1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে রোজা শুরু

২৪ এপ্রিল ২০২০

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে৷ শনিবার থেকে রোজা শুরু৷ ইসলামিক ফাউন্ডেশনের বরাত দিয়ে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম৷ 

Südafrika Nizamiye Masjid Moschee in Johannesburg
ছবি: Getty Images/AFP/M. Safodien

শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম শনিবার থেকে রোজা শুরুর ঘোষণা দেন বলে জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷  ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়৷ 

দৈনিক যুগান্তরের রিপোর্ট বলছে, ময়মনসিংহ ও জামালপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখার খবর পাওয়া গেছে৷

ধর্ম মন্ত্রণলায়ের নির্দেশনা
তবে রমজান মাসে তারাবির নামাজ ঘরে আদায় করতে হবে৷ এ সংক্রান্ত নির্দেশনা বিজ্ঞপ্তি আকারে আগেই দিয়েছে ধর্ম মন্ত্রণালয়৷ এছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ মাসে ইফতার মাহফিলও আয়োজন করা যাবে না৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, এশার জামাতে ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদিম ও দুই জন হাফেজসহ ১২ জন মসজিদে নামাজ আদায় করতে পারবেন৷ তারাই মসজিদে তারাবির নামাজ পড়বেন৷ বাকিরা বাসায় নামাজ আদায় করবেন৷ মূলত করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এ নির্দেশনা দেয়া হয়েছে৷  একইসঙ্গে ইফতার মাহফিল আয়োজনের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে৷ 

‘‘প্রত্যেকের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার স্বার্থে রমজান মাসে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইফতার মাহফিলের আয়োজন বা যোগদান করতে পারবেন না,’’ বলা হয়েছে বিজ্ঞপ্তিতে৷ 
নির্দেশনা না মানলে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী আইনগত ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে৷ 
এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ আগেই বলেছেন, ‘‘মসজিদে তারাবির নামাজ চালু থাকবে৷ তবে বাইরে থেকে কেউ অংশগ্রহণ করতে পারবেন না৷ কারণ, এমনিতেই একটি মসজিদে ১২ জনের বেশি লোক থাকেন৷’’
এদিকে, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলো ছাড়াও পৃথিবীর অনেক দেশে শুক্রবার থেকে রোজা শুরু হয়েছে৷ জার্মানিতেও আজ প্রথম রোজা পালন করছেন মুসল্লিরা৷

রমজান উপলক্ষে বিশ্বনেতাদের বার্তা
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল রমজান উপলক্ষে মুসলিমদের উদ্দেশে বিবৃতি দিয়েছেন৷ বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতির শুরুতে তিনি মুসলিমদের প্রতি উষ্ণ অভিবাদন জানান৷ রমজানে তাদের শান্তি ও সুস্থতা কামনা করেন৷ 

‘‘পৃথিবীর সবজায়গার মতো এ দেশেও মুসলিমরা রমজান মাসে একটি বিশেষ পরিস্থিতি পার করছেন৷ তাই আমি আশা করছি, এ সময়টা আপনারা আপনাদের পরিবারকে নিয়ে শান্তিপূর্ণ, মহিমান্বিত ও সুস্থ সময় কাটাতে পারবেন,’’ বিবৃতিতে বলা হয়৷  

জার্মানির সরকার প্রধান বলেন, রমজান হলো মুসলিমদের একতাবদ্ধ হবার সময়৷ যারা অভাবে আছেন, তাদের সাহায্য করার সময়৷ বিশেষ করে একইসঙ্গে সন্ধ্যায় নানা ধর্মের মানুষের সঙ্গে মিলে ইফতার সামাজিক সহমর্মিতা ও একতার প্রকৃষ্ট উদাহরণ৷  

‘‘তবে এ বছর তা সম্ভব নয়৷ কারণ, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আমাদের সব ঐতিহ্য, উৎসব, সমাবেশ এবং স্বাভাবিক ধর্মীয় আচারকে ব্যাহত করেছে৷ আমি মনে করি, এই বিশেষ সময়ে আপনারা আপনাদের বিশ্বাস ও ধর্মের প্রতি নিষ্ঠা বজায় রাখতে সক্ষম হবেন৷’’

ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাঁর দেশ ও বিশ্বের সব মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন৷ বৃহস্পতিবার দেয়া বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন, মুসলিমরা করোনা ভাইরাস ঠেকাতে তাদের দায়িত্ব পালন করবেন৷ 

‘‘ঐতিহ্যগতভাবে রমজানে সবাই একসঙ্গে হন৷ পরিবারের সদস্য ও বন্ধুরা মিলে একসঙ্গে পালন করেন, রোজা রাখেন এবং ইফতার করেন৷ এ বছর কোভিড-১৯ প্রাদুর্ভাবের বিরুদ্ধে চলমান লড়াইয়ের কারণে রমজান ভিন্ন হবে এবং সবাই বাসায় থেকে, স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মানবেন৷’’
তিনি বলেন, ‘‘মসজিদগুলো অনলাইনে জুম্মার নামাজ প্রচার থেকে শুরু করে প্রযুক্তির সহায়তায় সবাই ইফতারে মিলিত হবেন৷ ক্যানাডার মুসলিমরা তাদের দায়িত্ব পালন করবেন৷’’  

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ধর্মীয় আচারে বড় আকারের পরিবর্তন মেনে রমজান পালন করায় মুসলিমদের ধন্যবাদ জানান৷ তিনি বলেন, ‘‘রমজান শুরু হচ্ছে, করোনা ভাইরাসের কারণে অনেক মুসলিম তেমন আনন্দ নিয়ে এই মাস পালন করতে পারবেন না, যেমনটি তারা অন্য সময়ে করে থাকেন৷ বাসায় থাকার জন্য ধন্যবাদ,’’ টুইটে বলেন তিনি৷ 

এদিকে, আরব নেতারা নিজেদের মধ্যে রমজানের শুভেচ্ছা বিনিময় করেছেন৷ তারা করোনার এই বিশেষ সময়ে সবার সুস্থতা কামনা করেন৷ 
জেডএ/এসিবি 
 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ