1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে মানবাধিকার

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২ ফেব্রুয়ারি ২০১৩

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ-এর পর্যবেক্ষণকে যর্থাথ বলে মনে করেন মানবাধিকার নেতারা৷ তাঁরা বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা, নিখোঁজ, গুমের ঘটনায় উদ্বিগ্ন৷ তাঁদের প্রশ্ন যুদ্ধাপরাধের বিচার নিয়ে৷

Bangladeshi policewomen use baton and try to arrest an acitivst, center right, of main opposition Awami League during a nationwide strike in Dhaka, Bangladesh, Saturday, Sept. 27, 2003. The strike was called against Prime Minister Khaleda Zia's government inability to curb murders and extortions. (AP Photo/Pavel Rahman)
ছবি: AP

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ-এর প্রতিবেদনে বলা হয়েছে, সরকার রাজনৈতিক দল ও নাগরিক সমাজের কাজের সুযোগ সীমিত করায়, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের ঘটনাকে বিচারের আওতায় না আনায়, হত্যা ও গুমের ঘটনার তদন্ত না হওয়ায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলের ওপর নজরদারি বাড়ানোর ফলে ২০১২ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আরো খারাপের দিকে গেছে৷

এছাড়া, প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার প্রক্রিয়া নিয়েও তোলা হয়েছে প্রশ্ন৷ প্রশ্ন তোলা হয়েছে পোশাক শিল্পে কাজের পরিবেশ ও শ্রমকি অধিকার নিয়ে৷

সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের বিচার হয়নি এখনও...ছবি: DW/Harun Ur Rashid Swapan

এই প্রতিবেদন নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেন মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্রের পরিচালক নূর খান৷ তিনি বলেন, বাংলাদেশে বিচার বহির্ভূত হতাকাণ্ডে কমেনি৷ ববং বেড়েছে গুম, নিখোঁজের মতো ঘটনা৷ আর তার সঙ্গে বেড়েছে রাজনৈতিক সংঘাত৷

নূর খান আরো বলেন, তৈরি পোশাক শিল্পে কাজের পরিবেশ নিশ্চিত হয়নি৷ এমনকি, শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে নেয়া হচ্ছে না কার্যকর কোনো ব্যবস্থাও৷

যুদ্ধাপরাধ ট্রাইবুনাল প্রশ্নে তিনি বলেন, ‘‘যে সব প্রশ্ন উঠেছে তা নিরসনে সরকারের প্রচার-প্রচারণা যথেষ্ঠ নয়৷ তবে যুদ্ধাপরাধের যে বিচার চলছে তা এগিয়ে নিয়ে যেতে হবে৷ কারণ যুদ্ধাপরাধের বিচার না হওয়া সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ