1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে বিধিনিষেধের মেয়াদ বাড়ল আরেক দফা

৬ জুন ২০২১

করোনা ভাইরাস সংক্রমণের হার বাড়তে থাকায় বাংলাদেশে চলমান বিধিনিষেধের মেয়াদ আরো দশদিন বাড়ানো হয়েছে৷ রোববার সরকার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে৷

ফাইল ছবিছবি: DW/S. Hossain

নির্দেশনায় বলা হয়েছে, বিধিনিষেধের মেয়াদ ৬ জুন মধ্যরাত থেকে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, এ সময় সব ধরনের পর্যটনস্থল, রিসর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে৷ পাশপাশি বিবাহোত্তর সংবর্ধনা, পিকনিক, পার্টিসহ জনসমাগম হয় এমন সব ধরনের সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখতে হবে৷

অবশ্য খাবারের দোকান  ও হোটেল-রেস্তোরাঁ খাবার বিক্রি ও সরবরাহ করতে পারবে৷ গণপরিবহন অর্ধেক আসনে যাত্রী পরিবহন করতে পারবে৷ তবে যাত্রীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানতে হবে৷

যেসব জেলা ‘উচ্চ ঝুঁকিতে’ আছে সেখানে সংশ্লিষ্ট কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন৷  

এফএস/এসএস (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ