1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোবটের গায়ে ওড়না বিতর্ক

২৪ নভেম্বর ২০১৭

ঢাকায় এ মাসের মাঝামাঝি সময়ে চালু হয়েছে রোবট রেস্তোরাঁ৷ বাংলাদেশে এ ধরণের রেস্তোরাঁ এটিই প্রথম৷ রেস্তোরাঁটি নিয়ে মানুষের মাঝে বেশ উৎসাহ দেখা গেছে৷ অন্যদিকে এক রোবটের গায়ে ওড়না জড়ানোয় শুরু হয়েছে বিতর্ক৷

রোবটের গায়ে ওড়না
ছবি: Asaduzzaman Pramanik

রাজধানী ঢাকার আসাদগেট এলাকায় ফ্যামিলি ওয়ার্ল্ড টাওয়ারের দ্বিতীয় তলায় চালু হওয়ায় এই রেস্তোরাঁয় খাবার পরিবেশন করে দু'টি রোবট৷ একটি পুরুষের আদলে আর অন্যটি নারীর আদলে তৈরি৷ নারী আদলে তৈরি রোবটটিকে ওড়না পরানো হয়েছে ওড়না আর তা সৃষ্টি করেছে নতুন বিতর্ক৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে জমে উঠেছে আলোচনা-সমাচলোচনা৷

ফেসবুক ব্যবহারকারীশেখ খলিল এ বিষয়ে লিখেছেন, ‘‘ফ্যানাটিক মন নোংরা হলেও অপাঠযোগ্য নয়, সহজেই পড়ে ফেলা যায়, বুঝে ফেলা যায়৷ একটা চিপ রোবট কিনে আনা হয়েছিল ব্যাবসা করবে বলে৷ সেখানেও সেই ফ্যানাটিক মনের স্মেয়ার৷ শিশুপাঠ্য একসময় ভরে গেল ও-তে ওড়নায়৷ এখন উঠেছে যন্ত্রের বুকে ওড়না৷ ধার্মিক ফ্যানাটিক হলে পরিত্যাজ্য, ভণ্ডের মাথার উপরে কোরান থাকিলেও সেকি ভয়ঙ্কর নয়!''

অর্ক চক্রবর্তী তার ওয়ালে লিখেছেন, ‘‘ইচ্ছে হচ্ছে, এই রেস্টুরেন্টের মালিককে ঠাডায়া দুইটা থাবর লাগাই৷ রোবটকে ওড়না পরিয়ে দেওয়া হয়েছে৷ একটি যান্ত্রিক রোবটকে কেন ওড়না পরিয়ে তার লৈঙ্গিক পরিচয় দেওয়ার চেষ্টা করা হবে?''

ছবি: Asaduzzaman Pramanik

তবে কাজী ওয়াসিমুল হক মনে করেন বিষয়টি নিয়ে বিতর্ক জড়ানোর কোনো মানে নেই৷ তিনি লিখেছেন, ‘‘কারো মাথায় কি এটা একবারও আসেনি যে, রোবটকে ওড়না পরিয়ে বিতর্ক সৃষ্টি করে রেস্টুরেন্ট মালিক আসলে আপনাদের মাধ্যমে নিজ ব্যবসার প্রচার করিয়ে নিল?''

অনেকে সমালোচনা করলেও কেউ কেউ বিষয়টিকে সহজভাবে দেখার চেষ্টা করেছেন৷

ড. শেখ ফরিদ আহম্মদ লিখেছেন, ‘‘বিতর্ক যাঁরা করার তাঁরা সব কিছুতেই বিতর্ক করে৷ সরল পথের ভাবনায়,সরল পথের দৃষ্টিতে মূল্যবোধকে ধারন করলে কোনো সমস্যা হয় না৷ রোবটের গায়ে ওড়না দেওয়া নিয়ে বিরূপ মন্তব্য করেছেন, করতেই পারেন, এজন্য ধন্যবাদ৷ রোবটের অবয়বে যদি নারী-পুরুষের পার্থক্য থাকে, তবে সে অনুসারে রোবটের শরীর আচ্ছাদন সভ্যতার পরিচায়ক৷ এটা বিতর্কের বিষয় নয়৷ এমনকি ধর্মীয় বিষয়ও নয়৷ ওড়না দিয়েছে তো হয়েছে কী? ওড়না পরা তো নিষিদ্ধ নয়৷ ওড়না একটি নারীর পোশাকের অংশ৷ নগ্নতা আমাদের মূল্যবোধ পরিপন্থি, সভ্যতারও পরিপন্থি৷''

তাঁর মতো আরেক ফেসবুক ব্যবহারকারীকুদরত উল্লাহ লিখেছেন, ‘‘আমি মোটেই কোনো খারাপ কিছু দেখলাম না৷ যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে ওড়না একটি বিশাল ব্যাপার, সেক্ষেত্রে এটা থাকতেই পারে৷ সৌন্দর্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হতেই পারে৷ ব্যাপারটা এভাবে ভেবে নিলেই হতো যে, এটা একটা থিম মাত্র৷'' তাঁর প্রশ্ন, ‘‘যাঁরা তর্ক বাঁধিয়েই দিলেন, তাহলে তাঁরা কি চাইলেন উলঙ্গ নারী???'

জানা গেছে, গত ১৫ নভেম্বর ঢাকার আসাদ গেটের কাছে ফ্যামিলি ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের দ্বিতীয় তলায় চালু হওয়া স্তোরাঁটির রোবট দুটো চীন থেকে প্রায় আট লক্ষ টাকায় কিনে আনা হয়েছে৷

সংকলন: মোস্তাফিজুর রহমান
সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

বিষয়টি নিয়ে আপনারা কী ভাবছেন? লিখুন মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ