1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ডিএনএ-র ব্যবহার

জাহিদুল হক২৬ জুলাই ২০১৪

পৃথিবীর সবচেয়ে পরিচিত অণু ডিএনএ৷ কারণ স্বাস্থ্য, কৃষি, পরিবেশ থেকে শুরু করে বিজ্ঞানের অনেক ক্ষেত্রেই ডিএনএ-র ব্যবহার রয়েছে৷ কিন্তু বাংলাদেশে ডিএনএ-কে কতটা কাজে লাগানো হচ্ছে?

Feuer in Tazreen Fabrik November 2012
ফাইল ফটোছবি: picture-alliance/AP

এ বিষয়ে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের তিন তরুণ শিক্ষক আদনান মান্নান, মুশতাক ইবনে আয়ুব এবং এস এম মাহবুবুর রশিদ একটি প্রবন্ধ লিখেছিলেন৷ প্রায় আট মাস আগে সেটি প্রিয় ডটকম'এ প্রকাশিত হয়

ডিএনএ-কে কাজে লাগিয়ে বিভিন্ন দেশ কী ভাবে লাভবান হচ্ছে তার কয়েকটা উদাহরণ তুলে ধরে লেখকবৃন্দ বলেন, ‘‘বাংলাদেশের ক্ষেত্রে এখনো খুব আশাব্যঞ্জক চিত্র আঁকা যাবে না৷ যদিও সময় একেবারেই চলে যায়নি৷ তবে খুব বেশিদিন অপেক্ষারও সুযোগ নেই৷''

প্রবন্ধে তাঁরা পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মোচনে বাংলাদেশের সাফল্যের কথা উল্লেখ করেন৷ পাশাপাশি কয়েকটি প্রস্তাব উপস্থাপন করেন এই তরুণ শিক্ষকরা৷ যেমন চিংড়ি রপ্তানির ক্ষেত্রে৷ বাংলাদেশ প্রতি বছর চিংড়ি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে৷ তবে মাঝেমধ্যে রপ্তানি করা চিংড়ি বাংলাদেশে ফেরত পাঠানো হয়৷ কারণ মাছে ক্ষতিকর ভাইরাস বা ব্যাকটেরিয়ার উপস্থিতি৷ এ ক্ষেত্রে একটি ডিএনএ ল্যাবরেটরি স্থাপন করে রপ্তানির আগেই চিংড়ির মান পরীক্ষা করে দেখা যেতে পারে৷ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে জীবপ্রযুক্তি বিষয়ে পাস করা শিক্ষার্থীরাই এ ধরনের পরীক্ষা চালাতে সক্ষম বলে জানান ঐ শিক্ষকরা৷

তাঁরা বলেন, ফোর্বস ম্যাগাজিনের জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রে বর্তমানে জীবপ্রযুক্তি বিষয়ক চাকরিই সবচেয়ে আকর্ষণীয়৷ বিশেষ করে ওষুধ কোম্পানিগুলো তাদের ব্যবসা বাড়াতে জীবপ্রযুক্তিকে অন্যতম প্রধান অবলম্বন হিসেবে বেছে নিয়েছে৷ অথচ বাংলাদেশে এখনো এ বিষয়ে তেমন সচেতনতা গড়ে ওঠেনি৷ তাই বাংলাদেশের প্রায় সব প্রধান বিশ্ববিদ্যালয়ে জীবপ্রযুক্তি বিষয়ক বিভাগ থাকলেও সেখান থেকে প্রতিবছর পাস করা পাঁচ শতাধিক স্নাতক দেশের বাইরে চলে যাচ্ছে কিংবা দেশের ভেতর অন্য পেশায় নিয়োজিত হচ্ছে৷

ফরেনসিক ল্যাব

ঢাকা মেডিক্যাল কলেজে ‘ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি-র (এনএফডিপিএল) যাত্রা শুরু ২০০৬ সালে৷ এই ল্যাবে বিডিআর বিদ্রোহ সহ অনেক চাঞ্চল্যকর মামলার প্রয়োজনে ডিএনএ টেস্ট করা হয়েছে৷ সাম্প্রতিক সময়ে রানা প্লাজা ধসে নিহত অনেকের পরিচয় শনাক্ত করা হয়েছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে৷ এছাড়া ২০১২ সালের নভেম্বরে ঢাকার আশুলিয়ায় পোশাক কারখানায় আগুনে নিহত কয়েকজনের পরিচয়ও শনাক্ত করে এই ল্যাব৷

নতুন আইন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'এ ২৩ জুন প্রকাশিত এক খবরে বলা হয়, অপরাধী চিহ্নিত, পিতৃত্ব-মাতৃত্ব নিরূপণ কিংবা মৃতদেহ শনাক্ত করার মতো কাজে ডিএনএ পরীক্ষা ও সংরক্ষণে আইন প্রণয়নের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে৷ এতে ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি স্থাপন ও জাতীয় ডাটাবেস প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে৷

ডিএনএ নমুনা ধ্বংস, পরিবর্তন, দূষিত বা জাল করা হলে; কারো দায়িত্বে অবহেলার কারণে ডিএনএ নমুনা সংগ্রহ করা না গেলে বা নমুনা নষ্ট হলেও বিভিন্ন মেয়াদে শাস্তির বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ