1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার বিশ্ববাসী দেখবেন: আইন প্রতিমন্ত্রী

১৫ অক্টোবর ২০১১

বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের বিচার বিশ্বের জন্য এক মডেল হবে বলে দাবি করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম৷ তিনি বলেছেন, এই বিচার নিয়ে যুক্তরাষ্ট্রের যে প্রত্যাশা তা অবশ্যই পূরণ করা হবে৷

একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার বাংলাদেশ (ফাইল ফটো)ছবি: picture alliance/dpa

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, পৃথিবীর যেকোনো ট্রাইব্যুনালের চেয়ে বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের বিচার বিশ্বের জন্য এক মডেল হবে৷ যুদ্ধাপরাধীদের বিচারে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা যে প্রত্যাশা করছে তা আমরা অবশ্যই পূরণ করব৷ বিভিন্ন ট্রাইব্যুনালের উদাহরণ দিয়ে কামরুল বলেন, ওই ট্রাইব্যুনালের বিচার মানুষ দেখেছে৷ আর বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারও বিশ্ববাসী দেখবেন৷

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনির সঙ্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বক্তব্যের জবাবে কামরুল ইসলাম এসব কথা বলেন৷ তিন বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া মাঠে নেমেছেন৷ তিনি এই বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টাও করছেন বলে অভিযোগ করেন তিনি৷ এদিকে ‘তরুণ নেতৃত্বের' কাছে ক্ষমতা হস্তান্তরে বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করে কামরুল ইসলাম বলেন, তার আর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ সুদূর পরাহত৷ এটা হচ্ছে স্বপ্নবিলাস৷

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত ‘বিএনপি, জামায়াতের রাজনীতি - সন্ত্রাসী, লুটেরা ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তির উত্থান' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই বক্তব্য রাখেন৷ বঙ্গবন্ধু একাডেমি এ আলোচনার আয়োজন করে৷ কামরুল ইসলাম বলেন, জামায়াতের ঔরসে বিএনপি নামক দলটির জন্ম৷ তাই খালেদা জিয়ার অস্তিত্ব এখন জামায়াতের মধ্যে বিলীন হয়ে গেছে৷

আইন প্রতিমন্ত্রী বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত ইস্যু৷ এটি আর জন্ম লাভ করবে না৷ এখন সহিংস আন্দোলনের পথ পরিহার করে সংসদে এসে কথা বলুন৷ কীভাবে নির্বাচন কমিশনকে শক্তিশালী এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন করা যায় তা নিয়ে আলাপ-আলোচনা করুন৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ