1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

Polls open in historic Bangladesh election

আরাফাতুল ইসলাম২৯ ডিসেম্বর ২০০৮

বাংলাদেশের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় সংসদ নির্বাচন শুরু হয়েছে৷ ঠিক সকাল আটটায় একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে অধিকাংশ ভোটকেন্দ্রে৷ চলবে বিকেল চারটা পর্যন্ত৷ বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত খবরে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক৷

এবারের নির্বাচনে মহিলা ভোটারের সংখ্যা বেশিছবি: Mustafiz Mamun

বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবির একাধিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ৩৫ হাজারেরও বেশি ভোটকেন্দ্রে সকাল আটটায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে৷

আওয়ামী লীগের সমর্থকরাছবি: Mustafiz Mamun

ঢাকা থেকে সাগর সরওয়ার জানাচ্ছেন, বাংলাদেশ নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করবে- এই প্রত্যাশায় সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটাররা আনন্দমুখর পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ শুরু করেছেন৷ নোয়াখালী-১ আসন বাদে ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷

ভোটাররা বলছেন, আজ গণতন্ত্রের পথে অগ্রযাত্রার স্বপ্নের দিন৷ ভোটাররা আগামী পাঁচ বছরের জন্যে সংসদে তাঁদের প্রতিনিধি নির্বাচন করবেন আজ৷

এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ জন৷ এঁদের মধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৫৪৯ জন৷ মহিলা ভোটার ৪ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১৪৯ জন৷ তবে এই নির্বাচনের বাড়তি আকর্ষণ ১ কোটি ৭০ লাখ তরুণ ভোটার৷ বিশেষজ্ঞদের মতে, এবার তরুণ ভোটাররা যেদিকে যাবেন, বিজয়ের পাল্লা ভারী হবে সেদিকেই৷

ঢাকা থেকে আমাদের প্রতিনিধি সমীর কুমার দে জানিয়েছেন, নিশ্ছিদ্র নিরাপত্তায় ভোটগ্রহণ সম্পন্ন করতে সেনাবাহিনী, পুলিশ ও ব়্যাবের ছয় লাখ নিরাপত্তাকর্মী মাঠে নেমেছেন৷ বিন্দুমাত্র ফাঁক রাখা হয়নি নিরাপত্তায়৷ ভোটাররা যাতে সুষ্ঠভাবে ভোটকেন্দ্রে যেতে পারেন তার সব ব্যবস্থাই করা হয়েছে৷

বিএনপির প্রতীক ধানের শীষ হাতে এক সমর্থকছবি: Mustafiz Mamun

সমীর জানান, ভোটকেন্দ্রের ভিতরে দায়িত্ব পালন করছে পুলিশ ও আনসার সদস্যরা৷ ভোটকেন্দ্রের বাইরে কোন ধরনের সহিংসা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে তৈরি করা হয়েছে স্ট্রাইকিং ফোর্স৷ দেশজুড়ে বিশেষ মোবাইল টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী৷

প্রায় তিন লাখ দেশী বিদেশী পর্যবেক্ষক সোমবারের নির্বাচন পর্যবেক্ষন করছেন৷ এঁদের মধ্যে চট্টগ্রামের ১৬টি আসন পর্যবেক্ষনে রয়েছেন ১১ হাজার পর্যবেক্ষক৷ চট্টগ্রামেও সুষ্ঠভাবে ভোট গ্রহণ চলছে বলে প্রকাশ৷

বগুড়া থেকে আমাদের প্রতিনিধি হাসিবুর রহমান বিলু জানাচ্ছেন, উত্তরাঞ্চলে নির্বাচনের পরিস্থিতি খুবই ভাল এবং সন্তোষজনক৷ পুলিশ জানিয়েছে এই অঞ্চলে কোথাও কোন জঙ্গি তৎপরতার আশংকা নেই৷

বিলু আরও বলেছেন, দেশের দক্ষিণাঞ্চলের নির্বাচনী আবহাওয়াও ঠিকঠাক৷ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন যে কোন ধরণের সহিংসতার আশংকা তারা করছেন না৷

বলা হয়েছে, ভোটকেন্দ্রে ভোটাররা কোনভাবেই মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না৷ তবে সারাদেশে মোবাইল ফোন নেটওয়ার্ক চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনের দিন মোবাইল ফোন নেটওয়ার্ক চালু রাখা হল৷

প্রসঙ্গত, ২০০৬ এর শেষভাগে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতা ছাড়ার পর দেশজুড়ে ছড়িয়ে পড়ে সহিংসা৷ ২২ জানুয়ারি নবম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত মহাজোট তা বয়কট করলে অনিশ্চয়তা চরম রূপ পায়৷ এই সঙ্কটের মুখে ২০০৭ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ দেশে জরুরি অবস্থা জারি করেন৷ একই বছরের ১২ জানুয়ারি প্রধান উপদেষ্টা পদে দায়িত্ব নেন ফখরুদ্দীন আহমদ৷

২০০৭ এর ১৫ জুলাই এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা সংসদ নির্বাচনের 'রোডম্যাপ' ঘোষণা করেন৷ বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন প্রথম দফায় ১৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করলেও পরে তা পিছিয়ে ২৯ ডিসেম্বর অর্থাৎ আজকের দিনটিকে ঘোষণা করে৷ এরপর সব আশংকা এবং কৌতূহলের অবসান ঘটিয়ে এখন চলছে নির্বাচনের ভোটগ্রহণ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ