1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে পোশাক শিল্পে অশনি সংকেত

২২ জুন ২০১০

আশুলিয়ার ২ শতাধিক তৈরি পোষাক কারখানা মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে মালিক পক্ষ৷ এ ঘটনায় উত্তেজিত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক৷

এর আগেও তৈরি পোষাক শিল্পের কর্মীদের পথে নামতে হয়েছেছবি: AP

শ্রমমন্ত্রী বলেছেন, ঘটনার জন্য দায়ী মালিক শ্রমিক কাউকেই রেহাই দেয়া হবেনা৷

শ্রমিকরা সকালে কাজে গিয়ে দেখেন মালিক পক্ষের নোটিশ৷ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে৷ আর এতে উত্তেজিত হয়ে উঠেন শ্রমিকরা৷ তারা কারখানায় হামলা চালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়৷ বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল৷ শ্রমিকরা জানান, তারা তাদের ন্যায্য মজুরির জন্য মাঠে নেমেছেন৷ সর্বনিম্ন মজুরি ৫ হাজার টাকা করতে হবে৷ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে গাজীপুর জেলা পুলিশ সুপার ইকবাল বাহার জানান, মালিক পক্ষ কোন আলোচনা ছাড়াই তৈরি পোষাক কারখানা বন্ধ করে দেয়ায় পরিস্থিতির অবনতি ঘটেছে৷

এদিকে তৈরি পোষাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ নেতারা উদ্ভূত পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ে শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন৷ বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুরশেদী জানান, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে৷ শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানিয়েছেন, শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা সরকারের বিবেচনায় রয়েছে৷ এ অবস্থায় কোন ভাংচুর বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে৷ তবে মন্ত্রী বলেন, এরজন্য মালিকদের কেউ দায়ী হলে তাদেরও ছাড় দেয়া হবেনা৷

বাংলাদেশের রপ্তানী আয়ের শীর্ষে রয়েছে তৈরি পোষাক শিল্প৷ এই পরিস্থিতি অব্যাহত থাকলে রপ্তানী বাণিজ্যে তার নেতিবাচক প্রভাব পড়বে বলে জানান, তৈরি পোষাক শিল্প মালিকরা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ