1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা

Sanjiv Burman১৭ জুলাই ২০১৬

বাংলাদেশের ভূপৃষ্ঠের নীচে সম্ভবত বড় ধরনের ভূমিকম্প দানা বাঁধছে যা বাংলাদেশ এবং ভারতের পূর্বাঞ্চলের ১৪ কোটি মানুষের জীবন বিপন্ন করে দিতে পারে৷ সাম্প্রতিক এক গবেষণা থেকে জানা গেছে এই তথ্য৷

পাকিস্তানে ভূমিকম্প
ছবি: Getty Images/AFP/B. Shah

ন্যাচার জিওসায়েন্সে প্রকাশিত এক জার্নাল থেকে জানা গেছে, ভূমিকম্পটি খুব দ্রুত ঘটার আশঙ্কা না থাকলেও সেটা অবশ্যম্ভাবী৷ আর ঠিক কবে এটি ঘটতে পারে তা জানতে আরো গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন গবেষণা দলের প্রধান মিশায়েল স্টেকলার৷ নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ তিনি৷

সম্ভাব্য ভূমিকম্পের কেন্দ্রবিন্দুর একশ' কিলোমিটার ব্যাসের মধ্যে বাংলাদেশ এবং ভারতের পূর্বাঞ্চলের ১৪ কোটি মানুষ বসবাস করে যা বিশ্বের অন্যতম দরিদ্র এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা বলে জার্নালে উল্লেখ করা হয়েছে৷

বাংলাদেশের বিষয়ে বিশেষভাবে উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে যে, সস্তা নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি অপরিকল্পিত ভবনসহ ভারি শিল্প, বিদ্যুৎকেন্দ্র এবং প্রাকৃতিক গ্যাসক্ষেত্র ভূমিকম্পে ধ্বংস হয়ে যেতে পারে৷

জার্নালটির সহ-লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ সৈয়দ হুমায়ুন আক্তার এক বিবৃতিতে জানিয়েছেন, সম্ভাব্য ভূমিকম্পের ফলে বাংলাদেশের রাজধানী ঢাকার এত ক্ষতি হবে যে সেটি বসবাসের অনুপোযোগী হয়ে যেতে পারে৷ মোট ৬২ হাজার বর্গ কিলোমিটার এলাকা ভূমিকম্পের ঝূঁকির মুখে আছে বলেও জানান তিনি৷

গবেষকরা তাদের গবেষণা কাজে কম্পিউটার মডেল ব্যবহার করে গত দশবছর ধনরে প্রাপ্ত বিভিন্ন তথ্য বিশ্লেষণ করেছেন৷ এতে দেখা যাচ্ছে, বাংলাদেশ এবং ভারতের পূর্বাঞ্চলের ভূগাঠনিক প্লেট উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে মিয়ানমারের ভূগাঠনিক প্লেটে চাপ সৃষ্টি করছে, ফলে সৃষ্টি হচ্ছে অস্থিরতা৷

উল্লেখ্য, ভারত মহাসাগরে ২০০৪ সালে ভূমিকম্প এবং সুনামিতে প্রায় হারায় ২ লাখ ৩০ হাজারের মতো মানুষ৷

এআই/ডিজি (রয়টার্স, ন্যাশনাল জিওগ্রাফিক)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ