1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে টেলিমেডিসিন সেবা

২০ সেপ্টেম্বর ২০১৪

বাংলাদেশে সরকারি এবং বেসরকারি উদ্যোগে টেলিমেডিসিন সেবা চালু রয়েছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার এই বিষয়ের দিকে তাঁর মনোযোগের কথা গণমাধ্যমকে জানিয়েছেন৷

Sheikh Hasina
প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: dapd

টেলিমেডিসিনের অন্যতম সুবিধা হচ্ছে, একেবারে চিকিৎসকের সামনে না থেকেও চিকিৎসা গ্রহণ করতে পারেন রোগী৷ এ জন্য অবশ্য কারিগরি কিছু সুযোগ সুবিধার প্রয়োজন হয়৷ যেমন ইন্টারনেট সংযোগযুক্ত কম্পিউটার বা ল্যাপটপ এবং ভিডিও চ্যাটের জন্য ওয়েবক্যাম৷ এছাড়া আনুষাঙ্গিক কিছু চিকিৎসা সরজ্ঞাম একাজে সহায়ক৷

বলাবাহুল্য, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও এখন রয়েছে মোবাইল এবং ইন্টারনেট সুবিধা৷ আর এসব সুবিধা কাজে লাগিয়ে সরকারি এবং বেসরকারি উদ্যোগে টেলেমেডিসিন সেবাও বৃদ্ধি পাচ্ছে৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৯ সেপ্টেম্বর এই বিষয়ে বলেন, ‘‘গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবায় বর্তমানে ১৩ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে৷ এসব ক্লিনিকে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হয়েছে৷ তাদের ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছে৷''

ঢাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের এক বৈঠকে একথা বলেন তিনি৷ এসময় তিনি ই-হেলথ ও টেলিমেডিসিন সেবার কথাও উল্লেখ করেন৷ বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে এ সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে

অনলাইন পত্রিকাটিতে চলতি বছরের চার মে প্রকাশিত আরেক প্রতিবেদনে টেলিমেডিসিন সংক্রান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য রয়েছে৷ সেসময় বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস-এর ১২তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘‘টেলিমেডিসিন ব্যবস্থার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠী গ্রামে থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পাচ্ছেন৷ উপজেলা পর্যায় পর্যন্ত সব হাসপাতালে ওয়েব ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছে৷''

শেখ হাসিনা বলেন, ‘‘গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে ডিজিটাল নেটওয়ার্কে যুক্ত করার উদ্যোগ আমরা গ্রহণ করেছি৷ এর কার্যক্রম চলছে৷''

প্রসঙ্গত, টেলেমিডিসিন সেবা সাধারণের কাছে পৌঁছে দিতে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়কে কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ফোন৷ গত বছরের দুই জুন এসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত খবর অনুযায়ী, দেশের গ্রামাঞ্চলে উন্নতমানের স্বাস্থ্যসেবা দিতে মূলত টেলিমেডিসিন সেবা সম্প্রসারণ করেছে গ্রামীণফোন৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ