বাংলাদেশে সহিংসতা বন্ধ হোক, চান রাহুল গান্ধী
১২ সেপ্টেম্বর ২০২৪সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে রাহুল গান্ধী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানে বাংলাদেশ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ''আমাদের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক আছে। আমার ঠাকুমা স্বাধীন বাংলাদেশের জন্মের সঙ্গে জড়িত ছিলেন।''
তিনি জানিয়েছেন, ''আমি মনে করি, বাংলাদেশের চরমপন্থিদের নিয়ে ভারতে একটা উদ্বেগ আছে। আমরাও কিছু বিষয়ে উদ্বিগ্ন।''
বাংলাদেশ নিয়ে রাহুলের মতামত সামাজিক মাধ্যম এক্স-এ ভিডিও-সহ প্রকাশ করেছে কংগ্রেস। সেখানে রাহুল বলেছেন, ''তবে আমি বিশ্বাস করি, বাংলাদেশের অবস্থা স্থিতিশীল হবে। আমরা বর্তমান শাসক ও পরবর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারব।''
রাহুলের বক্তব্য, ''আমরা একটা বিষয় তুলেছি, ওরাও আমাদের সঙ্গে কথা বলেছেন। সেটা হলো, আমরা চাই সহিংসতা বন্ধ হোক। যত তাড়াতাড়ি সম্ভব সহিংসতা বন্ধ করাটা বাংলাদেশ সরকারের দায়িত্ব। আমাদের দিক থেকে, আমাদের সরকারের দায়িত্ব হলো, সহিংসতা বন্ধ করতে বাংলাদেশ সরকারের উপর চাপ দেয়া।''
জিএইচ/এসজি