1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ব্যবসার সুযোগ ও সুবিধা নিয়ে বার্লিন দূতাবাসের সেমিনার

১৫ ডিসেম্বর ২০১০

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৪০ বছর পূর্তির সূচনালগ্নে বার্লিনে বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার ‘ইকোনমিক পারসপেকটিভ অফ বাংলাদেশ:অপারচুনিটিজ ফর বিজনেস’ শিরোনামে সেমিনারের আয়োজন করে৷

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রসচিব মার্টিন বিজেলছবি: DW

বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ ক্রমশ বাড়ছে, উৎসাহী হচ্ছে জার্মানিও৷এবং খতিয়ে দেখছে কোন-কোন ক্ষেত্রে আরো বেশি বিনিয়োগ করা যায়৷ জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রসচিব মার্টিন বিজেল সম্প্রতি বাংলাদেশ সফর করে এসেছেন৷ সফরে তাঁর সঙ্গে ছিলেন কয়েকজন জার্মান ব্যবসায়ীও৷

সেমিনারে মার্টিন বিজেল বলেন, বিদ্যুৎশক্তি উৎপাদন বাড়ানো ছাড়াও রেলওয়ে ক্ষেত্রে জার্মান ব্যবসায়ীরা বিনিয়োগ করতে উৎসাহী৷ জার্মান সরকারও সাহায্য করবে৷

বার্লিনে বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নান বলেন, গত বছরের তুলনায় এবছর বিদেশী বিনিয়োগ চার গুণ বেশি৷ এবং এর মধ্যে জার্মানিই অধিক বিনিয়োগ করেছে৷ ইকোনমিক কাউন্সেলর আবদুর রউফ জানান, ২০০৯-২০১০ সালে, অর্থাৎ, গত এক বছরে ১৬.২ বিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ ব্যবসা ক্ষেত্রে৷ এর বড়ো অংশ পোশাক শিল্প থেকে৷ তবে অন্যান্য ক্ষেত্রেও ব্যবসাবাণিজ্য বেড়েছে বলে তিনি জানান৷

প্রতিবেদন: দাউদ হায়দার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ