1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌর বিদ্যুৎ উৎপাদন

২১ জুলাই ২০১২

এই বিদ্যুৎ উৎপাদনে খরচ কম৷ আর মিনি গ্রিডের মাধ্যমে বাণিজ্যিকভাবে সৌর বিদ্যুৎ উৎপাদন করা হলে অনেক কর্মসংস্থানও হবে৷ জানিয়েছেন আভা রিনিউয়েবল এনার্জি লিমিটেড’এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ৷

ছবি: DW

বাংলাদেশে এখন সৌর বিদ্যুৎ প্যানেল তৈরি করে ৬টি বেসরকারি প্রতিষ্ঠান৷ এছাড়া সরাসরি বিদেশ থেকেও প্যানেল আমদানি করা হয়৷ এখন প্রতিদিন ৯০ মেগাওয়ট সৌর বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে৷ আর এই বিদ্যুতে আলোকিত হচ্ছে কমপক্ষে ১৮ লাখ বাড়ি৷ সরকার এখন নতুন বিদ্যুৎ সংযোগের সঙ্গে সৌর বিদ্যুতের প্যানেল বসানো বাধ্যতামূলক করেছে৷ আর যেসব প্রত্যন্ত অঞ্চলে জাতীয় গ্রিডের বিদ্যুৎ যায়না, সেখানে একমাত্র ভরসা সৌর বিদ্যুৎ৷ যা ডয়চে ভেলেকে জানালেন আভা রিনিউয়েবল এনার্জি লিমিটেড'এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ৷

তিনি জানান, একটি বাড়ি আলোকিত করতে যে সৌর প্যানেল বসাতে হয় তার খরচ সাড়ে ৭ লাখ টাকা৷ এই খরচ ২৫ বছরের জন্য৷ আর এর উৎপাদন খরচ প্রচলিত জ্বালানি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে কম৷ তাই রক্ষণাবেক্ষণে খরচ নেই বললেই চলে৷

এ কে আজাদ বলেন, সৌর বিদ্যুৎ প্যানেল বাড়িতে বাড়িতে না বসিয়ে বড় আকারে বাণিজ্যিকভাবেও স্থাপন সম্ভব৷ অর্থাৎ, অঞ্চল ভিত্তিক মিনি গ্রিড স্থাপন করে ওই এলাকায় বাণিজ্যিকভাবেও বিদ্যুৎ সরবরাহ করা যায়৷ আর এর স্থাপনা খরচ প্রচলিত বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে অনেক কম পড়বে৷

তিনি মনে করেন, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বকেই শেষ পর্যন্ত সৌর বিদ্যুতের মত নবায়নযোগ্য শক্তির ওপর নির্ভর করতে হবে৷ কারন প্রচলিত জীবাস্ম জ্বালানি একসময় শেষ হয়ে যাবে৷

বাংলাদেশে এখন সৌর বিদ্যুতের ব্যবহার প্রতিবছর শতকরা ১৫ ভাগ হারে বাড়ছে৷ তবে দ্রুত এর বিস্তৃতি ঘটাতে সরকারকে আরো উদ্যোগী হতে হবে বল মনে করেন এ কে আজাদ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ