1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে বাড়ছে বিদ্যুতের দাম

২৩ সেপ্টেম্বর ২০১১

জ্বালানি তেল এবং সিএনজির দাম বাড়ানোর পর এবার বাড়ছে বিদ্যুতের দাম৷ এক সপ্তাহের মধ্যে পাইকারি বিদ্যুতের দাম শতকরা ১৫ ভাগ বাড়তে পারে৷ আর খুচরা পর্যায়ে বাড়ানো হবে নভেম্বর মাস থেকে৷

সিএনজির পর এবার বিদ্যুতের পালাছবি: DW/Harun Ur Rashid Swapan

দেশের অধিকাংশ নতুন বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হয় জ্বালানি তেলে৷ তাই জ্বালানি তেলের দাম বাড়ায় এর প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে৷ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি বিদ্যুতের দাম শতকরা ১৫ ভাগ বাড়ানোর আবেদন করেছে এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে৷ কমিশনের সচিব মোহাম্মদ আবু জাফর জানিয়েছেন, পিডিবি প্রথমে পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর কথা বলছে৷

আর কমিশনের সদস্য ইমদাদুল হক জানান, পিডিবির আবেদনে সাড়া না দিয়ে উপায় নেই৷ কারণ জ্বালানি তেলের দাম বাড়ায় অবশ্যই বিদ্যুতের মূল্য সমন্বয় করতে হবে৷ আরেকজন সদস্য ড. সেলিম মাহমুদ জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যেই এই মূল্য সমন্বয়ের কাজ তারা করবেন৷

এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বলেন, পাইকারি পর্যায়ে শিগগিরই বিদ্যুতের  দাম বাড়ানো হবে৷ তবে খুচরা পর্যায়ে দাম বাড়ানো হবে আগামী শীতে৷

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এর আগে আরো ৩ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে৷ গত ফেব্রুয়ারিতে পাইকারি পর্যায়ে ১১ শতাংশ এবং খুচরা পর্যায়ে ৫ শতাংশ দাম বাড়ানো হয়৷ গত আগষ্টে পাইকারি বিদ্যুতের দাম ৬ শতাংশ বাড়ানো হয়৷

এদিকে জ্বালানি সচিব আবুল কালাম আজাদ বলেছেন, ডিজেলের দাম বাড়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হবে৷ কিন্তু তাতে জ্বালানি মন্ত্রণালয়ের কিছু করার নেই৷ বিষয়টি কৃষিমন্ত্রণালয়কে দেখতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা:  আব্দুল্লাহ আল-ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ