1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্যা পরিস্থিতি এখনও ভয়াবহ

সমীর কুমার দে, ঢাকা৮ আগস্ট ২০১৬

বাংলাদেশে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে৷ গত ৩০ বছরের মধ্যে এ বছরই সবচেয়ে বড় বন্যা হয়েছে৷ এখন পর্যন্ত বন্যা ১৯ জেলায় ছড়িয়ে পড়েছে, যাতে মারা গেছে ১৭ জন৷ এ পরিস্থিতি অব্যহত থাকলে বহু মানুষ বাড়ি-ঘর ছাড়া হবেন৷

Bangladesch Überschwemmungen
ছবি: picture-alliance/dpa/NurPhoto/S. Ramany

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ-এর সোমবারের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে এবার গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে৷ এতে এ পর্যন্ত যাঁরা মারা গেছেন, তাঁদের অধিকাংশই জামালপুরের৷ এছাড়া ১৯টি জেলার ১৯ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ মোট ৬৯টি রিলিফ ক্যাম্পে আছেন ৭ হাজার ৪০০ মানুষ৷ জানা গেছে, জুলাই মাসের মাঝামাঝি সময় এই বন্যা শুরু হয়, যার ফলে ইতিমধ্যেই পানিবাহিত বিভিন্ন রোগ-ব্যাধি দেখা দিয়েছে৷

বুয়েট-এর ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. এম মোজাম্মেল হক ডয়চে ভেলেকে বলেন, ‘‘উজান থেকে নেমে আসা পানির কারণেই বন্যা হচ্ছে৷ ভারত ও চীনে এবার অন্য বছরের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে৷ সেই পানিই নামছে৷ তবে নদীতে পলি পড়ে যাওয়ার কারণেও বেড়েছে বন্যা৷ প্রতি বছরই ডেইজিংয়ের মাধ্যমে পলিমাটি সরাতে হয়৷ পলি অপসারণ না করলে সামনের বছর আরো ভয়াবহ অবস্থা হতে পারে৷ বন্যার পানি তো আর আমরা ইচ্ছে করলে আটকে রাখতে পারি না৷''

ড. এম মোজাম্মেল হক

This browser does not support the audio element.

সরকারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ কেন্দ্রের এক হিসেবে দেখা গেছে, বর্তমানে ৩৪ লাখের বেশি মানুষ বন্যাকবলিত৷ উত্তরাঞ্চলের জেলা জামালপুরে ইতিহাসে সর্বোচ্চ পানি উঠেছে৷ যমুনার পানি বিপদসীমার ১২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷ এর প্রভাবে জামালপুরের নীচু এলাকা এবং চরাঞ্চল তলিয়ে গেছে৷ বহু বাড়ি-ঘর, এমনকি প্রধান সড়ক ও ট্রেন লাইন তলিয়ে গেছে পানিতে৷ পানি বন্দী হয়ে পড়েছে দেড় লাখেরও বেশি পরিবার৷

এর আগে, ১৯৮৮ সালে, বাংলাদেশে সবচেয়ে বড় বন্যা হয়েছিল৷ তখন যমুনার পানি উঠেছিল বিপদসীমার ১১২ সেন্টিমিটার উপরে৷ অর্থাৎ এবার সেটি ১২২ সেন্টিমিটার উঠে রেকর্ড সৃষ্টি করেছে৷

সরকারি পর্যায় থেকে বন্যার্ত মানুষের মধ্যে কিছু ত্রাণ বিতরণ করা হলেও, বেসরকারি ত্রাণ খুব একটা যাচ্ছে না এলাকাগুলিতে৷ একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, জামালপুরের একটি এলাকায় তাঁরা ত্রাণ দিতে গিয়েছিলেন৷ সেখানে গিয়ে দেখেন সরকারি-বেসরকারি কোনো ত্রাণই পাননি স্থানীয়রা৷ গণজাগরণ মঞ্চের পক্ষ থেকেও বন্যার্ত মানুষের ত্রাণ বিতরণ করা হয়েছে৷ এরপরেও সংশ্লিষ্টরা বলছেন, ত্রাণ বাড়ানো দরকার৷

নেপাল ও ভারতে অতিবৃষ্টি এবং বন্যার পানি ব্রহ্মপুত্র ও যমুনা দিয়ে ঢুকেছে বাংলাদেশে৷ পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক মাসুদ আহমেদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘এবার বন্যা হয়েছে যমুনার পানি বেড়ে যাওয়ার কারণে৷''

তাঁর কথায়, ‘‘বন্যায় আমাদের এখানে যে পানি আসছে, তার ৯৫ শতাংশ বাংলাদেশের বাইরের পানি৷ নেপাল, ভুটান, ভারত ও চীন থেকে এই পানি আসছে৷ আসলে নেপাল এবং ভারতে বৃষ্টিপাতের কারণেই যমুনায় পানি বাড়ছে৷''

মাসুদ আহমেদ

This browser does not support the audio element.

গত রবিবার সকালে পদ্মার প্রবল স্রোতে মানিকগঞ্জের পাটুরিয়া এবং রাজবাড়ির দৌলদিয়া ফেরী ঘাটের সব কিছু ওলটপালট হয়ে গেছে৷ সেখানকার পাঁচ পল্টুনের মধ্যে চারটিই ভেসে গেছে৷ সোমবার সন্ধ্যা পর্যন্ত পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় ছিল ৫ শতাধিক যাত্রীবাহী যানবাহন এবং আরো কয়েক হাজার যাত্রী৷ তাঁরা নিদারুণ দুর্ভোগে পড়েছেন৷

পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার দুপুরে বিআইডাব্লিউটিসি-র চেয়ারম্যান মিজানুর রহমান দৌলতদিয়া ঘাটে যান৷ তিনি সাংবাদিকদের জানান, সড়ক ও জনপথ বিভাগ এবং বিআইডাব্লিউটিসি-র সমন্বয়ে জরুরিভাবে সড়ক ও ঘাট নির্মাণে ফেরি চলাচল স্বাভাবিক হবে৷ প্রবল স্রোতের কারণে অবশ্য ঘাটে কোনো পল্টুনই বসানো যাচ্ছে না৷

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের ১০টি জেলায় বন্যা পরিস্থিতি গুরুতর৷ এগুলো হলো – কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজাবাড়ী, মুন্সিগঞ্জ ও শরিয়তপুর৷ এছাড়া ১২টি নদীর ১৭টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷

আপনি বা আপনার কোনো আত্মীয় কি বন্যাকবলিত এলাকায় রয়েছেন? জানান আপনার অবস্থা, নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ