1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোবট বাজারজাতকরণের সমস্যা

২৭ সেপ্টেম্বর ২০১৪

উন্নত বিশ্বে রোবটকে অনেক কাজে লাগানো হচ্ছে৷ বাংলাদেশের তরুণরাও রোবটের ব্যাপারে বেশ আগ্রহী হয়ে উঠছে৷ তবে রোবটকে দিয়ে সত্যিকার অর্থে কাজ করাতে উৎসাহী হচ্ছে না সরকার বা অন্য কেউ৷

ছবি: Rini Eshan Khushboo

মন্তব্যটা রিনি ঈশান খুশবু-র৷ তিনি ‘প্ল্যানেটার বাংলাদেশ' এর প্রধান নির্বাহী৷ বিভিন্ন কাজে রোবটের ব্যবহার নিয়ে সরকারি, বেসরকারি পর্যায়ে অনেকের সঙ্গে কথা বলেছেন তিনি৷ কিন্তু বাংলাদেশে এখনও রোবট ব্যবহারের প্রয়োজন নেই বলে মনে করেন তাঁরা, ডয়চে ভেলেকে এমনটাই জানান খুশবু৷ তিনি বলেন, ‘‘তাঁরা মনে করেন, কোনো কাজে রোবট ব্যবহার মানে সে কাজের জন্য যে জনবল প্রয়োজন ছিল সেটা আর না লাগা৷ এতে করে বেকার সমস্যা তৈরি হতে পারে৷ এছাড়া রোবট ব্যবহারের জন্য বিদ্যুৎ প্রয়োজন – যার অভাব রয়েছে বাংলাদেশে৷''

রোবট

This browser does not support the audio element.

তবে এই যুক্তিগুলোর সঙ্গে পুরোপুরি একমত নন খুশবু৷ কারণ ‘‘রোবট তৈরি ও বাজারজাত করতেওতো জনবল প্রয়োজন৷ সেক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে৷ তাছাড়া বিভিন্ন বিপজ্জনক কাজে মানুষের পরিবর্তে রোবট পাঠানোটা বুদ্ধিমানের কাজ,'' বলে মনে করেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সাবেক ছাত্রী খুশবু৷ ২০১৩ সালে তিনি মার্কিন মহাকাশ সংস্থা নাসা-র রোবট তৈরি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন৷

খুশবু জানান, তাঁদের কোম্পানির কাছে ওয়েল্ডিং করতে পারে এমন রোবট রয়েছে৷ এছাড়া বড় বড় ভবনের বাইরের দিকে রং করতে পারবে এমন রোবট তৈরির কাজও করছে প্ল্যানেটার বাংলাদেশ৷ ‘‘আমাদের দেশে উঁচু ভবন পেইন্ট করতে গিয়ে নীচে পড়ে মারা যাচ্ছে অনেক শ্রমিক৷ এছাড়া ওয়েল্ডিং করতে গিয়ে শ্রমিকদের চোখেরও অনেক ক্ষতি হচ্ছে৷ এসব কাজে রোবটকে কাজে লাগানো যেতে পারে,'' মনে করেন তিনি৷

নিজের সাম্প্রতিক এক অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে খুশবু বলেন, আর ক'দিন পরই কোরবানির ঈদ৷ সেসময় ঢাকা শহরের অলিগলিতে অনেক ময়লা জমবে৷ রোবট দিয়ে সেই ময়লা পরিষ্কারের একটা প্রস্তাব দেয়া হয়েছিল ঢাকা সিটি কর্পোরেশনকে৷ ‘‘অনেকদিন ধরে সিটি কর্পোরেশনকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছিলাম৷ কেউ কেউ বিষয়টা বোঝে৷ কিন্তু এরপর আবার আরেকজনের কথা শুনে মত পরিবর্তন করে বলে, রোবট দিয়ে কাজ করালে যারা ময়লা পরিষ্কারের কাজ করে তাদের কী হবে৷''

এ সব কারণে বাংলাদেশে এখনও রোবটের ততটা প্রায়োগিক ব্যবহার দেখা যাচ্ছে না৷ এখন পর্যন্ত শুধুমাত্র ড্রোনের ব্যাপারেই সরকারকে একটু আগ্রহী বলে মনে হয়েছে খুশবুর কাছে৷ এছাড়া এক-দুটি বেসরকারি টিভি চ্যানেল দৃশ্য ধারণের ক্ষেত্রে ড্রোন ব্যবহার করছে৷

রোবট ব্যবহারের এমন হতাশাজনক পরিস্থিতির কারণে রোবটের মান উন্নয়নসহ সেগুলো যেন বাহ্যিকভাবে আরও সুন্দর করা যায় সেজন্য পর্যাপ্ত বিনিয়োগকারীও পাওয়া যাচ্ছে না, বলে জানান খুশবু৷

তবে পিছিয়ে যাওয়ার মানুষ নন তিনি৷ তাঁর স্বপ্ন, বাংলাদেশে এখন যেমন কম্পিউটার আর মোবাইল ফোন বিক্রি ও মেরামতির দোকান গড়ে উঠেছে, রোবটের ক্ষেত্রেও একদিন সেটা সত্যি হবে৷ এ লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার প্রকাশ করলেন খুশবু৷

সাক্ষাৎকার: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ