1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সান্ধ্যকালীন আদালত

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩ এপ্রিল ২০১৪

বাংলাদেশের আদালতে মামলার জট এবং বিচার প্রার্থীদের হয়রানি কমাতে ‘সান্ধ্যকালীন’ আদালত চালু নিয়ে আলোচনা হচ্ছে৷ সংসদীয় কমিটির এ প্রস্তাবকে আইনমন্ত্রীও সম্মতি দিয়েছেন৷ এই আদালত চালু হলে বিচার বিলম্ব হওয়ার সমস্যা দূর হতে পারে৷

Dhaka Bangladesch 7 von 19
ছবি: DW/Harun Ur Rashid Swapan

আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি চলতি সপ্তাহে দুই শিফটের আদালতের প্রস্তাব দেয় মন্ত্রণালয়ে৷ তাদের এই প্রস্তাবের মূল উদ্দেশ্য মামলার জট কমানো৷ প্রস্তাবে তারা ভারতসহ বিভিন্ন দেশের উদাহরণও দিয়েছেন৷

সংসদীয় কমিটির প্রধান সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বুধবার ডয়চে ভেলেকে বলেন, ‘‘বর্তমানে উচ্চ আদালত ও নিম্ন আদালতে ২৬ লাখ মামলা বিচারাধীন রয়েছে৷ এই বিপুল সংখ্যক মামলার দ্রুত নিষ্পত্তি করতে হলে দুই আদালতেই দ্বিতীয় শিফট চালু করতে হবে৷''

তিনি জানান, ‘‘পাশ্ববর্তী দেশ ভারতে চেন্নাই এবং পশ্চিমবঙ্গে সান্ধ্যকালীন কোর্ট আছে৷ আমাদের পুরোনো অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে৷'' তাঁর মতে, ‘‘নিম্ন আদালতে এটা করার জন্য আইন লাগবে না, তবে উচ্চ আদালতের জন্য প্রয়োজন হবে৷'’

‘দুই আদালতেই দ্বিতীয় শিফট চালু করতে হবে৷’ছবি: DW

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘‘এ জন্য দ্বিগুণ বিচারক বা জনবল লাগবে না৷ কারণ দ্বিতীয় শিফটের জন্য আলাদা ভাতা দিয়েই কর্মরত বিচারকদের কাজ করানো সম্ভব৷ এর সঙ্গে নতুন কিছু বিচারক এবং অবসরপ্রাপ্ত বিাচারকদের মধ্য থেকে অনেককে কাজে লাগানো সম্ভব৷ আর কিছু অফিস স্টাফও প্রয়োজন পড়বে৷''

তিনি বিকল্প আরেকটি প্রস্তাবের কথাও বলেন৷ আর সেটা হলো দুই শিফট চালু আপাতত সম্ভব না হলে বিচারকদের অতিরিক্ত ভাতা দিয়ে তাদের কর্মঘণ্টা বাড়িয়ে দেয়া৷ তাঁর মতে, দ্রুত বিচার নিষ্পত্তি করতে না পারলে সুশাসন ও গণতন্ত্র সবই ব্যর্থ হবে ৷

এদিকে বুধবার আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘‘ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি করতে উচ্চ ও নিম্ন আদালতের কার্যক্রম ‘দুই শিফট' বা ‘সান্ধ্যকালীন' কোর্ট চালুর সুপারিশটি অভিনব৷ তিনি সান্ধ্যকালীন আদালতের প্রস্তাবকে বাস্তবসম্মত উল্লেখ করে বলেন, প্রস্তাবটি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবেন তিনি৷

ওদিকে সুরঞ্জিত সেনগুপ্ত জানান যে, আদালতে দুই শিফট চালু করতে বিচারকদের জন্য ৫০ শতাংশ বিশেষ ভাতা দেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ