1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মে দিবস

১ মে ২০১২

বাংলাদেশে শিল্প শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি ৫,০০০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন, সাধারণ শ্রমিক ও শ্রমিক নেতারা৷ মহান মে দিবসে তারা তাদের শোষণ আর বঞ্চনার কথা তুলে ধরেছেন৷

ছবি: Reuters

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শ্রমিকরাই জাতীয় উন্নয়ন এবং অর্থনীতির চালিকা শক্তি৷ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা যাবেনা৷ রাজধানীতে মে দিবসে বিভিন্ন শিল্পের শ্রমিকরা বর্ণাঢ্য ব়্যালি আর শোভাযাত্রার আয়োজন করেন৷ আয়োজন করা হয় সমাবেশের৷ এসব অনুষ্ঠানে যোগ দেয়া শ্রমিকরা জানান তাদের বঞ্চনার কথা৷ জানান এখনো তাদের দিনে ৮ ঘন্টার চেয়ে অনেক বেশি কাজ করতে হয়৷ আর পাওয়া যায়না ন্যায্য মজুরি৷

তারা কর্মক্ষেত্রে নির্যাতন এবং নিপীড়নেরও অভিযোগ করেন৷ তাদের দাবি, কর্মক্ষেত্র কাজের ভাল পরিবেশ নিশ্চিত করতে হবে৷ শ্রমিক নেতাদের দাবি, নতুন মজুরি বোর্ড গঠন করতে হবে৷ আর জীবনযাপনের উপযোগী মজুরি নির্ধারণ করতে হবে৷ তারা জানান, বর্তমান বাজার দরে ন্যূনতম মজুরি ৩,০০০ টাকা কোনভাবেই মেনে নেয়া যায়না৷ ন্যূনতম মজুরি ৫,০০০ টাকা করতে হবে৷

বাংলাদেশি শ্রমিকরা নিরাপদ কী?ছবি: picture-alliance/Bildfunk

এদিকে মে দিবসের জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রমিকরাই দেশের উন্নয়ন এবং অর্থনীতির মূল চালিকা শক্তি৷ তাই তাদের কোনভাবেই বঞ্চিত করা যাবেনা৷ তিনি বলেন, তাঁর সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করছে৷ তাই তাদের দাবি দাওয়া সব সময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে সরকার৷ তিনি শ্রমিকদের কাজের পরিবেশ নিশ্চিত করার কথাও বলেন৷

এদিকে আরেকটি আলোচনা অনুষ্ঠানে শ্রম আইন সংশোধনের দাবি তুলেছেন শ্রমিক নেতারা৷ তাঁরা বলেন, শ্রম আইনের ত্রুটির কারণে শ্রমিকদের কাজের কোন চুক্তিপত্র থাকেনা৷ তাই তাদের সহজেই ঠেকানো যায়৷ আর প্রচলিত আইনে কৃষি ও গৃহ শ্রমিকদের কোন স্বীকৃতি দেয়া হয়নি৷ তাদের স্বীকৃতি দিতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ