সরকার ইউটিউব খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ তবে তার আগে ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের সাইটগুলো নিয়ন্ত্রণ করা হবে৷ ইউটিউবকে নিয়েও একই চিন্তা করছে সরকার৷
বিজ্ঞাপন
তথ্যপ্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির ডয়চে ভেলেকে জানান সামাজিক যোগাযোগের সাইট নিয়ন্ত্রণ উদ্ভট চিন্তা ছাড়া আর কিছুই নয়৷ সরকারের মনে রাখা উচিত কোনো কিছু এখন আর গোপন করা যায়না৷ আবার অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করাও সহজ নয়৷
‘নাস্তিক ব্লগার’ ইস্যুতে ইসলামি দলের তাণ্ডব
কয়েকজন ব্লগারের বিরুদ্ধে কথিত ‘ধর্মনিন্দার’ অভিযোগে তাদের মৃত্যুদণ্ডের দাবিতে ২২ ফেব্রুয়ারি ঢাকাসহ বাংলাদেশের কয়েক এলাকায় তাণ্ডব চালিয়েছে বিভিন্ন ইসলামি দল৷ এতে প্রাণহানিসহ বেশ কয়েকজন আহত হয়েছে৷
ছবি: Reuters
বায়তুল মোকাররম এলাকা রণক্ষেত্র
শুক্রবার (২২.০২.১৩) দুপুর বারোটার দিকে বায়তুল মোকাররম এলাকা রণক্ষেত্রে পরিণত হয়৷ ১২টি ইসলামি ও সমমনা দল আগেই ঘোষণা দিয়েছিল, তাদের ভাষায় যেসব ব্লগার ইন্টারনেটে ‘ধর্মনিন্দা’ করে বিভিন্ন নিবন্ধ লিখছে, তাদের ফাঁসির দাবিতে শুক্রবার জুম্মার নামাজের পর আন্দোলন করা হবে৷ কিন্তু সেই আন্দোলন অল্প সময়ের মধ্যেই তাণ্ডবে রূপ নেয়৷ এতে বেশ কয়েকজন সাংবাদিকও আহত হন৷
ছবি: AFP/Getty Images
‘পরিকল্পিত অ্যাকশন’
ঢাকা থেকে আমাদের প্রতিনিধি হারুন উর রশীদ স্বপন জানিয়েছেন, ‘শাহবাগের গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে পরিকল্পিতভাবেই সহিংস অ্যাকশনে গেল জামায়াত-শিবির ও তাদের সহযোগীরা৷ ব্লগে ইসলামের বিরুদ্ধে কথিত কটূক্তির কথা বলে তাদের ভাষায় ‘মুরতাদ-নাস্তিকদের’ ফাঁসির দাবিতে আগেই শুক্রবার জুম্মার নামাজের পর কর্মসূচি দেয়৷ আর আজ (২২.০২.১৩) জুম্মার নামাজের আগেই তারা তাণ্ডব শুরু করে৷’
ছবি: Reuters
শাহবাগে হামলার চেষ্টা
শুক্রবার (২২.০২.১৩) পুলিশের বাধা উপেক্ষা করে ইসলামি দলের সদস্যরা শাহবাগ গণজাগরণ মঞ্চের দিকে এগোতে চাইলে সংঘর্ষ পল্টন হয়ে প্রেসক্লাব পর্যন্ত ছড়িয়ে পড়ে৷ ককটেল, গুলি আর টিয়ার গ্যাসের সেলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়৷ প্রায় একই সময়ে ঢাকার কাঁটাবনে শাহবাগ বিরোধীরা রাস্তায় নামে৷ তারাও শাহবাগের গণজাগরণ মঞ্চের দিকে এগোনোর চেষ্টা করে৷ সেখানেও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়৷
ছবি: AFP/Getty Images
ঢাকার বাইরে তাণ্ডব, প্রাণহানি
ঢাকার বাইরে চট্টগামের প্রেসক্লাবে হামলা হয়েছে৷ তাদের হামলায় পুলিশ এবং সাংবদিকসহ ২০ জন আহত হয়েছেন৷ বগুড়া, রাজশাহী, সিলেট, চাঁদপুরে গণজাগরণ মঞ্চে হামলা চালায় তারা৷ হামলা চালায় সিলেট শহীদ মিনারে৷ সেখানে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ শুক্রবার বিকেল অবধি পাওয়া খবর অনুযায়ী, গাইবন্ধায় ২ জন এবং ঝিনাইদহে জাগরণ মঞ্চ বিরোধীদের সঙ্গে জনতার সংঘর্ষে একজন নিহত হয়েছেন৷
ছবি: Reuters
শাহবাগে জনতা
দেশব্যাপী ইসলামি দলগুলোর এই তাণ্ডবের পর শাহবাগের প্রজন্ম চত্বরে আবারো ভিড় বাড়তে শুরু করেছে৷ ব্লগারদের ডাকে গত পাঁচ ফেব্রুয়ারি থেকে এই চত্বরে অবস্থান করছেন অগুনতি মানুষ৷ তাদের মূল দাবি হচ্ছে, ‘‘মানবতাবিরোধী অপরাধীদের বিচার, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, তাদের আর্থিক প্রতিষ্ঠান বয়কট৷’’
ছবি: Reuters
তাণ্ডবের পর নতুন কর্মসূচি
শাহবাগের তরুণ প্রজন্মের এই আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ইমরান এইচ সরকার শুক্রবার সন্ধ্যায় জাগরণ মঞ্চ থেকে দাবি করেন, ‘‘আজকের (২২.০২.১৩) হামলায় উস্কানি দিয়েছে জামায়াত শিবিরের পত্রিকা আমার দেশ৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর সম্পাদক মাহামুদুর রহমানকে গ্রেপ্তার করতে হবে৷ তা না হলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে৷’’ বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে এই তথ্য৷
ছবি: Reuters
ইন্টারনেটে সতর্ক দৃষ্টি
‘ধর্মীয় ভাবমূর্তিতে আঘাত হানছে’ এরকম ইন্টারনেট ওয়েবসাইট খুঁজে খুঁজে বন্ধ করে দিচ্ছে বাংলাদেশের কর্তৃপক্ষ৷ ইতোমধ্যে কমপক্ষে দুটি ওয়েবসাইট বন্ধ এবং দশটি ব্লগ পোস্ট মুছে দেওয়া হয়েছে৷ বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি'র ভাইস-চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ৷
ছবি: picture-alliance/ dpa
রোববার হরতাল
শুক্রবার ঢাকাসহ সারা দেশে ব্যাপক তাণ্ডব চালানোর পর রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ‘জামায়াত নিয়ন্ত্রিত’ ১২টি ইসলামি দল৷
ছবি: Reuters
8 ছবি1 | 8
রামুর বৌদ্ধ পল্লিতে সহিংসতার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি আদালতে দেয়া তাদের প্রতিবেদনে ফেসবুক এবং টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপের সুপারিশ করেছে৷ আর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামের নবি এবং ধর্ম সম্পর্কে কটূক্তিকারীদের শনাক্তে গঠিত তদন্ত কমিটিও এই নিয়ন্ত্রণের পক্ষে৷ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রবিবার তদন্ত কমিটির মতামত তুলে ধরে জানান সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের ব্যবস্থা নিচ্ছে সরকার৷ যাতে এসব মাধ্যমে কোনো আপত্তিকর মন্তব্য বা ছবি প্রকাশ না পায় সেজন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হবে৷ আর এরপর ইউটিউবও খুলে দেয়া হবে৷ তবে সেখানেও আপত্তিকর কিছু যাতে বাংলাদেশে প্রদর্শন না হয় তার ব্যবস্থা নেয়া হবে৷ মুসলমানদের মহানবি হযরত মুহাম্মদ (সঃ) এর ওপর একটি আপত্তিকর চলচ্চিত্রের ভিডিও ইউটিউব থেকে সরিয়ে নেয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দিয়ে অনুরোধ করার পরও তা না সরানোয় গত বছরের ১৭ই সেপ্টেম্বর বাংলাদেশে ইউটিউব বন্ধ করে দেয়া হয়৷
সামাজিক যোগযোগ সাইট নিয়ন্ত্রণের চিন্তাকে উদ্ভট বলে মন্তব্য করেছেন তথ্যপ্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির৷ তিনি ডয়চে ভেলেকে জানান, এমন কোনো প্রযুক্তি আছে বলে তার জানা নেই যার মাধ্যমে সামাজিক যোগাযোগ সাইট পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়৷ আর নিয়ন্ত্রণের চেষ্টা করার কোনো মানে নেই৷ কারণ এই যুগে কোনো তথ্য গোপন করা যায়না৷ আর অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করা সহজ নয়৷ যারা ইন্টারনেট এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের এতটা নির্বোধ ভাবা ঠিক না৷ মানুষের ওপর আস্থা রাখা উচিত৷ তিনি বলেন দেশের বাইরে এক কোটি বাংলাদেশি বাস করেন৷ তাদের কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে৷ আর বাংলাদেশে ইন্টারনেটের ২৯টি গেটওয়ে৷ তাই নিয়ন্ত্রণ আরোপ কতটা সম্ভব হবে তাও ভেবে দেখার বিষয়৷
তিনি ইউটিউব প্রসঙ্গে বলেন, এটি এতদিন বন্ধ রাখায় বাংলাদেশের মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ এখন যত দ্রুত খুলে দেয়া হয় ততই ভাল৷ কারণ ইউটিউব শিক্ষা ও প্রযুক্তিসহ নানা কাজে ব্যবহার করে বাংলাদেশের মানুষ৷
এদিকে অবৈধ ভিওআইপি ঠেকাতে বাংলাদশে ইন্টারনেটের গতি কমিয়ে দেয়ার পর ব্যাপক সমালোচনার মুখে রোববার তা আবার স্বাভাবিক করা হয়েছে৷ ১৫ই মে থেকে এই গতি কমানোর নির্দেশনা জারি করেছিল বিটিআরসি৷ সুমন আহমেদ সাবির বলেন সঠিক জ্ঞান না থাকলে যা হয় তাই হয়েছে৷ বিটিআরসি জ্ঞান অর্জন করতে নানা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে৷