1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে প্রি-অ্যাক্টিভেটেড সিম বিক্রি বন্ধ হচ্ছে

৩ অক্টোবর ২০১২

বাংলাদেশে প্রি-অ্যাক্টিভেটেড মোবাইল ফোন সিম ব্যবহার করে অপরাধ প্রবণতা দিন দিন বাড়ছে৷ ১২ই অক্টোবর থেকে মোবাইল ফোন অপারেটররা আর প্রি-অ্যাক্টিভেটেড সিম বিক্রি করতে পারবেনা৷

ছবি: GALI TIBBON/AFP/GettyImages

মোবাইল ফোনের মাধ্যমে চাঁদাবাজি, প্রতারণা, টিজিংসহ নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে বাংলাদেশে৷ আর এজন্য ব্যবহার করা হচ্ছে প্রচলিত প্রি-অ্যাক্টিভেটেড সিম৷ ফলে আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের সনাক্ত করতে ব্যর্থ হয়৷ কারণ প্রচলিত এই সিম আগেই অ্যাকটিভ থাকায় বিক্রির আগেও ব্যবহার সম্ভব৷ যা ডয়চে ভেলেকে জানান বিটিআরসি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ৷

তিনি জানান, এখন যে কেউ বাজার থেকে মোবাইল ফোনের সিম কিনে সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারেন৷ এই ব্যবস্থা ১২ই অক্টোবর থেকে উঠে যাবে৷ কেউ সিম কেনার পর তার সঠিক পরিচয় নিশ্চিত করার পরই অপারেটররা সিম চালু করতে পারবেন, তার আগে নয়৷ আর পুরাতন গ্রাহকদের নিবন্ধনও সঠিক কিনা তা অপারেটরদের পরীক্ষা করে দেখতে হবে৷

মোবাইল ফোন এখন বাংলাদেশের ঘরে ঘরেই...ছবি: AP

গিয়াসউদ্দিন আহমেদ জানান, আইনশৃঙ্খলা বাহিনী প্রায়ই অবৈধ সিম ধরছে৷ এতে প্রমাণিত হয় নিবন্ধন ছাড়াই অনেকের হাতে মোবাইল ফোনের সিম চলে যাচ্ছে, যা অপরাধমূলক কাজে ব্যবহার করা হয়৷ এর বিরুদ্ধেও কঠোর হচ্ছে বিটিআরসি৷

তিনি বলেন, বাংলাদেশে ৬টি মোবাইল ফোন কোম্পানির এখন গ্রাহক ৯ কোটি ৩০ লাখ৷ গ্রাহকদের সবার পরিচয় নিশ্চিত হতে হবে৷ আর নতুন গ্রাহকদের পরিচয় নিশ্চিত না হয়ে সিম বিক্রি করা যাবেনা৷ তা না হলে মোবাইল ফোনের মাধ্যমে অপরাধ আরো বেড়ে যাবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ