বিশ্বের সবচেয়ে পিছিয়ে থাকা দেশগুলোর বেশিরভাগই এশিয়ার৷ কাতার, বেনিন, ওমান, আলজেরিয়া, মালি, চাদ, ইরান, কঙ্গো, পাকিস্তান ও আফগানিস্তান ১৪৬টি দেশের তালিকার তলানীতে রয়েছে৷
ছবি: Ahmad Sahel Arman/AFP
দক্ষিণ এশিয়া পিছিয়ে
দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে লিঙ্গ সমতা অর্জনে সবার চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ৷ বৈশ্বিকভাবে বাংলাদেশের র্যাংকিং ৭১৷ এক্ষেত্রে নেপাল ৯৬ তম, শ্রীলঙ্কা ১১০ তম, মালদ্বীপ ১১৭ তম, ভূটান আছে ১২৬ তম অবস্থানে৷ বিশ্বে ১৩৫তম আর দক্ষিণ এশিয়ায় ষষ্ঠ অবস্থানে আছেন ভারত৷ গোটা বিশ্বে লিঙ্গ সমতা অর্জনে সবচেয়ে পিছিয়ে থাকা দুইটি দেশ পাকিস্তান ও আফগানিস্তান, যাদের অবস্থান যথাক্রমে ১৪৫ ও ১৪৬৷
ছবি: Sanjay Kanojia/AFP
রাজনীতিতে এগিয়ে বাংলাদেশ
রাজনৈতিক ক্ষমতায়নে লিঙ্গ সমতা অর্জনে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান নবম৷ এর অধীনে তিনটি সূচক আছে৷ এর মধ্যে গত ৫০ বছরে রাষ্ট্রে সবচেয়ে বেশি সময় নারী নেতৃত্বের দিক থেকে বাংলাদেশ রয়েছে শীর্ষে৷ সংসদে নারীর অংশগ্রহণে ৯২তম আর মন্ত্রীসভার সদস্যের দিক থেকে আছে ১২৭ তম অবস্থানে৷
ছবি: Xinhua News Agency/picture alliance
শিক্ষা ও স্বাস্থ্যে পিছিয়ে
স্বাক্ষরতার হার এবং প্রাথমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষায় লিঙ্গ সমতার দিক থেকে বাংলাদেশে অবস্থান ১২৩ তম৷ স্বাস্থ্যসূচকে অবস্থান ১২৯তম৷
ছবি: Abdullah Al Momin/bdnews24.com
কর্মসংস্থানে শেষের কাতারে
অর্থনৈতিক অংশগ্রহণের দিক থেকে বিশ্বের ১৪৬ দেশের মধ্যে বাংলাদের অবস্থান ১৪১তম৷ শ্রমশক্তি, মজুরি সমতা, আয়, নেতৃত্ব কিংবা পেশাগত ও কারিগরিখাতে নারীদের অবস্থানের সূচকগুলোতে বাংলাদেশ বিশ্বের অন্তত ১০৮টি দেশের চেয়ে পিছিয়ে আছে৷