1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-এইচআরডাবলিউ

২৭ এপ্রিল ২০১২

বাংলাদেশে বিরোধী দলীয় নেতা-কর্মীসহ নিখোঁজ অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ৷ তারা এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে৷

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিরোধী দলীয় নেতা এবং রাজনৈতিক নেতা-কর্মীদের নিখোঁজ হওয়ার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে৷ ১৭ই এপ্রিল মধ্যরাতে বিএনপি নেতা ইলিয়াস আলীর অন্তর্ধান এমনই একটি ঘটনা৷ একইভাবে শ্রমিক নেতা আমিনুল হকের নিখোঁজ বা গুমের ঘটনাও উদ্বেগজনক৷ ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে৷

তারা বিবৃতিতে বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যানের বরাত দিয়ে বলেছে, ২০১২ সালেই অন্তত ১২ জন নিখোঁজ বা গুম হয়েছেন৷ আর আরেকটি মানবাধিকার সংগঠন ‘অধিকার'এর পরিসংখ্যান অনুযায়ী ২০১০ সাল থেকে এ পর্যন্ত গুম হয়েছেন ৫০ জন৷

হিউম্যান রাইটস ওয়াচ-এর এশীয় অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বিবৃতিতে বলেন, ক্রমবর্ধমান হারে এই নিখোঁজ হওয়া – বিশেষ করে বিরোধী দলের সদস্যদের উধাও হয়ে যাওয়ার গ্রহণযোগ্য এবং স্বাধীন তদন্ত হওয়া প্রয়োজন৷

আর বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান ডয়চে ভেলেকে জানান, ইলিয়াস আলীকে উদ্ধারে সরকার এখন পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে তাদের মনে হয়না৷ তার কথা, এসব অপহরণ ও গুমের কোন কোনটির পিছনে আইন-শৃঙ্খলা বাহিনীর হাত আছে বলে তারা নিশ্চিত হয়েছেন৷ তিনি বলেন, আইন ও সালিশ কেন্দ্র এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত চায়৷ আর এজন্য তারা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন৷

এদিকে ইলিয়াস আলীকে উদ্ধারের বিএনপির ৪ দিনের আল্টিমেটামের শেষ দিন কাল শনিবার৷ শনিবারের মধ্যে সরকার যদি ইলিয়াস আলীকে তার পরিবারের কাছে ফিরিয়ে না দেয় তাহলে রোববার থেকে কঠোর আন্দোলন শুরু করবে বিএনপি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ