1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে মধ্যরাতে ঢাকা সহ সারা দেশে ভূমিকম্প

১১ সেপ্টেম্বর ২০১০

আধ ঘন্টার ব্যবধানে ঢাকা সহ সারাদেশে দুটি ভূমিকম্প হয়েছে৷ এবং এগুলোর স্থায়িত্ব ছিল তিন থেকে নয় সেকেন্ড৷ একজন ভূমিকম্প বিশেষজ্ঞের মতে, এই ধরণের ভূমিকম্প এটাই প্রমাণ করে যে ভবিষ্যতে আরও বড় ধরণের ভূমিকম্প আসছে৷

বড় ধরণের ভূমিকম্প হলে রক্ষা নেই ঢাকারছবি: AP

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বলেছেন, গতকাল যে মাত্রার ভূমিকম্প হয়েছে তাতে ভয়ের কিছু নেই৷ তিনি জানান প্রতিবছর বিশ্বে এ ধরণের প্রায় ৬,২০০টি ভূমিকম্পন রেকর্ড করা হয়৷

ঈদের খবর

ঈদ জামাতের খবর, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার বাণী, কয়েকটি জেলায় আগাম ঈদ পালন, পবিত্র জুমাতুল বিদা পালন এসবই হলো নিয়মিত খবর৷ তবে বাংলানিউজ২৪ডটকম ঈদ নিয়ে কয়েকটি বিশেষ প্রতিবেদন করেছে - যেগুলোর শিরোনাম‘‘রাজনীতিকরা কে কোথায় ঈদ করবেন'', ‘‘কারাগারে ঈদ কাটবে যেসব রাজনীতিবিদদের'' এবং ‘‘প্রিয়জনের প্রাণ বাঁচলেই যেন ঈদের আনন্দ''- যেসব গরীব লোককে এবার হাসপাতালে ঈদ করতে হচ্ছে তাদের নিয়ে মানবিক একটি প্রতিবেদন এটি৷ এছাড়া বাংলানিউজের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবছর ঈদের আগের দিন ঘরমুখো মানুষকে ভয়াবহ যানজটে পড়তে হলেও এবার অবস্থা ছিল উল্টো৷ আর বিডিনিউজ২৪ডটকম-এ রয়েছে ছিন্নমূল পরিবারের ঈদ ও সিলেটে প্রবাসীদের ঈদ নিয়ে দুটি বিশেষ প্রতিবেদন৷

ইব্রাহীম হত্যা মামলা

বিডিনিউজ বলছে, ঈদের পরপরই আওয়ামী লীগ সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওনকে ইব্রাহীম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দা পুলিশ৷ এই শাওনেরই পাজেরো জিপের ভেতরে রাখা তাঁরই লাইসেন্স করা পিস্তলের গুলিতে ইব্রাহীম মারা যান৷ এবং এরপর শাওনের ব্যক্তিগত সচিব ও গাড়িচালককে গ্রেপ্তার করে পুলিশ৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ