1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোবাইল অ্যাপে পুলিশি সহায়তা!

১৪ অক্টোবর ২০১৩

পুলিশের সহায়তা পেতে মোবাইলের অ্যাপের ব্যবহার উন্নত বিশ্বে সাধারণ ঘটনা৷ কিন্তু সেটা এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা জোন এলাকায়৷ শিগগিরই সেটা পুরো ঢাকায় ছড়িয়ে দেয়া হবে৷

ছবি: Anne Frank Museum, the Netherlands

সামহয়্যার ইন ব্লগে এমন এখটি খবরের সূত্র পাওয়া গেছে চেরুর পোস্ট থেকে৷ এরপর সেটা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করে ফেসবুকে একটি পেজের সন্ধান পাওয়া গেল৷ উত্তরবাসীর জন্য চালু হওয়া মোবাইল অ্যাপ নির্মাতাদের পেজ এটি৷ অ্যাপটি আরও উন্নত করতে সকলের পরামর্শ চাওয়া হয়েছে সেই পেজের মাধ্যমে৷

উত্তরার সহকারি পুলিশ কমিশনার (পেট্রোল) মাসরুফ হোসেন (উত্তরা ক্রাইম ডিভিশন)-এর উদ্যোগে বুয়েটের দুই সাবেক তরুণ কম্পিউটার ইঞ্জিনিয়ার মো. তারিক মাহমুদ এবং মো. মনসুর হোসেন তন্ময় অ্যাপসটি ডেভেলপ করেছেন৷ আপাতত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই অ্যাপস ব্যবহার করতে পারছেন৷ ভবিষ্যতে আইওএস এবং উইন্ডোজ ব্যবহারকারীরা যেন এটা ব্যবহার করতে পারেন সেই পরিকল্পনাও কথাও জানান হয়েছে পেজে৷

কিন্তু প্রশ্ন হলো, অ্যাপস দিয়ে কি ধরণের পুলিশি সহায়তা পাওয়া যাবে? ফেসবুকে পেজে গিয়ে পাওয়া গেল তার উত্তর৷ যেমন নিকটস্থ থানা খুঁজে বের করা, ওসি কিংবা দায়িত্বরত অফিসারকে সরাসরি ফোন করা, রাস্তায় কোনো বিপদে পড়লে কিংবা আগুন লাগার মতো দুর্ঘটনা দেখলে এক ক্লিকেই নিকটবর্তী থানায় জানানো৷ এছাড়াও বিভিন্ন ধরনের পুলিশি সেবা ও সেগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে অ্যাপসটির মাধ্যমে৷ পাশাপাশি পুলিশকে জানাতে পারবেন আপনার বিভিন্ন পরামর্শও৷ যে কোনো ধরনের সমস্যায় পুলিশ স্টেশনের কার সাথে কথা বলতে হবে, সে নির্দেশনাও পাবেন অ্যাপটিতে৷

অ্যাপসটির উদ্যোক্তা উত্তরার সহকারি পুলিশ কমিশনার মাসরুফ হোসেন তাঁর পরিচালিত ফেসবুক পেজ -এ জানিয়েছেন, ইতিমধ্যে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদকে অ্যাপের কার্যক্রম সম্পর্কে জানিয়েছেন৷ সবকিছু দেখার পর কমিশনার শুধু উত্তরা নয়, ডিএমপি-র আটটি ক্রাইম ডিভিশনের (উত্তরা, গুলশান, তেজগাঁও, রমনা, মতিঝিল, মিরপুর, লালবাগ, ওয়ারি) ৪৯টি থানার সকল অধিবাসীর জন্যে এটি ডেভেলপ করার পরামর্শ দিয়েছেন৷

পুরো ঢাকার জন্য অ্যাপটি চালু হওয়ার পর সে ব্যাপারে সব থানার ওসিকে জানানো এবং থানাগুলোর কর্মকর্তাদের এই অ্যাপসের কার্যকারিতা সম্পর্কে প্রশিক্ষণ দেয়ারও ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন কমিশনার বেনজীর আহমেদ৷

অ্যাপসটি ডাউনলোড করতে চলে যান এই লিংকে

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ