টেলিকম অপারেটর রবি’র তৈরি একটি পরীক্ষামূলক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে৷ তাদের ফেসবুক পাতায় শুক্রবার আপলোড করা ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় ৪০ লাখ বার৷
বিজ্ঞাপন
বাংলাদেশে তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার নিয়ে এই ভিডিওটি নির্মিত হয়েছে৷ এতে দেখা যায়, তৃতীয় লিঙ্গের দু'জন মানুষ একটি রেস্তোরাঁয় ইফতার করতে গিয়ে বিরোধিতার মুখে পড়েছেন৷ প্রথমে রেস্তোরাঁ সংশ্লিষ্ট এক ব্যক্তি তাঁদের চলে যেতে অনুরোধ করেন৷ কিন্তু সেই অনুরোধে সাড়া না দেয়ায় সবুজ টি-শার্ট পরা এক ক্রেতা এসেও তৃতীয় লিঙ্গের ঐ দুই ব্যক্তিকে চলে যেতে বলেন৷
ভিডিওর এই পর্যায়ে এসে দেখা যায়, সবুজ টি-শার্ট পরা ঐ ক্রেতার বিরুদ্ধে একে একে প্রতিবাদ করছেন অনেকে৷ একজন বৃদ্ধ লোকও তাতে অংশ নিয়েছেন৷ প্রতিবাদকারীরা ঐ ক্রেতাকে বলেন, তৃতীয় লিঙ্গের মানুষ হলেও তাঁদেরও অন্যান্যদের মতো রেস্তোরাঁতে খেতে আসার অধিকার আছে৷ এভাবে তর্কের এক পর্যায়ে বিষয়টি যে পরিকল্পিত ও ক্যামেরায় ধারণ করা হচ্ছে, তা প্রকাশ করা হয়৷ এরপর প্রতিবাদকারী কয়েকজনের কাছে জানতে চাওয়া হয়, কেন তাঁরা তৃতীয় লিঙ্গের সমান অধিকারের পক্ষে দাঁড়িয়েছেন৷
ভিডিওটি সমাজে বাস করা নাম না জানা আলোকিত মানুষদের কথা সবাইকে জানানোর একটি প্রচেষ্টা বলে জানিয়েছে টেলিকম অপারেটর রবি৷ ফেসবুক পাতায় ভিডিওটি আপলোডের সময় তারা লিখেছে,‘‘আমাদের চারপাশে লুকিয়ে আছে নাম না জানা কত আলোকিত মানুষ! আমরা তাঁদের গল্প ছড়িয়ে দিতে চাই চারদিকে৷''
ইউটিউবেও ভিডিওটি আপলোড করা হয়েছে৷
জেডএইচ/এসিবি
প্রথমবারের মতো ট্রান্সজেন্ডার বা হিজড়া গণনা
পাকিস্তানের আদমশুমারিতে প্রথমবারের মতো দেশের ট্রান্সজেন্ডার বা হিজড়াদের গণনা করা হচ্ছে৷ এমন কয়েকটি দেশের কথা এখানে থাকছে, যারা মাত্র কয়েক বছর আগে আদমশুমারিতে তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়াদের অন্তর্ভুক্ত করেছে৷
ছবি: Imago/Dean Pictures
ইতিহাসে প্রথম
দীর্ঘ ১৯ বছর পর চলতি বছরের মার্চে পাকিস্তানে জাতীয় আদমশুমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ আর এ বছরই প্রথমবারের মতো সেখানে হিজড়াদের গণনা করা হবে৷ ৯ জানুয়ারি এক বৃহন্নলার আপিলের প্রেক্ষিতে পাকিস্তানের লাহোর হাইকোর্ট এ রায় দিয়েছেন৷ হাইকোর্ট পাকিস্তান সরকার এবং ন্যাশনাল ডাটাবেস অ্যান্ড রেজিস্ট্রেশন কর্তৃপক্ষকে এই রায় কার্যকরের নির্দেশ দিয়েছেন৷
ছবি: Imago/Dean Pictures
অধিকারের মামলা
ট্রান্সজেন্ডার ওয়াকার আলী গত বছরের নভেম্বরে আদালতে এই আবেদন পেশ করেন৷ যেখানে বলা হয়, পাকিস্তানের হিজড়া সম্প্রদায় তাদের সব ধরনের অধিকার থেকে বঞ্চিত৷ তাই ৬ষ্ঠ আদমশুমারিতে তাদের অন্তর্ভুক্ত করে হিজড়াদের অধিকার নিশ্চিত করার আবেদন জানিয়েছিলেন তিনি৷
ছবি: Urooj Raza
সঠিক সংখ্যা কত?
পাকিস্তানে ট্রান্সজেন্ডারদের সংখ্যা কত সে সম্পর্কে সঠিক কোনো তথ্য নেই৷ অ্যাডভোকেসি গ্রুপ ট্রান্স অ্যাকশনের জরিপ অনুযায়ী, ১৯ কোটি মানুষের দেশ পাকিস্তানে হিজড়াদের সংখ্যা ৫ লাখ৷ ২০১২ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ট্রান্সজেন্ডারদের দেশের নাগরিক হিসেবে সমান অধিকার দেয়ার আদেশ দেন, সেখানে সম্পত্তিতেও সমানাধিকারের কথা বলা হয়েছে৷
ছবি: Getty Images/AFP/A. Hassan
বিশ্বে প্রথম নেপাল
২০১১ সালে বিশ্বে প্রথমবারের মতো কোনো একটি দেশে আদমশুমারিতে হিজড়াদের গণনা করা হয়, সে দেশটি নেপাল৷ প্রথমবারের মতো সেখানে তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়াদের নিবন্ধিত করা হয়৷
ছবি: Getty Images/P. Mathema
ভারত
২০১১ সালেই ভারতেও আদমশুমারিতে হিজড়াদের অন্তর্ভুক্ত করা হয়, তবে তা নেপালের পরে৷
ছবি: AP
জার্মানি
জার্মানি প্রথম ইউরোপীয় দেশ, যেখানে ২০১৩ সালে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দেয়া হয়৷ কোনো শিশু যদি ট্রান্সজেন্ডার হয়, তবে বাবা-মা জন্ম সনদে তৃতীয় লিঙ্গ নির্বাচন করতে পারবেন৷
ছবি: Reuters
বাংলাদেশ
বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও ২০১৩ সাল থেকে তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়াদের পাসপোর্টসহ আদমশুমারিতে অন্তর্ভুক্ত করেছে৷