1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা সংকুচিত '

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১ জুলাই ২০১৬

ঝিনাইদহে আরো একজন হিন্দু সেবককে হত্যা করা হয়েছে৷ গত মাসে একই জেলায় এক পুরোহিতকে হত্যা করা হয়৷ গত এক মাসে বেশ কিছু মন্দির আর চার্চে হত্যার হুমকির চিঠি গিয়েছে৷ সংখ্যালঘুদের নেতারা বলছেন, সংখ্যালঘুরা ভীষণভাবে অসহায়৷

Bangladesch Protest Hindu-Minderheit in Dhaka
ছবি: picture-alliance/NurPhoto/K.A.R. Sumon

সার্বিক বিবেচনায় বাংলাদেশের সংখ্যালঘুরা এখন অসহায় অবস্থার মধ্যে রয়েছেন বলে সংখ্যালঘুদের নেতারা ডয়চে ভেলেকে জানিয়েছেন৷ তাঁরা জানান, ''এ পর্যন্ত চারজন হিন্দু পুরোহিত ও সেবককে হত্যা করা হয়েছে৷ পরিস্থিতি এমন যে ঠিকমতো প্রতিবাদও করা যাচ্ছে না৷'' তাঁরা বলেন, ‘‘বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা সংকুচিত হচ্ছে৷''

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ডয়চে ভেলেকে জানান, শুক্রবার ভোরে সদর উপজেলার উত্তর কাষ্ট সাগরা গ্রামে মন্দিরের পাশে পূজার জন্য ফুল কুড়াচ্ছিলেন শ্যামানন্দ দাস৷ এ সময় তিন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে তাঁকে রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়৷ ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্‍সক তাঁকে মৃত ঘোষণা করেন৷

কাজল দেবনাথ

This browser does not support the audio element.

ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাষ্ট সাগরা গ্রামের শ্রী শ্রী রাধামদন গোপাল মঠ মন্দিরের সেবক ছিলেন শ্যামানন্দ দাস৷ তাঁকে মন্দিরের লোকজন ‘গোসাঁই' বলে সম্বোধন করতেন৷

এর আগে গত ৭ জুন ঝিনাইদহ শহরের করাতি পাড়া গ্রামের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলিকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়৷

গত ১৪ মার্চ ঝিনাইদহের কালীগঞ্জে হাফেজ আব্দুর রাজ্জাক নামে এক হোমিও চিকিত্‍সককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা৷

গত এক মাসে রামকৃষ্ণ মিশন, বাসাবো বৌদ্ধ মন্দির এবং চার্চের পুরোহিত, ফাদার ও অধ্যক্ষকেও হত্যার হুমকি দেয়া হয়েছে৷

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ ডয়চে ভেলেকে বলেন, ‘‘শুধু হত্যা নয় অব্যাহতভাবে পুরোহিতদের হুমকি দেয়া হচ্ছে৷ শুধু হিন্দু নয় বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সংখ্যালঘুরা এখন টার্গেটে পরিণত হয়েছে৷ আমরা ভীষণ আতঙ্কের মধ্যে আছি৷ সরকার ও রাষ্ট্রের আমাদের যে নিরাপত্তা দেয়ার কথা আমরা সেই নিরাপত্তা পাচ্ছি না৷''

রানা দাশগুপ্ত

This browser does not support the audio element.

কাজল দেবনাথ আরো বলেন, ‘‘আমরা নিরাপত্তা চাই, কিন্তু সরকার সেই নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে তা সরকারের কাজ৷ আমরা শুধু বলতে পারি - আমরা ভালো নেই৷ আমরা নিরাপদ নেই৷''

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ বলেন, ‘‘আমরা ঠিকমতো প্রতিবাদও করতে পারছি না৷ আমাদের উপর হামলা হচ্ছে৷ আমরা চিত্‍কার করছি৷ আবার সেই চিত্‍কারে কোনো দাড়ি-কমায় ভুল হলে আমাদের জবাদিহি করতে হচ্ছে৷ আমরা এখন অসহায়৷ ভীষণভাবে অসহায়৷''

কী কী করা হলে সংখ্যালঘুরা নিরাপদ বোধ করতে পারেন - জানতে চাইলে তিনি বলেন, ‘‘এটা তো করবে সরকার, রাজনৈতিক দল৷ এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়৷ কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা তেমন কোনো সাড়া পাচ্ছি না৷''

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা সংকুচিত হচ্ছে৷ আর সরকার এবং রাজনৈতিক দলগুলো ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে আমার মনে হয় না৷''

তিনি বলেন, ‘‘এখানে ব্যক্তির নিরাপত্তা মুখ্য নয়৷ আর সব ব্যক্তিকে আলাদাভাবে নিরাপত্তা দেয়াও সম্ভব নয়৷ যেটা প্রয়োজন তা হলো, সংবিধান স্বীকৃত সব ধর্মের সমান ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা আর এ জন্য সরকার এবং রাজনৈতিক দলগুলোর জনগণকে সাথে নিয়ে জঙ্গিবাদ এবং সন্ত্রাস প্রতিরোধে এগিয়ে আসা৷''

রানা দাশগুপ্ত আরো বলেন, ‘‘এই হামলা এবং হুমকির মধ্যে একটা রাজনীতি আছে৷ যারা এ সব করছে তারা ভিন্নমত ছাড়া ধর্মীয় সংখ্যালঘুদের ওপরও হামলা করছে৷ হুমকি দিচ্ছে৷ তারা বলছে, তোমরা ধর্ম প্রচার করতে পারবে না, ধর্ম পালন করতে পারবে না৷ তারা চায় এখানে ধর্মীয় সংখ্যালঘুরা না থাকুক৷ এটা সরকারকে বুঝতে হবে৷ দু-একজনের নিরাপত্তা এই পরিস্থিতির অবসান ঘটাবে না৷ সাধারণ মানুষকে সাথে নিয়ে তাদের প্রতিরোধ করতে হবে৷''

রানা দাশগুপ্তের মতে, ‘‘২০১১ সাল থেকে এই পরিস্থিতি চলছে৷ আমরা সরকারকে বার বার বলেছি৷ কিন্তু সরকার বিষয়টি গুরুত্ব দিচ্ছে বলে আমার মনে হয় না৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ