বাংলাদেশে ফাইবার অপটিক নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাব দিয়েছে ভারত
৯ সেপ্টেম্বর ২০০৯বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরী কমিশনের কাছে দেয়া এই প্রস্তাবে বলা হয়েছে, সেভেন সিষ্টার্স খ্যাত ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলোতে ইন্টারনেট এবং টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের অভ্যন্তর দিয়ে এই ফাইবার অপটিক কেবেলটি স্থাপন করতে চায় তারা৷
এই লাইনটি মূলত বঙ্গোপসাগরে অবস্থিত কোম্পানি দু্টির নিজস্ব সাবমেরিন লাইন থেকে সংযোগ নেবে৷ বাংলাদেশ এখন কেবল মাত্র একটি সাবমেরিন কেবল লাইন, যা এসইএ-এমই-ডাব্লিউ ই-৪ নামে পরিচিত, তার সঙ্গে সংযোজিত৷ ভারতীয় এই দুই কোম্পানির প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশ নতুন এই সুযোগ গ্রহণ করে বিকল্প সাবমেরিন কেবেলের সুবিধা গ্রহণ করতে পারে৷
কোম্পানি দুটি প্রস্তাবে বলেছে, তারা পশ্চিম মেহেরপুর থেকে আসাম পর্যন্ত এই ফাইবার অপটিক কেবেল নেটওয়ার্কটি গড়তে চায়৷ এই নেটওয়ার্কের রুট থাকবে কলকাতা-মেহেরপুর-ঢাকা- জাফলং, অথবা এর বিকল্প রুট কলকাতা- মেহেরপুর- ঢাকা-কুমিল্লা হয়ে আগরতলা পর্যন্ত ৷ভারতীয় এই দুই টেলিকম জায়ান্ট মিয়ানমারকেও তাদের সঙ্গী করতে চাইছে, যদি মিয়ানমারের জান্তা সরকারের অনুমতি মেলে৷
ভারতি এবং রিলায়েন্স বলেছে, তারা বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে পুরোপুরি প্রস্তুত৷ এর ফলে আসাম নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয়, মনিপুর, মিজোরাম এবং অরুণাচল প্রদেশে টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এটি বিশাল ভূমিকা রাখবে, যদি বাংলাদেশ ফাইবার অপটিক কেবেলটি স্থাপনে অনুমোদন দেয়৷ এই রাজ্যগুলোতে এখন টেলিফোনের খরচ অত্যাধিক৷
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরী কমিশন অবশ্য এখনো ভারতীয় এই প্রস্তাবের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি৷
প্রতিবেদক: সাগর সরওয়ার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক