1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে মানবাধিকার

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২ ফেব্রুয়ারি ২০১৩

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ-এর পর্যবেক্ষণকে যর্থাথ বলে মনে করেন মানবাধিকার নেতারা৷ তাঁরা বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা, নিখোঁজ, গুমের ঘটনায় উদ্বিগ্ন৷ তাঁদের প্রশ্ন যুদ্ধাপরাধের বিচার নিয়ে৷

Bangladeshi policewomen use baton and try to arrest an acitivst, center right, of main opposition Awami League during a nationwide strike in Dhaka, Bangladesh, Saturday, Sept. 27, 2003. The strike was called against Prime Minister Khaleda Zia's government inability to curb murders and extortions. (AP Photo/Pavel Rahman)
ছবি: AP

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ-এর প্রতিবেদনে বলা হয়েছে, সরকার রাজনৈতিক দল ও নাগরিক সমাজের কাজের সুযোগ সীমিত করায়, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের ঘটনাকে বিচারের আওতায় না আনায়, হত্যা ও গুমের ঘটনার তদন্ত না হওয়ায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলের ওপর নজরদারি বাড়ানোর ফলে ২০১২ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আরো খারাপের দিকে গেছে৷

এছাড়া, প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার প্রক্রিয়া নিয়েও তোলা হয়েছে প্রশ্ন৷ প্রশ্ন তোলা হয়েছে পোশাক শিল্পে কাজের পরিবেশ ও শ্রমকি অধিকার নিয়ে৷

সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের বিচার হয়নি এখনও...ছবি: DW/Harun Ur Rashid Swapan

এই প্রতিবেদন নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেন মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্রের পরিচালক নূর খান৷ তিনি বলেন, বাংলাদেশে বিচার বহির্ভূত হতাকাণ্ডে কমেনি৷ ববং বেড়েছে গুম, নিখোঁজের মতো ঘটনা৷ আর তার সঙ্গে বেড়েছে রাজনৈতিক সংঘাত৷

নূর খান আরো বলেন, তৈরি পোশাক শিল্পে কাজের পরিবেশ নিশ্চিত হয়নি৷ এমনকি, শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে নেয়া হচ্ছে না কার্যকর কোনো ব্যবস্থাও৷

যুদ্ধাপরাধ ট্রাইবুনাল প্রশ্নে তিনি বলেন, ‘‘যে সব প্রশ্ন উঠেছে তা নিরসনে সরকারের প্রচার-প্রচারণা যথেষ্ঠ নয়৷ তবে যুদ্ধাপরাধের যে বিচার চলছে তা এগিয়ে নিয়ে যেতে হবে৷ কারণ যুদ্ধাপরাধের বিচার না হওয়া সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ