1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে বর্ণবাদের অনেক বর্ণ

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৫ জুন ২০২০

যুক্তরাষ্ট্রের পুলিশের বর্ণবাদী আচরণে বাংলাদেশের মানুষও প্রতিক্রিয়া জানাচ্ছেন৷ কিন্তু এই বাংলাদেশে কি বর্ণবাদ নেই? বাস্তব পরিস্থিতি কী বলে?

বর্ণবাদ
ফাইল ছবিছবি: bdnews24.com

১. গত বছরের ৮ এপ্রিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাথী আক্তার নামে এক গৃহবধূকে তার বাড়ির একটি কক্ষ ভেঙে উদ্ধার করে পুলিশ৷ তাকে আটকে রেখে নির্যাতন করেছিল তার স্বামী ফাহিম৷ ছয় বছর আগে তাদের বিয়ে হয়৷ তাদের দুটি সন্তানও আছে৷ কিন্তু বিয়ের ছয় বছর পর তার স্বামী তাকে বাড়ির একটি কক্ষে এক মাস ধরে আটকে রাখে৷ তার ওপর চলে নির্যাতন৷ উদ্ধার করার পর তিনি পুলিশকে জানান, কালো ও খাটো হওয়ার কারণে গত ছয় মাস ধরে নির্যাতন করা হয়৷ একমাস ধরে একটি কক্ষে আটকে রাখা হয়৷ জোর করে বিষপান করিয়ে হত্যার চেষ্টাও করা হয়৷

২. ছোট পর্দার অভিনেত্রী সুমাইয়া শিমু বিয়ে করেন ২০১৫ সালের আগস্টে৷ তার বিয়ে নিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল রীতিমতো সমলোচনার ঝড় বইয়ে দেয়৷ কারণ, বর নাসিরউদ্দীন নাসিমের গায়ের রঙ আর চেহারা৷ যারা সমালোচনা করেছেন, তাদের কথা হলো, শিমুর বর হিসেবে নাসিমকে মানায় না৷ কারণ, তার গায়ের রঙ কালো৷

এই দুটি ঘটনায় সমাজের গভীরে লুকিয়ে থাকা বর্ণবাদই প্রকাশ পেয়েছে কিনা জানতে চাইলে আইন ও সালিশ কেন্দ্রের উপ-পরিচালক নীনা গোস্বামী বলেন, ‘‘আমরা বর্ণবাদ নিয়ে সুনির্দিষ্টভাবে কাজ করি না৷ কাজ করি নারীর প্রতি সহিংসতা নিয়ে ৷ আর তাতে দেখা যায়,  যে নারীর গায়ের রঙ কালো বা প্রচলিত দৃষ্টিতে সুন্দর না, তার পরিবারকে বেশি যৌতুক দিতে হয়৷ নির্যাতনও তাদের ওপরই বেশি হয়৷’’

নেহাল করিম

This browser does not support the audio element.

‘‘বাংলাদেশে বিয়ের জন্য পাত্রী নির্বাচনে ‘ফর্সা ও সুন্দরী’ পাত্রীকে গুরুত্ব দেয়া হয়৷ এটা যে শুধু পাত্র পক্ষ থেকে তা নয়, পাত্রী পক্ষও এটা প্রচার করে পাত্র খোঁজার জন্য,’’ বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন৷ তিনি ১৯৯৯ সালে এ নিয়ে একটি গবেষণাও করেছেন৷ সেই গবেষণার কোনো প্রাতিষ্ঠানিক ফলোআপ গত ২০ বছরেও হয়নি৷ কাবেরী গায়েন বলেন, ‘‘পরিস্থিতির কোনো উন্নতি হয়নি৷ বরং আমার বিবেচনায় আরো খারাপ হয়েছে৷’’ তিনি তখন চারটি পত্রিকায় প্রকাশিত ৪৪৬টি বিয়ের বিজ্ঞাপনের ওপর এ গবেষণা করেন৷ বিজ্ঞাপনগুলোর মধ্যে ২২০টিতে, অর্থাৎ ৪৯.৩২ শতাংশে সরাসরি পাত্রীর গায়ের রঙ ফর্সা উল্লেখ করা হয়৷ মাত্র ১৩টি বিজ্ঞাপনে পাত্রীপক্ষ পাত্রীর শ্যামলা রঙের কথা উল্লেখ করেছে৷ সুন্দরী, প্রকৃত সুন্দরী, অসামান্য রূপসী, রূপসী, অপূর্ব সুন্দরী- এ ধরনের বিশেষণ ব্যবহার করে সৌন্দর্যকে বিজ্ঞাপিত করা হয়েছে ২২২টি বিজ্ঞাপনে৷ অর্থাৎ, ফর্সার চেয়েও বেশি ৪৯.৭৬ শতাংশ বিজ্ঞাপনে৷

কাবেরী গায়েন বলেন, ‘‘এটাই আসলে বর্ণবাদ৷ আমাদের সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই বর্ণবাদ রয়েছে৷ এখন বর্ণবাদ এবং পুঁজিবাদ একসঙ্গে হাঁটছে৷ তাই যদি না হবে, রঙ ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন এবং বিক্রি বাড়বে কেন? কেন বাড়বে এত বিউটি পার্লার? মানুষ কেন রঙ ফর্সা করার দিকে ঝুঁকবে?''

সমাজ বিশ্লেষক এবং নৃ-বিজ্ঞানীদের সাথে কথা বলে বাংলাদেশে বর্ণবাদের বেশ কতগুলো বিষং চিহ্নিত করা গেছে৷ ওগুলোকে আশ্রয় করেই বর্ণবাদ টিকে আছে৷

১.সৌন্দর্যের ধারণা ও গায়ের রঙ
২. ভাষা ও ধর্ম
৩. জাতীয়তাবাদ
৪. আঞ্চলিকতা
৫. ক্ষমতা
৬. কর্পোরেট পুঁজি

৭. লিঙ্গ

করোনার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় এক পীরের জানাজায় ব্যাপক লোক সমাগম নিয়ে সমালোচনা হয়৷ এই পর্যন্ত ঠিক ছিল৷ কিন্তু এরপর ওই এলাকার মানুষকে নানাভাবে হেয় করা শুরু করে কিছু লোক৷ নানা ধরনের অপমানজনক ও আপত্তিকর শব্দ ব্যবহার করে পোস্ট দেয় সামাজিক যোগাাযোগ মাধ্যমে৷

কোনো কোনো এলাকার ভাষাকে হেয় করার প্রবণতাও আছে বছরের পর বছর ধরে৷ শুধু তাই নয়, কোনো এলাকার মানুষকে বিশেষ ধরণের অপরাধের জন্যও দায়ী করা হয়৷ এগুলোকেও বর্ণবাদ বলে মনে করেন সমাজবিজ্ঞানী, অধ্যাপক ড. নেহাল করিম৷ 

তিনি মনে করেন ধর্ম পালনের কিছু দিক এবং ধর্ম নিয়ে, অর্থাৎ সখ্যাগুরু আর সংখ্যালঘুর ভেদাভেদও প্রশ্ন জাগায়৷ ড. নেহাল করিম বলেন, ‘‘মসজিদে নামাজ পড়তে গেলে সবাই কি সামনে দাঁড়াতে পারে? আবার ধর্মীয় শ্রেষ্ঠত্ব দাবি করে অন্য ধর্মালম্বীদের হেয় করাও তো চলছে অহরহ৷’’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞানের শিক্ষক জোবাইদা নাসরিন কলি তুলে ধরলেন আরেকটি দিক, ‘‘যারা ময়লা পরিস্কার করেন, তাদের আমরা বলি ময়লাওয়ালা৷ কিন্তু যারা ময়লা করেন, তারা সমাজে সম্মানিত৷ যারা চুল কাটেন তাদের পেশাকে সম্মান দেয়া হয়মনা৷ এগুলো বর্ণবাদের নানা রূপ৷’’

বাংলাদেশে পাহাড়ি জনগোষ্ঠীকে জোর করে বাঙালি বানানোর চেষ্টা ছিল৷ সংস্কৃতি বা ভাষার শ্রেষ্ঠত্ব দাবি করে অন্য জাতি বা ভাষাকে হেয় করা প্রবণতাও রয়েছে৷ নেহাল করিম বলেন, ‘‘এখানে ছোট কর্মচারী বড় কর্তার সামনে কথা বলতে পারে? বসের সামনে সত্য কথা বলাও অন্যায়৷ এটাও তো বর্ণবাদ৷’’

যে গণমাধ্যম বর্ণবাদের বিরুদ্ধে কাজ করবে তারাও বর্ণবাদ বিস্তারে ভূমিকার রাখছে বলে কাবেরী গায়েন মনে করেন, ‘‘আমরা একটি স্টাডি করতে গিয়ে দেখেছি প্রিন্ট মিডিয়ার চেয়ে ইলেকট্রনিক মিডিয়ায় নারী সংবাদকর্মী বেশি৷ কিন্তু ব্যতিক্রম ছাড়া এর পিছনেও রয়েছে বর্ণবাদ৷ আর নারী উপস্থাপক বা নারী সংবাদকর্মীদের নেয়ার জন্য যেসব গুণের কথা বলা হয় সেগুলোও বর্ণবাদী মনের প্রকাশ৷’’

কর্পোরেট পুঁজি বর্ণবাদকে আশ্রয় করেই আবার ব্যবসা করে৷ সেটা বিউটি প্রোডাক্ট হোক বা বিউটি কন্টেস্ট৷ নারীর সাহস, যোগ্যতা আর সাফল্য খোঁজে তারা রঙ ফর্সা করার মধ্যে৷

জোবাইদা নাসরীন কলি

This browser does not support the audio element.

বাংলাদেশে মাঝে মাঝে অবৈধ বিদেশিদের আটক বা গ্রেপ্তারে অভিযান চালানো হয়৷ সব সময়ই এই অভিযান চলে আফ্রিকার নাগরিকদের বিরুদ্ধে৷ এটাও বর্ণবাদের প্রকাশ৷ ‘‘এখানে সেই বর্ণবাদী মানসিকতা কাজ করে যে, কালো মানুষ অপরাধ করে, সাদা মানুষ করে না৷ কালো মানে খারাপ, সাদা মানে ভালো,’’ বলেন জোবাইদা নাসরীন কলি৷

তিনি  আরো বলেন, ‘‘রেসিজমে শুধু গায়ের রঙ দিয়ে যে বৈষম্য করা হয় তা নয়৷ কোনো অজুহাত দেখিয়ে অসাম্য এবং বৈষম্য করাই বর্ণবাদ৷ তাই ধনী-গরিবের যে বৈষম্য এটা সবচেয়ে বড় বর্ণবাদ৷ বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়ায় বৈষম্যৈর খাঁচাটা বড়, এখানে বর্ণবাদও বেশি৷’’

‘‘এখানে বর্ণবাদ এতই প্রবল যে, পরিবারের মধ্যেও তা আছে৷ দুই ভাইয়ের মধ্যে এক ভাই গরিব হলে তার সঙ্গে মিশতে চায় না বিত্তশালী ভাই৷ সমাজেও এটা প্রবল,’’ অভিমত নেহাল করিমের৷

বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশে বর্ণবাদ আছে বলেই স্বাধীনতার দীর্ঘ সময় পর ২০১৪ সালে হিজড়ারা আলাদা লিঙ্গ হিসেকে স্বীকৃতি পায় আর ভোটাধিকার পায় ২০১৯ সালে৷ এখনো তাদের হেয় করা হয় নানাভাবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ