1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ভায়াগ্রা বিক্রি নিয়ে বিতর্ক

২৮ সেপ্টেম্বর ২০১২

পুরুষত্বহীনতার নতুন ওষুধ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশে৷ ভায়াগ্রা বিক্রির জন্য সরকার যে অনুমতি দিয়েছে তাতে নতুন করে সমস্যা তৈরির আশঙ্কা করছেন চিকিৎসকরা৷ তারা ভায়াগ্রা বিক্রির অনুমতি বাতিলের জন্য আহ্বান জানিয়েছেন৷

ARCHIV - Zwei Tabletten Viagra liegen auf der Medikamentenverpackung (Archivfoto vom 09.09.2003). Wer einen Energy-Drink oder auch etwas Alkoholisches zu sich nimmt, sollte dabei nicht auf potenzsteigernde Wirkung des Medikaments Viagra hoffen. Mit dieser Begründung hat das EU-Gericht in Luxemburg entschieden, dass der polnische Getränkehersteller Viaguara sich einen anderen Namen für seine Energydrinks und alkoholischen Getränke suchen muss. Foto: Uli Deck dpa (zu dpa 0428 vom 25.01.2012) +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

বাংলাদেশে ভায়াগ্রা প্রস্তুত হয় স্লিডেনফিল সিট্রেট নামে৷ এই ট্যাবলেট দুইভাবে পাওয়া যায়৷ তবে এতদিন ধরে ভায়াগ্রা বা স্লিডেনফিল সিট্রেট তৈরির অনুমতি ছিল গুটিকয়েক কোম্পানির জন্য৷ তাও সেসব ওষুধ ছিল কেবল রপ্তানির জন্য৷ তবে কয়েকদিন আগে সরকার এই ব্যাপারে নতুন সিদ্ধান্ত নেয়৷ তাতে নতুন করে আরও বেশ কয়েকটি কোম্পানিকে এই ওষুধ তৈরির অনুমতি দেওয়া হয় বলে বার্তা সংস্থা এএফপি'কে জানিয়েছেন ওষুধ প্রশাসনের কর্মকর্তা শাহ রুহুল আমিন৷ তিনি জানান, বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত পাওয়ার পর সরকার ১৩টি ওষুধ প্রস্তুতকারক কোম্পানিকে ভায়াগ্রা তৈরি এবং বাজারে বিক্রির অনুমতি দিয়েছে৷

জানা গেছে, সরকারি কমিটির কাছে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে বাংলাদেশে পুরুষত্বহীনতার সমস্যায় ভুগছেন এমন লোকের সংখ্যা বাড়ছে৷ সেজন্য স্থানীয় বাজারগুলোতে ভায়াগ্রা বিক্রির অনুমতি দেওয়ার জন্য তারা সরকারকে পরামর্শ দিয়েছেন৷ তবে এই নিয়ে আশংকার কথা জানিয়েছেন চিকিৎসকরা৷ তারা মনে করছেন, যত্রতত্র ভায়াগ্রা বিক্রির স্বাস্থ্যগত ঝুঁকি বাড়াবে৷ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশ বা বিএমএ এই নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছে সরকারকে৷ এই সংগঠনে রয়েছেন দেশের প্রায় ৩২ হাজার চিকিৎসক৷ বিএমএ'র মহাসচিব শরফুদ্দিন আহমেদ এএফপিকে বলেন, ‘‘আমরা চাই সরকার এই লাইসেন্স বাতিল করুক৷ কারণ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার করলে মারাত্মক সমস্যার তৈরি হতে পারে৷'' এই উদ্বেগের কারণ হিসেবে শরফুদ্দিন আহমেদ বলেন, ‘‘আমাদের দেশে যে কোন ওষুধের দোকানেই সব ধরণের ওষুধ কেনা সম্ভব৷'' তাই স্থানীয় বাজারে ভায়াগ্রা বিক্রির অনুমতি দিলে দেখা যাবে সকলেই এই ওষুধ কিনছে, এমনটি আশংকা তার৷

চিকিৎসকরা স্থানীয় বাজারে ভায়াগ্রা বিক্রির সিদ্ধান্ত নিয়ে আগামী সপ্তাহে জরুরি বৈঠক করবেন বলে জানানো হয়েছে৷ উল্লেখ্য, চিকিৎসকদের মতে স্লিডেনফিলের অপ্রয়োজনীয় ব্যবহারের ফলে হাইপারটেনশন, ডায়াবেটিস এমনকি হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে৷

আরআই/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ