1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে পুলিশের সাথে সংঘর্ষে নিহত চার জন

২৯ জানুয়ারি ২০১২

বাংলাদেশের রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরে রবিবার মিছিল সমাবেশ নিষিদ্ধ থাকলেও জেলা শহরগুলোতে বিএনপি’র কর্মসূচিতে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে৷ সংঘর্ষে চাঁদপুর ও লক্ষ্মীপুরে চার জন নিহত হয়েছে৷

Bangladeshi security men baton charge garment workers during a protest in Dhaka, Bangladesh, Sunday, Dec. 12, 2010. Garment workers demanding the implementation of a new minimum wage clashed with police at an industrial zone in southeastern Bangladesh on Sunday, leaving up to three people dead and 100 hurt, police and news reports said.(AP Photo/Sazid Hossain)
ফাইল ছবিছবি: AP

আহত হয়েছে পুলিশসহ তিন শতাধিক৷ চাঁদপুরে সোমবার আধা বেলা হরতাল ডেকেছে বিএনপি৷ আর ৬ জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ এদিকে কাল ঢাকায় একই সময়ে বিএনপি নয়পল্টনে গণমিছিল এবং আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশের কর্মসূচি দিয়েছে৷

রবিবার সকাল ১১টার দিকে চাঁদপুরে হাসান আলি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়৷ সংঘর্ষ চলাকালে পুলিশ গুলি ছোঁড়ে৷ সংঘর্ষের সময় বিএনপি কর্মী লিমন এবং রিকশা চালক আবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যায়৷ সেখানে ৫০ জনেরও বেশি আহত হয়েছে৷ বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা করে৷ চাঁদপুরে কাল আধা বেলা হরতাল ডেকেছে বিএনপি ও ছাত্রদল৷

লক্ষ্মীপুরের রামগতি বাসস্ট্যান্ডে বিএনপি-জামায়াত কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ হয়৷ তাদের মধ্যে রুবেল নামে একজন যুবদল কর্মীকে হাসপাতালে নেয়ার পর সে মারা যায়৷ পরে আবুল কাশেম নামে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়৷ এখানে সংঘর্ষে ৫০ জনেরও বেশি আহত হয়েছে৷

এছাড়া কুড়িগ্রাম, বান্দরবান, বরগুনা, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর ও নীলফামারিসহ দেশের বিভিন্ন জেলায় পুলিশের সঙ্গে বিএনপি এবং জামায়াত-শিবিবের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে৷ টাঙ্গাইলে সংঘর্ষ হয়েছে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে৷ এসব সংঘর্ষে পুলিশসহ তিন শতাধিক আহত হয়েছে৷ গ্রেফতার করা হয়েছে দু'শরও বেশি৷

সংঘর্ষের আশঙ্কায় বরিশাল, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট, চুয়াডাঙ্গা এবং হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির এসবের জন্য সরকারকে দায়ী করেছেন৷ তিনি আশা করেন, কালকের গণমিছিল কর্মসূচি সফল করতে সরকার সহায়তা করবে৷

এদিকে, আওয়ামী লীগও কাল বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশের কর্মসূচি দিয়েছে৷ যা সংবাদ সম্মেলনে জানান মহানগর আওয়ামী লীগের প্রধান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া৷

আর পাল্টা পাল্টি এই কর্মসূচিকে সামনে রেখে ঢাকাসহ সারাদেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ