1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে পুরুষ বাঘ কমছে

৩১ জুলাই ২০১৯

বাংলাদেশে বাঘের সংখ্যা বেড়েছে৷ তবে কমছে পুরুষ বাঘের সংখ্যা৷ ফলে রয়েল বেঙ্গল টাইগারের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা৷

Indien | Bengali Tiger
ছবি: Getty Images/AFP/D. Dutta

২০১৫ সালে এক শুমারিতে দেখা গিয়েছিল বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে বাঘের সংখ্যা কমে ১০৬-এ নেমেছে৷ তার ১১ বছর আগে, অর্থাৎ ২০০৪ সালে সেখানে মোট ৪৪০টি বাঘ ছিল৷ বাঘের সংখ্যা কমে এক চতুর্থাংশেরও কম হয়ে যাওয়ায় নড়েচড়ে বসেছিল কর্তৃপক্ষ৷ নেয়া হয়েছিল বাঘ-শিকার রোধ, বাঘের বিচরণভূমি বাড়ানোসহ বেশ কিছু উদ্যোগ৷ গত মে মাসে প্রকাশ করা সর্বশেষ শুমারির ফলাফলে দেখা গেছে চার বছর আগের ১০৬টি থেকে বেড়ে মোট বাঘ ১১৪টি হয়েছে৷ তবে পুরুষ বাঘের সংখ্যা কমেছে৷ বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা জাহিদুল কবির বলেন, ‘‘বিষয়টি শঙ্কাজনক৷ কারণ, স্বাভাবিক অবস্থায় প্রতি তিনটি বাঘিনীর জন্য অন্তত একটি বাঘ থাকা দরকার৷ অথচ শরণখোলা রেঞ্জে ১৯টি বাঘিনীর বিপরীতে আমরা মাত্র দুটি পুরুষ বাঘ পেয়েছি৷''

গত বছর সুন্দরবনের এক হাজার ৬৫৬ বর্গকিলোমিটার (৬৪০ বর্গমাইল) এলাকাজুড়ে এই শুমারি হয়৷ এতে ক্যামেরাস্ট্র্যাপ ব্যবহার করে বাঘ গণনা করা হয়৷ শুমারির ফলাফল প্রকাশ করা হয় গত মে মাসে৷

এসিবি/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ