বাংলাদেশের ভূপৃষ্ঠের নীচে সম্ভবত বড় ধরনের ভূমিকম্প দানা বাঁধছে যা বাংলাদেশ এবং ভারতের পূর্বাঞ্চলের ১৪ কোটি মানুষের জীবন বিপন্ন করে দিতে পারে৷ সাম্প্রতিক এক গবেষণা থেকে জানা গেছে এই তথ্য৷
বিজ্ঞাপন
ন্যাচার জিওসায়েন্সে প্রকাশিত এক জার্নাল থেকে জানা গেছে, ভূমিকম্পটি খুব দ্রুত ঘটার আশঙ্কা না থাকলেও সেটা অবশ্যম্ভাবী৷ আর ঠিক কবে এটি ঘটতে পারে তা জানতে আরো গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন গবেষণা দলের প্রধান মিশায়েল স্টেকলার৷ নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ তিনি৷
সম্ভাব্য ভূমিকম্পের কেন্দ্রবিন্দুর একশ' কিলোমিটার ব্যাসের মধ্যে বাংলাদেশ এবং ভারতের পূর্বাঞ্চলের ১৪ কোটি মানুষ বসবাস করে যা বিশ্বের অন্যতম দরিদ্র এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা বলে জার্নালে উল্লেখ করা হয়েছে৷
বাংলাদেশের বিষয়ে বিশেষভাবে উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে যে, সস্তা নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি অপরিকল্পিত ভবনসহ ভারি শিল্প, বিদ্যুৎকেন্দ্র এবং প্রাকৃতিক গ্যাসক্ষেত্র ভূমিকম্পে ধ্বংস হয়ে যেতে পারে৷
জার্নালটির সহ-লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ সৈয়দ হুমায়ুন আক্তার এক বিবৃতিতে জানিয়েছেন, সম্ভাব্য ভূমিকম্পের ফলে বাংলাদেশের রাজধানী ঢাকার এত ক্ষতি হবে যে সেটি বসবাসের অনুপোযোগী হয়ে যেতে পারে৷ মোট ৬২ হাজার বর্গ কিলোমিটার এলাকা ভূমিকম্পের ঝূঁকির মুখে আছে বলেও জানান তিনি৷
আরো বড় ভূমিকম্পে বাঁচবে কিভাবে ঢাকা?
ভূমিকম্পে আবারো কেঁপে উঠেছিল বাংলাদেশ৷ ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত পাঁচজন মারা গেছেন৷ ক্ষয়ক্ষতি কম হলেও রাজধানী ঢাকার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন রেখে গেছে সোমবার ভোরের এই ভূমিকম্প৷
ছবি: picture-alliance/Zuma Press/S. Islam
আতঙ্কেই মারা গেছেন পাঁচজন
ভোর ৫টার দিকে শুরু হয় ৬ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্প৷ প্রচণ্ড ঝাঁকুনিতে ঘর-বাড়ি কেঁপে ওঠায় ঘুম থেকে উঠেই ঘর ছাড়ার চেষ্টা করে অনেক মানুষ৷ এ সময় আতঙ্কে ঢাকা, জামালপুর, রাজশাহী, পঞ্চগড় ও লালমনিরহাটে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ ছবিতে সন্তান হারানো এক নারীর কান্না৷
ছবি: picture alliance/landov/S. Islam
আহত শতাধিক
ভূমিকম্পে আহত হয়ে ২৯ জন ঢাকা মেডিক্যাল কলেজ এবং ৩২ জন সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে৷ সারা দেশে শতাধিক বলে অনুমান করা হচ্ছে৷
ছবি: picture alliance/dpa/A. Abdullah
আতঙ্কে পাঁচ তলা থেকে লাফ
নিহতদের সবাই-ই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে চিকিৎসক এবং নিহতদের স্বজনরা জানাচ্ছেন৷ আতঙ্কে কেউ কেউ ভবন থেকে ঝাঁপিয়েও প্রাণ রক্ষার চেষ্টা করেন৷ ঢাকায় আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন৷ তাঁদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যাদলয়ের সার্জেন্ট জহুরুল হক হলের পাঁচতলা ভবনের ছাদ থেকে এবং পাঁচজন মহসিন ও কবি জসিম উদ্দীন হলের দোতলা থেকে লাফিয়ে পড়ে আহত হন৷
ছবি: picture-alliance/Zuma Press/S. Islam
ভয়ংকর ঝুঁকির মুখে ঢাকা
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঢাকা শহরের অন্তত ৭২ হাজার ছোট-বড় ভবনের ভূমিকম্পে ব্যাপক ক্ষতির আশঙ্কায় রয়েছে৷ এ অবস্থায় ভূমিকম্পে অনেকের আতঙ্কিত হওয়াই স্বাভাবিক৷
ছবি: picture-alliance/Zuma Press/S. Islam
ভূমিকম্প মোকাবেলার প্রস্তুতি নেই
ভূমিকম্পের পরে উদ্ধারকাজ সুষ্ঠুভাবে না হলে ক্ষয়ক্ষতির ব্যাপকতা বাড়ে৷ সুষ্ঠু উদ্ধার কাজের জন্য সুষ্ঠু পরিকল্পনা, তথ্য-উপাত্ত সংগ্রহের সমন্বিত প্রয়াস ও যুগোপযোগী নীতিমালা থাকা দরকার৷ এ সব অনেকাংশে থাকলেও মাঠপর্যায়ে এগুলোর প্রয়োগ ও চর্চা নেই৷
ছবি: Reuters
তাহলে বিপর্যয় রোখার উপায়?
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় বড় রকমের ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ হতে পারে৷ পরিকল্পনাহীন ভবন ও রাস্তাঘাট, ঘনবসতি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের বিশেষায়িত মহড়ার অভাবের কারণেই এমন আশঙ্কা তাঁদের৷
ছবি: picture-alliance/Zuma Press/S. Islam
6 ছবি1 | 6
গবেষকরা তাদের গবেষণা কাজে কম্পিউটার মডেল ব্যবহার করে গত দশবছর ধনরে প্রাপ্ত বিভিন্ন তথ্য বিশ্লেষণ করেছেন৷ এতে দেখা যাচ্ছে, বাংলাদেশ এবং ভারতের পূর্বাঞ্চলের ভূগাঠনিক প্লেট উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে মিয়ানমারের ভূগাঠনিক প্লেটে চাপ সৃষ্টি করছে, ফলে সৃষ্টি হচ্ছে অস্থিরতা৷