সরকারের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর চেয়ে সুস্থ হওয়া রোগীদের সংখ্যা কম৷ বিশ্বের অনেক দেশে চিত্রটা উল্টো৷ তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে সুস্থ হওয়া সব রোগীদের তথ্য পরিসংখ্যানে দেয়া হয় না৷
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের ব্রিফিং অনুযায়ী এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ১২২ জন৷ অন্যদিকে মারা গেছেন ১৪৫ জন৷ বিশ্বের অনেক দেশেই করোনায় মৃত্যুবরণকারীদের চেয়ে সুস্থ হওয়ার সংখ্যাই বেশি৷
কোভিড-১৯ এ আক্রান্ত দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র৷ এই প্রতিবেদন লেখা পর্যন্ত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী দেশটিতে মোট ৫৩ হাজার ৯৩৪ জন মারা গেছেন৷ অন্যদিকে সুস্থ হয়েছেন এক লাখ পাঁচ হাজার ৮১৮ জন৷ স্পেনে মারা গেছেন ২২ হাজার ৯০২ জন আর সুস্থ হয়েছেন ৯৫ হাজার ৭০৮ জন৷ কম বেশি একই চিত্র ইটালি, ফ্রান্স কিংবা জার্মানিতেও৷
এমনকি বাংলাদেশের প্রতিবেশি দেশগুলোতেও এখন মৃত্যুর চেয়ে সুস্থ হওয়ার সংখ্যা বেশি৷ভারতে আক্রান্ত প্রায় সাড়ে ২৬ হাজারের মধ্যে ৮২৫ জন মারা গেছেন৷ সংক্রমণমুক্ত হয়েছেন পাঁচ হাজার ৯৩৯ জন৷ পাকিস্তানে ২৬৯ জনের মৃত্যুর বিপরীতে আরোগ্য লাভ করেছেন দুই হাজার ৮৬৬ জন৷ তবে ওপরের সবগুলো দেশেই করোনা সংক্রমণ ধরা পড়েছে বাংলাদেশের আগে৷
বেশ কয়েকটি দেশের পরিসংখ্যানে অবশ্য বাংলাদেশের মত চিত্রও রয়েছে৷ যেমন, নরওয়েতে ২০১ জন মারা গেছেন এখন পর্যন্ত৷ অন্যদিকে সুস্থ হয়েছেন ৩২ জন৷ সুইডেনে দুই হাজার ১৯২ জন মারা গেছেন কোভিড-১৯ আক্রান্ত হয়ে৷ জনস হপকিন্সের তথ্য অনুযায়ী, দেশটিতে সুস্থ হয়েছেন এর অর্ধেক৷
ঢাকায় সামাজিক দূরত্ব কতদূর?
করোনার সময়ে বাংলাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখার নানা চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে৷ পুলিশও মাঝেমধ্যে তৎপরতা দেখাচ্ছে৷ কিন্তু বাস্তবে তা কতটুকু সফল হচ্ছে, দেখুন এই ছবিঘরে৷
ছবি: DW/H.U.R. Swapan
১.কারওয়ান বাজারে খুচরা বিক্রি বন্ধ
সকালবেলায় এই বাজারে শত শত মানুষের উপস্থিতির ছবি প্রকাশ হওয়ার পর সেখানে এখন খুচরা বিক্রি বন্ধ আছে৷ ঐ বাজারের অন্তত সাত ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়েছেন৷
ছবি: DW/H.U.R. Swapan
২. কাজ হচ্ছে না
খুচরা বেচাকেনা বন্ধ হয়ে গেলেও কারওয়ান বাজারে আগের মতোই মানুষের ভিড় দেখা যাচ্ছে৷
ছবি: DW/H.U.R. Swapan
৩. রাস্তার পাশে বাজার
তেজগাঁওসহ আরো অনেক এলাকায় রাস্তার পাশে খুচরা কেনাবেচার বাজার বসানো হয়েছে৷ উদ্দেশ্য- সামাজিক দূরত্ব বজায় রাখা৷
ছবি: DW/H.U.R. Swapan
৪. কতটা কার্যকর?
কিন্তু শেষ পর্যন্ত সামাজিক দূরত্ব আর বজায় থাকেনি৷ ক্রেতা, বিক্রেতারা প্রায়ই করোনার কথা ভুলে যাচ্ছেন৷
ছবি: DW/H.U.R. Swapan
৫. দাগ কেটে সামাজিক দূরত্ব
বৃহস্পতিবার কলাবাগানে টিসিবি যেখানে চাল বিক্রি করছে সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য দাগ কেটে দেয়া হয়৷
ছবি: DW/H.U.R. Swapan
৬. শেষ পর্যন্ত যা হয়
চালের লাইনে মাঝে বা শেষের দিকে সেই দূরত্ব আর থাকে না৷ সবাই গা ঘেঁষে দাঁড়ান৷
ছবি: DW/H.U.R. Swapan
৭. পুলিশের উপস্থিতি
সামাজিক দূরত্ব নিশ্চিত হচ্ছে কিনা, তা দেখতে মাঝেমধ্যে পুলিশ উপস্থিত হয়৷ কিন্তু তাতেও কি কাজ হচ্ছে?
ছবি: DW/H.U.R. Swapan
৮. চেষ্টা আছে
অনেক জায়গায় ত্রাণ দেয়ার সময় সামাজিক দূরত্ব নিশ্চিতের চেষ্টা চলছে৷ তারা স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করছেন৷
ছবি: DW/H.U.R. Swapan
৯. করোনা পরীক্ষা
এসব জায়গায় ত্রাণের লাইন তৈরির পর শরীরের তাপমাত্রা মেপে দেখা হচ্ছে৷
ছবি: DW/H.U.R. Swapan
১০. ব্যাংক
ব্যাংকের লাইনে সামাজিক দূরত্ব রাখার চেষ্টা করা হয়৷ কিন্তু শেষ পর্যন্ত কি তা বজায় রাখা যায়?
ছবি: DW/H.U.R. Swapan
১১. ওষুধের দোকানে ব্যর্থ চেষ্টা!
ওষুধের দোকানে বৃত্ত এঁকে দেয়া থাকলেও অনেককে তা মানতে দেখা যায় না৷ সবাই ওষুধ কিনতে যেন হুমড়ি খেয়ে পড়েন৷
ছবি: DW/H.U.R. Swapan
১২. পাড়ার দোকান
পাড়ার দোকানে কোথাও কোথাও সামজিক দূরত্ব মানার চেষ্টা করা হয়৷ ওষুষের দোকানের গেট আটকে রাখা হয়৷ দোকানে দড়ি দিয়ে সৃষ্টি করা হয় দূরত্ব৷
ছবি: DW/H.U.R. Swapan
১৩. গলির আড্ডা চলছে
পাড়ার হোমড়া-চোমড়াদের কাছে করোনা যেন কোনো ব্যাপারই নয়! তারা রাস্তার মধ্যেই আড্ডা আর দেন-দরবার নিয়ে বসেন৷
ছবি: DW/H.U.R. Swapan
১৪. আন্দোলনে সচেতনতা!
অটোরিকশা চালকদের করোনায় আর্থিক সহায়তার দাবিতে এই মানববন্ধনে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা দেখা যায়৷
ছবি: DW/H.U.R.Swapan
১৫. সড়কে যানবাহন বাড়ছে
জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় নিষেধাজ্ঞা থাকলেও সড়কে বাড়ছে যানবাহন৷ ঘরে থাকার আহ্বান মানতে চান না কেউ কেউ৷
ছবি: DW/H.U.R.Swapan
১৬. কে থামাবে এদের!
বৃহস্পতিবার মহাখালী এলাকার দৃশ্য এটি, যা দেখে মনে প্রশ্ন জাগতে পারে, বাংলাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখা কতটা সম্ভব?
ছবি: DW/H.U.R.Swapan
16 ছবি1 | 16
স্বাস্থ্য অধিদপ্তরের ব্যাখ্যা
স্বাস্থ্য অধিদপ্তর করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে তাদের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানের পাশাপাশি কতজন সুস্থ হয়েছেন সেই তথ্যও তুলে ধরে৷ রোববারের তথ্য অনুযায়ী সবশেষ ২৪ ঘণ্টায় সংক্রমণমুক্ত হয়েছেন নয়জন৷ সব মিলিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১২২ জনে৷ সুস্থ হওয়াদের তুলনায় মৃত্যুর সংখ্যা কেন বেশি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন৷ তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে যারা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান পরিসংখ্যানে শুধু তাদের তথ্যই যুক্ত করা হয়৷
রোববার অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন, ‘‘আমরা এই যে সুস্থতা দেখাই এই নয়জন (২৪ ঘণ্টায় সুস্থ) তারা হাসপাতালে থেকে যারা চিকিৎসা নিচ্ছিলেন, তাদের মধ্যে সুস্থ৷ আমাদের বেশিরভাগ আক্রান্ত ব্যক্তি বাড়িতে থেকেই চিকিৎসা নেন এবং তারা সুস্থ হয়ে যান৷ সেই তথ্যটা আমরা এখানে দেই না৷ আমরা শুধু যারা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান তাদের তথ্যটাই দেই৷’’
দশ বছরের কম বয়সী শিশুর মৃত্যু
এদিকে রোববার করোনায় আক্রান্ত নতুন পাঁচজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে৷ এদের মধ্যে একটি শিশুও রয়েছে৷ তার বয়স দশ বছরেরও কম৷ শিশুটি কিডনিজনিত রোগে ভুগছিল৷ নাসিমা সুলতানা বলেন ,‘‘তার নেফ্রোটিক সিনড্রোম নামের একটা অসুস্থতা ছিল যেটা একটা কিডনির সমস্যা৷ তারপরে তার কোভিড পজিটিভ ধরা পড়েছে এবং সে মৃত্যুবরণ করেছে৷’’
মৃত্যুবরণ করা বাকিদের বয়স ছিল পঞ্চাশের উপরে৷
এফএস/এডিকে
করোনায় যেখানে রোজা যেমন
বিশ্বজুড়ে শুরু হয়েছে মুসলিমদের সবচেয়ে পবিত্র মাস রমজান৷ কিন্তু করোনা মহামারির কারণে এবারের রমজান মাস অন্য বছরগুলোর চেয়ে কিছুটা ভিন্ন রকমের৷ বিভিন্ন দেশে কিভাবে পালিত হচ্ছে এ মাস দেখুন ছবিঘরে৷
ছবি: AFP/J. Kriswanto
পাকিস্তান
পাকিস্তান সরকার করোনা সংক্রমণ ঠেকাতে বাসায় নামাজ পড়ার আহ্বান জানালেও দেশটির বেশ কয়েকজন প্রভাবশালী ইমাম মুসল্লিদের মসজিদে আসার আহ্বান জানিয়েছেন৷ বেশকিছু এলাকায় মসজিদে যাওয়া নিয়ে মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে৷ শেষ পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখাসহ ২০টি নিয়ম মানার শর্তে মসজিদ খোলার অনুমতি দিয়েছে দেশটির সরকার৷
ছবি: AFP/R. Tabassum
ফিলিস্তিন
ফিলিস্তিনে পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়নি৷ তবে জরুরি কাজ ছাড়া বাইরে বের না হতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে উৎসাহিত করা হচ্ছে জনগণকে৷ ছবিতে দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী পোশাক পরে ঢোল বাজাচ্ছেন দুজন৷ জনগণকে জাগিয়ে তোলা হচ্ছে সেহরির সময় জানানোর জন্য৷
ছবি: picture-alliance/dpa/M. Hassona
ব্যবসাতেও ধস
এমনিতেই গাজা উপত্যকায় অর্থনীতি বেশ ভঙ্গুর৷ তার ওপর করোনা ভাইরাসের সংক্রমণ অর্থনীতিকে আরো বিপর্যস্ত করে তুলেছে৷ ছবিতে ঘর সাজানোর জিনিসপত্রের পসরা সাজিয়েছেন এক দোকানি৷ কিন্তু এসব পণ্য কেনার সামর্থ্য রয়েছে খুব কম মানুষেরই৷ গাজা উপত্যকাতেও ইফতার বা নামাজে বড় জমায়েত নিরুৎসাহিত করা হচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/A. Hasaballah
আফগানিস্তান
আফগান সরকার দরিদ্রদের জন্য আটা সরবরাহ করছে৷ ত্রাণ নেয়ার জন্য দূরত্ব বজায় রেখে অপেক্ষা করতে দেখা যাচ্ছে আফগানদের৷ আফগান সরকার করোনা ও রমজানের সময়ে তালিবানের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানালেও তা নাকচ করে দিয়েছে জঙ্গি গোষ্ঠীটি৷
ছবি: picture-alliance/AP Photo/R. Gul
ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়াতে রমজানে বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে৷ এমনকি ঈদের ছুটিতেও শহর ছেড়ে গ্রামের বাড়িতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট৷ ছবিতে দেখা যাচ্ছে পূর্ব জাভার সুরাবাইয়ায় টেলিস্কোপে চাঁদ দেখার জন্য জড়ো হয়েছেন চাঁদ দেখা কমিটির কর্মকর্তারা৷
ছবি: AFP/J. Kriswanto
সাউথ আফ্রিকা
দেশটিতে করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন চলছে৷ কিন্তু চাঁদ দেখার পর রমজান মাসের শুরুর দিনে অনেককেই নামাজ পড়তে একসঙ্গে জড়ো হতে দেখা গেছে৷
ছবি: Reuters/M. Hutchings
সোমালিয়া
দেশটিতে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে৷ রমজান মাসে মানুষের মেলামেশা বেড়ে যাওয়ায় সংক্রমণ আরো ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে৷ বড় জমায়েত ঠেকাতে সন্ধ্যার পর থেকে কারফিউ ঘোষণা করেছে দেশটির সরকার৷
ছবি: Getty Images/AfP/M. Abdiwahab
মিশর
রমজান উপলক্ষ্যে বিধিনিষেধ কিছুটা শিথল করার ঘোষণা দিয়েছে মিশর সরকার৷ শপিং মল এবং দোকানপাট খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে৷ কিন্তু বিকেল পাঁচটার মধ্য়ে তা বন্ধ করে দিতে হবে৷ সন্ধ্যার কারফিউ শুরুর সময় ৮টা থেকে একঘণ্টা পিছিয়ে ৯টা করা হয়েছে৷ ছবিতে দেখা যাচ্ছে দরিদ্রদের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন একদল স্বেচ্ছাসেবক৷ আফ্রিকা মহাদেশে প্রথম করোনা সংক্রমণ ঘটে মিশরেই৷
ছবি: DW/M. Magdy
আলজেরিয়া
আফ্রিকার দেশ আলজেরিয়াতেও রমজান উপলক্ষ্যে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে৷ বেশকিছু প্রদেশে কারফিউ শুরুর সময় বিকেল ৩টা থেকে পিছিয়ে বিকেল ৫টা করা হয়েছে৷ ব্লিদা প্রদেশে ২৪ ঘণ্টার কারফিউ কমিয়ে ১৭ ঘণ্টা করা হয়েছে৷ তবে বড় জমায়েত ও মসজিদে নামাজ আদায়ের নিষেধাজ্ঞা থাকছে আগের মতোই৷
ছবি: imago images/Xinhua
জার্মানি
জার্মানিতে রমজান মাসের জন্য আলাদা কোনো বিধিনিষেধ আরোপ বা শিথিল করা হয়নি৷ তবে অন্য সব ধর্মীয় স্থাপনার মতো মসজিদে জামাতে নামাজ আদায়ও বন্ধ রয়েছে৷ ছোট দোকানপাট এখনই খোলা রয়েছে৷ ৪ মে থেকে নিষেধাজ্ঞা আরো শিথিল করা হবে৷ তবে বড় কোনো জমায়েতের ওপর নিষেধাজ্ঞা থাকছে আগের মতোই৷