1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা যেন স্বাভাবিক ঘটনা'

১৫ সেপ্টেম্বর ২০১৫

বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ের বিচারবহি্র্ভূত হত্যাকাণ্ডের দায়মুক্তিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে লেখালেখি হলেও একজনের মন্তব্য সত্যিই মনে রাখার মতো৷

Dhaka Bangladesch 7 von 19
ছবি: DW/Harun Ur Rashid Swapan

হাইকোর্টে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ রবিবার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে খুব গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন৷ ২০০৩ সালে যৌথবাহিনীর অভিযানের সময় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, রায়ে তাঁদেরকে ফৌজদারি ও দেওয়ানি মামলা করার অধিকারও দেয়া হয়েছে৷ ২০০৩ সালে ‘যৌথ অভিযান দায়মুক্তি আইন, ২০০৩' পাশ করে সে অধিকার রহিত করা হয়েছিল৷ বিএনপি-জামায়াত জোটের সেই মেয়াদে ২০০২ সালের ১৬ই অক্টোবর থেকে ২০০৩ সালের ৯ই জানুয়ারি পর্যন্ত ‘অপারেশন ক্লিন হার্ট' নামে যৌথ বাহিনীর অভিযানে কমপক্ষে ৫৭ জন নিহত হন৷ যৌথ বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরপরই তাঁরা মারা যান৷ মৃতদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসীও ছিলেন৷ সবার ক্ষেত্রেই বলা হতো, তাঁরা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন৷ নিহতদের পরিবারেরই পক্ষ থেকে দাবি করা হতো, মৃত্যুর কারণ হৃদরোগ নয়, যৌথ বাহিনীর নির্যাতনেই মারা গেছেন তাঁরা৷

১২ বছর আগে দায়মুক্তি দেয়া ওই কথিত ‘হত্যাকাণ্ডগুলোর' বিরুদ্ধে বিচার প্রার্থনার পথ খুলে দিয়েছে হাইকোর্ট৷ কিন্তু রবিবার এই রায় ঘোষণার দিনে বাংলাদেশে চলছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাটবিরোধী উত্তাল আন্দোলন৷ সে কারণেই হয়ত সামাজিক যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে বেশি লেখা বা মন্তব্য পাওয়া যায়নি৷ তবে অনেকেই খবরটি টুইট করেছেন৷

বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করার দাবি সেই ২০০৩ সালের পর থেকেই উঠছে৷ কিন্তু বিচারবহির্ভূত হত্যা থামেনি৷ আওয়ামী লীগের আমলেও বিচারবহির্ভূত হত্যা হয়েছে, হচ্ছে৷ আইন ও সালিশ কেন্দ্রের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে অন্তত ১০১ জন মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে৷ সম্প্রতি ছাত্র লীগ এবং যুব লীগের দুই কর্মী নিহত হওয়ার পর আওয়ামী লীগের কয়েকজন নেতাও ব়্যাব-এর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ তুলেছে৷ ব়্যাব এবং পুলিশের পক্ষ থেকে অবশ্য যথারীতি দাবি করা হয়, ওই দুই তরুণ ‘বন্দুকযুদ্ধে' মারা গেছে৷

বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা প্রসঙ্গে একটি টুইট খুবই প্রণিধানযোগ্য৷ মুক্তশ্রী চাকমা নামের একজন লিখেছেন, বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা স্বাভাবিক একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ আইন প্রয়োগকারী সংস্থা এবং জনগণ – দু'পক্ষই এভাবে হত্যা করে৷

বাংলাদেশের ইতিহাসে ক্ষমতার পালাবদলে যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেগুলোসহ হালের রাজন-রাকিবের মতো শিশুর হত্যার কথা মনে করলে মুক্তশ্রীর এ মন্তব্যকে অগ্রাহ্য করা যাবে কি?

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ