1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ

৪ আগস্ট ২০২৪

বাংলাদেশে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে সরকার মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যমগুলো৷ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামও৷

শনিবার বৈষম্যবিরোধিতার ডাকে ছাত্রদের প্রতিবাদ
বাংলাদশের স্থানীয় গণণাধ্যমগুলো জানিয়েছে, বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে সরকার মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে।ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

বাংলাদেশে আবারও মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার৷ ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার একটি মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানিয়েছে৷ তিনি সংবাদমাধ্যমটিকে জানান, ফোরজি সেবা বন্ধের নির্দেশনা তাদের কাছে এসেছে৷

প্রথম আলো জানিয়েছে, ‘‘মোবাইল অপারেটরদের আজ সরকারি একটি সংস্থা বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফোর-জি নেটওয়ার্ক বন্ধ থাকবে৷'' এর ফলে মোবাইল ব্যবহারকারী ফোনে কথা বলতে পারলেও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না৷

শনিবার ফেসবুক ও মেসেঞ্জারসহ কিছু অ্যাপ ব্লক করার নির্দেশ দেয়া হয়েছিল৷ এর ছয় ঘণ্টা পর সেগুলো খুলে দেওয়া হয়। রোববার ফের মোবাইলে ফোরজি সেবা বন্ধের কথা জানা গিয়েছেছবি: Suvra Kanti Das/ABACA/picture alliance

এছাড়াও সরকারি একটি সংস্থা মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে প্রথম আলো৷ রোববার বেলা ১টার পর ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশ দেওয়া হয়৷

এর আগে, শনিবার ফেসবুক ও মেসেঞ্জারসহ কিছু অ্যাপ ব্লক করার নির্দেশ দেয়া হয়েছিল৷ এর ছয় ঘণ্টা পর সেগুলো খুলে দেওয়া হয়৷ তার একদিন পর আবারও মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয়া হলো৷

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার মধ্যে ১৮ জুলাই রাতে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়৷ এর পাঁচ দিন পর ২৩ জুলাই সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু হয়৷

এফএস/আরকেসি (দ্য ডেইলি স্টার, প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ