1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে বার্সেলোনাকে দেখার অপেক্ষা

৩১ জানুয়ারি ২০১৩

দু’বছর আগে মেসির খেলা বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসে দেখেছিলেন বাংলাদেশের মানুষ৷ আর্জেন্টিনা-নাইজেরিয়ার প্রীতি ম্যাচের স্মৃতি টাটকা থাকতে থাকতে এবার জেগেছে বার্সেলোনার খেলা কাছ থেকে দেখার সম্ভাবনা৷

Barcelona's Argentinian forward Lionel Messi celebrates after scoring during the Spanish league football match Real Betis vs FC Barcelona on December 9, 2012 at the Benito Villamarin stadium in Sevilla. AFP PHOTO/ JORGE GUERRERO (Photo credit should read Jorge Guerrero/AFP/Getty Images)
ছবি: AFP/Getty Images

বুধবার ছিল ‘এল ক্লাসিকো', অর্থাৎ রেয়াল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচের দিন৷ এমন দিনে ফুটবলপাগল মানুষ অন্তত ওই ম্যাচ ছাড়া অন্য কিছু নিয়ে ভাবার কথা কল্পনাই করতে পারেন না৷ কিন্তু বাংলাদেশের মানুষ সেটা পেরেছেন৷ বার্সেলোনার খেলা যাঁরা ভালোবাসেন তাঁরাও স্প্যানিশ কাপের সেমি ফাইনালের কয়েক ঘণ্টা আগে থেকেই স্বপ্ন দেখতে শুরু করেছেন বার্সেলোনার খেলা স্টেডিয়ামে বসে দেখার৷ বাংলাদেশ ফুটবল ফেডারেশন এমনই এক প্রস্তাব পেয়েছে বার্সেলোনার কাছ থেকে৷ সুতরাং এ স্বপ্নও পূরণ হতেই পারে!

খবরটা দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নিজেই, ১-১ গোলে ড্র হওয়া রেয়াল-বার্সা ম্যাচের দিনেই সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘‘বার্সেলোনার পক্ষ থেকে তাঁদের এজেন্ট ফোন করে আমাকে প্রস্তাব দিয়েছেন, জানিয়েছেন তাঁরা ঢাকায় খেলতে আগ্রহী৷ আগামী আগস্টে খেলতে চান তাঁরা, তবে তাঁদের নিয়ে আসতে ৩০ লক্ষ ইউরো লাগবে৷''

ঢাকা খেলতে যেতে আগ্রহী বার্সেলোনা দলছবি: Getty Images

টাকার অঙ্কটা শুনে চমকে উঠলেন? মেসি, জাভি, ইনিয়েস্তাদের দল বার্সেলোনার জন্য এ আর এমন কী! বাফুফে সভাপতি সালাউদ্দিন অবশ্য এক্ষুনি চূড়ান্ত কথা বলতে রাজি নন৷ এত টাকা চাইলেই তো পাওয়া যায়না! এ টাকা জোগাড় করা যায় কিনা – সেটা দেখার জন্য সময় নেয়ার জন্যই হয়ত সাংবাদিকদের তিনি বলেছেন, ‘‘কেবল তো প্রস্তাবটা পেলাম, এখনই হ্যাঁ বা না বলার অবস্থায় নেই, প্রথমে সব দিক বিচার-বিশ্লেষণ করে দেখি, তারপর বলবো৷''

এই নিয়ে দ্বিতীয় দফা বাফুফে সভাপতির দায়িত্ব পালন করছেন কাজী সালাউদ্দিন৷ ২০১১ সালে, যখন প্রথমবারের মতো দায়িত্বে, তখন তিনিই মেসির আর্জেন্টিনাকে ঢাকায় নিয়ে এসে চমকে দিয়েছিলেন৷ সে বছরের ৬ই সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয়েছিল আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ৷ সেই ম্যাচের অভিজ্ঞতা যে মেসিকে বাংলাদেশের ব্যাপারে একটু হলেও আগ্রহী করে রেখেছে তাতে কোনো সন্দেহ নেই৷ বহির্বিশ্বের কাছেও বাংলাদেশের দুয়ার খুলে দিয়েছিল সেই ম্যাচ৷ ফুটবলে অনেক পিছিয়ে থাকা একটি দেশের ব্যাপারে স্পেনের বার্সেলোনার আগ্রহী হয়ে ওঠার পেছনে সেসবের ভূমিকা থাকাই স্বাভাবিক৷

সে যা-ই হোক, এখন থেকেই শুরু হলো অপেক্ষা৷ বার্সাও এবার আসে কিনা, চারবারের ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসিকে আবার বাংলাদেশ কাছে পায় কিনা, এখন সেটাই দেখার অপেক্ষা৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ