1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিনিয়োগের সুযোগ বাংলাদেশে

৪ মে ২০১২

বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পে জাপানের আগ্রহ আছে৷ তবে অর্থ পেতে হলে তার আগে বিশ্বব্যাংকের সঙ্গে সমস্যার সমাধান করতে হবে, বলেন জাপানের উপ প্রধানমন্ত্রী কাতসুইয়া ওকাদা৷

ছবি: DW/Swapan

দুই দিনের সফরের শেষ দিনে জাপানের উপ প্রধানমন্ত্রী কাতসুইয়া ওকাদা আজ সকালে বৈঠক করেন বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে৷ গত বছর থেকে জাপানে বাংলাদেশের তৈরি পোশাক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়ায় ব্যবসায়ী নেতারা জাপানের উপ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান৷ তবে ব্যবসায়ী নেতাদের দাবি সব ধরনের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার৷ এফবিসিসিআই-এর সভাপতি একে আজাদ জানান, বাংলাদেশের সঙ্গে জাপানের বাণিজ্য ঘাটতি আছে৷ গত বছর বাংলাদেশ জাপান থেকে আমদানি করেছে ১৩০ কোটি ডলারের পণ্য৷ আর জাপানে রফতানি করেছে ৪৩ কোটি  ডলারের পণ্য৷ বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পেলে এই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে পারবে৷ তিনি জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান৷ তিনি বলেন, জাপানি বিনিয়োগকারীদের এখানে বিনিয়োগের যথেষ্ট সুযোগ আছে৷

জবাবে জাপানের উপপ্রধানমন্ত্রী বলেন, জাপানি বিনিয়োগকারীরা এদেশে বিনিয়োগ করতে আগ্রহী৷

উপ প্রধানমন্ত্রী কাতসুইয়া ওকাদাছবি: AP

তবে তার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাসের নিশ্চয়তা দিতে হবে৷ তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও তিনি বিষয়টি জানিয়েছেন৷ আর বাংলাদেশের সঙ্গে জাপানের ব্যবসা-বাণিজ্যের অনেক সুযোগ আছে৷ বাংলাদেশকে তা কাজে লাগাতে হবে৷ এক সময় চীনের সঙ্গে জাপানেরও বাণিজ্য ঘাটতি ছিল৷ তবে তা এখন আর নেই৷ তাঁর মতে, বাংলাদেশ হতে পারে জাপানি ব্যবসায়ীদের নতুন গন্তব্য৷ তিনি প্রতিশ্রুতি দেন, জাপানে তিনি বাংলাদেশের সেলসম্যান হিসেবে  কাজ করবেন৷

বাংলাদেশ ছাড়ার আগে তিনি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, পদ্মা সেতু প্রকল্পে জাপানের আগ্রহ আছে৷ তবে জাপানের অর্থ পেতে হলে আগে বিশ্বব্যাংকের সঙ্গে সমস্যার সমাধান করতে হবে৷ তিনি বলেন, তাঁর সরকারও প্রয়োজনে বিশ্বব্যাংকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবে৷ তিনি আরও বলেন, জাপানের জনগণ চায় তাদের অর্থ স্বচ্ছতার সঙ্গে ব্যয় হোক৷ বাংলাদেশের উচিত দুর্নীতি বিরোধী কার্যক্রম অব্যাহত রাখা৷ ঢাকার মেট্রোরেলে অর্থায়নের বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি৷ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে কিছু রাজনৈতিক সমস্যা আছে৷ তবে তাঁর বিশ্বাস এটি বাংলাদেশিরা নিজেরাই সমাধান করতে পারবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ