1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রবাসী ব্যাংক

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৭ ডিসেম্বর ২০১২

আগামী এপ্রিল মাস থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করছে প্রবাসীদের ব্যাংক এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড৷ এটিই হবে দেশের প্রথম এনআরবি ব্যাংক৷ এই ব্যাংক প্রাথমিক পর্যায়ে ঢাকা ও ঢাকার বাইরে ১০টি শাখা নিয়ে কাজ শুরু করবে৷

Bengalische Banknoten von 2 bis 1000 BDT. Datum: 25.10.2011. Eigentumsrecht: A H M Abdul Hai, Bengali Redaktion, DW, Bonn
ছবি: DW

মোট তিনটি এনআরবি ব্যাংকের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক৷ আর এই ব্যাংক তিনটি হলো: এনআরবি গ্লোবাল ব্যাংক, এনআরবি ব্যাংক এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংক৷ এর মধ্যে এনআরবি গ্লোবাল ব্যাংক সবার আগে তাদের কার্যক্রম শুরু করছে বলে জানা গেছে৷ ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী ডয়চে ভেলেকে জানান, তাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে৷ তিনি আশা করছেন, আগামী এপ্রিল মাসে তারা ব্যাংকিং-এর কার্যক্রম শুরু করতে পারবেন৷ তিনি জানান, শতভাগ প্রবাসীদের অর্থে পরিচালিত এই ব্যাংকের লক্ষ্য হলো বাংলাদেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানো এবং যেসব প্রবাসী দেশে ফিরে আসবেন, তাঁদের মেধা কাজে লাগানো৷

নিজাম চৌধুরী জানান, প্রাথমিক পর্যায়ে তারা ১০টি শাখা নিয়ে কাজ শুরু করবেন৷ তারা চেষ্টা করবেন প্রবাসী অধ্যুষিত এলাকায় শাখা খুলতে৷ এতে করে প্রবাসীরা দেশে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে আস্থা পাবেন৷ তবে দেশের বাইরেও শাখা খোলার পরিকল্পণা আছে তাদের৷ অবশ্য এজন্য একটু সময় লাগবে৷

নিজাম চৌধুরী জানান, প্রবসীরা প্রবাসীদের ভাষা বোঝেন৷ তাই প্রবাসীদের এই ব্যাংক চালু হলে স্বাভাবিকভাবেই দেশে রেমিটন্সের প্রবাহ বাড়বে৷ আর তা দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে৷ তবে প্রবাসী ব্যাংকের কার্যক্রম সাধারণ বাণিজ্যিক ব্যাংকের মতোই হবে৷ দেশের যে কোনো নাগরিক এই ব্যাংকের সেবা নিতে পারবেন৷ হতে পারবেন গ্রাহক৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ