বন্যার কারণে বাংলাদেশে ২ লাখেরও বেশি মানুষ খাদ্যাভাবে রয়েছে৷ বুধবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘ৷ দীর্ঘদিন ধরে খাবার সরবরাহ না করা গেলে এ সংকট ভয়াবহ আকার ধারণ করবে বলে সতর্ক করে দিয়েছে তারা৷
বিজ্ঞাপন
বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, এবারের বন্যায় দুই সপ্তাহে ১৩২ জন মানুষ প্রাণ হারিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন ৭৫ লাখ মানুষ৷ এদিকে, বিশ্ব খাদ্য কর্মসূচির বাংলাদেশের ডিরেক্টর ক্রিস্টা র্যাডার জানিয়েছেন, ‘‘বন্যা দুর্গতদের অনেকেই পুরোপুরি নিঃস্ব হয়ে গেছেন৷ বাড়িঘর, ফসল সব নষ্ট হয়ে গেছে তাদের৷''
এই মুহূর্তে এ সব মানুষের খাদ্যের দরকার, সেই সাথে তাদের দীর্ঘ সময়ের জন্য খাদ্যের সংস্থান না করা গেলে তাদের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও জানান তিনি৷ বন্যার পানি কমে গেলেও খাবার এবং থাকার জায়গা না থাকায় এখনও অনেক মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে৷
দক্ষিণ এশিয়ায় বর্ষাকে আশীর্বাদ হিসেবে ধরা হয়৷ কারণ কৃষকদের ফলন ভালো হয় বৃষ্টিতে৷ কিন্তু প্রতিবারই জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে অতি বর্ষণে সৃষ্ট বন্যায় প্রাণহানিসহ অনেক সম্পদ নষ্ট হয়৷ স্থানীয় কর্মকর্তারা বলছেন, এবারের বন্যা গত কয়েক বছরের ক্ষয়-ক্ষতিকে ছাড়িয়ে গেছে৷ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ১০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ লাখ হেক্টর জমির ফসল৷
ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ
বাংলাদেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে৷ গত ১০ দিনে ২১ জনের মৃত্যু হয়েছে৷ উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলের কিছু এলাকার বন্যা পরিস্থিতির ছবি থাকছে ছবিঘরে৷
ছবি: picture-alliance/dpa/NurPhoto/S. Ramany
নিহত ২১ না ৪২?
উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার পাশাপাশি দেশের মধ্যাঞ্চলেও বন্যা দেখা দিয়েছে৷ মধ্য জুলাই থেকে বন্যায় দেশের ১৬ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, যাতে এ পর্যন্ত ২১ জন মারা গেছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানালেও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে মৃতের সংখ্যা ৪২ জন৷
ছবি: picture-alliance/dpa/NurPhoto/S. Ramany
নদীগর্ভে বিলীন আট হাজার বাড়ি
সরকারি হিসাবে, এ পর্যন্ত বন্যায় ১৬ জেলার ৭২ উপজেলার ৩৭৮ ইউনিয়নের ছয় লাখ ৩৪ হাজার ৪০৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আর নদীগর্ভে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে ৮ হাজার ১৪০টি ঘরবাড়ি৷
ছবি: picture-alliance/dpa/NurPhoto/S. Ramany
কয়েক লাখ মানুষ পানিবন্দি
ভয়েস অব অ্যামেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, এখনও কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে, যাদের পুনর্বাসনে তৎপরতা বা উদ্যোগ দেখা যাচ্ছে না৷ বানভাসি মানুষের অভিযোগ, সরকারি ত্রাণ অপ্রতুল, পাশাপাশি বিশুদ্ধ পানির ব্যাপক সংকট দেখা দিয়েছে৷
ছবি: picture-alliance/dpa/NurPhoto/S. Ramany
কুড়িগ্রাম প্লাবিত
কুড়িগ্রাম জেলায় শহররক্ষা বাঁধ ভেঙে পড়ে নয়টি উপজেলা প্লাবিত হয়েছে৷ সেখানকার একজন বাসিন্দা বিবিসি বাংলাকে বলেছেন, চুরানব্বই সালের পর এমন বন্যা আর দেখেনননি তিনি৷ স্থানীয় প্রশাসন জানিয়েছে, কুড়িগ্রামের ছয় লাখ মানুষ এখন পানিবন্দি৷
ছবি: picture-alliance/dpa/NurPhoto/S. Ramany
স্কুল বন্ধ
ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রায় দুইশ স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে৷ যমুনা নদীর পানি বিপদসীমার ১১৬ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটা ১৯৮৮ সালের বন্যায় ছিল ১২৫ সে.মি.৷
ছবি: picture-alliance/dpa/NurPhoto/S. Ramany
পরিস্থিতির অবনতির আশঙ্কা
ভারতের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটায়, সেখানকার বন্যার পানি নামতে শুরু করলে বাংলাদেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন৷
ছবি: picture-alliance/dpa/NurPhoto/S. Ramany
6 ছবি1 | 6
ডাব্লিউএফপি আগামী তিন মাস ধরে প্রতি মাসে বাংলাদেশের বন্যা দুর্গত ১ লাখ বয়স্ক ও প্রতিবন্ধী এবং দুঃস্থ পরিবারের সদস্যদের চার হাজার টাকা করে দিবে, যাতে তারা খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে পারে৷