বাংলাদেশে সাংবাদিকদের বেতন-ভাতার জন্য এখন অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড অনুসরণ করা হয়৷ এই মজুরি বোর্ড সংবাদপত্র এবং বার্তা সংস্থার জন্য৷
বিজ্ঞাপন
টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমের জন্য কোনো আলাদা মজুরি বোর্ড নেই৷ এমনকি সংবাদপত্র মজুরি বোর্ডের মধ্যেও তা অন্তর্ভুক্ত নয়৷ টেলিভিশন ও অনলাইনে বেতন নির্ধারণ হয় কর্তৃপক্ষের ইচ্ছায় এবং তা অনেক ক্ষেত্রেই সংবাদপত্র মজুরি বোর্ডের চেয়ে কম৷
কোন গ্রেডে কত বেতন?
২০১৩ সালে অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড ঘোষণা করে সরকার৷ সেখানে সংবাদপত্রের বার্তা বিভাগে কর্মরত সম্পাদক থেকে শুরু করে শিক্ষানবিশ সাংবাদিকদের জন্য মোট ছয়টি গ্রেড করা হয়৷ সম্পাদক স্পেশাল গ্রেডে বেতন পান৷ গ্রেড-১ নির্বাহী সম্পাদক থেকে বিশেষ প্রতিনিধি পর্যন্ত৷ গ্রেড-২ যুগ্ম বার্তা সম্পাদক থেকে সিনিয়র রিপোর্টার৷ গ্রেড-৩ সহ-সম্পাদক থেকে স্টাফ রিপোর্টার৷ গ্রেড-৪ শিক্ষানবিশ সহ-সম্পাদক থেকে শিক্ষানবিশ রিপোর্টার৷ গ্রেড-৫ শিক্ষানবিশ সম্পাদনা সহকারী৷
যে দশটি চাকুরিতে বেতন সবচেয়ে বেশি
বিশ্বের সবচেয়ে বেশি বেতন বা মাইনের চাকুরি কোনগুলো জানেন? মার্কিন ফোর্বস ম্যাগাজিন প্রকাশ করেছে দশটি চাকুরি, যাতে বেতন সবচেয়ে বেশি৷ পত্রিকাটির তথ্যের সূত্র ক্যারিয়ারকাস্ট ডটকম৷
ছবি: picture-alliance/dpa/J. Kalaene
শল্য চিকিৎসক
চাকুরি বিষয়ক ওয়েবসাইট ‘কেরিয়ারকাস্ট’-এর হিসেবে ২০১৫ সালে সবচেয়ে বেশি বেতন পেয়েছেন সার্জন বা শল্য চিকিৎসকরা৷ গড়ে একেকজন চিকিৎসকের বাৎসরিক বেতন ৩ লাখ ৫২ হাজার মার্কিন ডলার৷
ছবি: Colourbox/Mittermueller Bildbetrieb
মনোবিজ্ঞানী
ফোর্বস-এর তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন মনোবিজ্ঞানীরা৷ তাদের গড় বাৎসরিক বেতন ১ লাখ ৮১ হাজার মার্কিন ডলার৷ তবে এই বেতন পেতে হলে তাদের ‘ডক্টর অফ মেডিসিন’ সার্টিফিকেট থাকতে হবে৷
ছবি: Ambrophoto - Fotolia.com
চিকিৎসক (জেনারেল প্র্যাকটিশনার)
জেনারেল প্র্যাকটিশনার বা জিপি চিকিৎসকদের চাহিদা গোটা বিশ্বেই ক্রমশ বাড়ছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের গড় বেতন ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার৷ এই চাকুরিতে উন্নতিও দ্রুত সম্ভব৷
ছবি: Colourbox/Odilon Dimier/6PA/MAXPPP
কর্পোরেট নির্বাহী
মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে উচুঁ পর্যায়ের একেকজন কর্পোরেট এক্সিকিউটিভ বা নির্বাহী গড়ে বেতন পান ১ লাখ ৭৩ হাজার মার্কিন ডলার৷ এই চাকুরিতে মানসিক চাপ এবং নতুন নতুন চ্যালেঞ্জ অনেক৷
ছবি: Fotolia/apops
দন্ত চিকিৎসক
ভালো দন্ত চিকিৎসক হতে গেলে বিশেষায়িত প্রশিক্ষণ নিতে হয়৷ আর তাতে খাটুনিও অনেকে৷ তবে বাৎসরিক বেতন ১ লাখ ৪৬ হাজার মার্কিন ডলার হলে সেই খাটুনি করাই যায়৷
ছবি: Colourbox
পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার
ফোর্বস-এর তালিকার ছয় নম্বরে রয়েছে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার৷ মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের চাকুরির বাজার বিবেচনায় এনে করা হয়েছে তালিকাটি৷ সেদেশের হিসেবে একজন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারের গড় বাৎসরিক বেতন ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার৷
ছবি: picture-alliance/dpa/A. Burgi
অর্থোডেন্টিস্ট
দাঁতের ইন্সুরেন্স বা বীমা আছে, এমন এলাকায় অর্থোডেন্টিস্টদের চাহিদা সবচেয়ে বেশি৷ তাদের গড় বাৎসরিক বেতন ১ লাখ ২৯ হাজার মার্কিন ডলার৷
ছবি: Fotolia/Tyler Olson
ডেটা সায়েন্টিস্ট
ডেটা সায়েন্টিস্টদের চাহিদা তরতরিয়ে বাড়ছে৷ তবে এ খাতে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত চাকুরিপ্রার্থী এখনো পাওয়া যাচ্ছে না৷ তাই আগ্রহ থাকলে দ্রুতই শুরু করুন কোনো কোর্স৷ গড় বাৎসরিক বেতন ১ লাখ ২৪ হাজার মার্কিন ডলার৷
ছবি: Imago
এয়ার ট্রাফিক কন্ট্রোলার
এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের চাহিদা কমতির দিকে৷ মূলত আকাশপথে চলাচলের খরচ কমানো আর সব কিছু স্বয়ংক্রিয় করে তোলার চেষ্টার ফলে, তাদের চাহিদা কমে যাচ্ছে৷ তবে যারা এই চাকুরি এখনো করছেন তাদের বাৎসরিক গড় বেতন ১ লাখ ২২ হাজার মার্কিন ডলার৷
ছবি: picture-alliance/dpa
ফার্মাসিস্ট
ফার্মাসিস্টদের গড় বাৎসরিক বেতন ১ লাখ ২১ হাজার মার্কিন ডলার৷ তাদের চাহিদাও বাড়ছে ক্রমশ৷
ছবি: Getty Images/AFP/K. Shimizu
10 ছবি1 | 10
সাংবাদিকতায় প্রবেশের প্রথম ধাপ হল শিক্ষানবিশ রিপোর্টার৷ আর শিক্ষানবিশ রিপোর্টারের গ্রেড হল ৪৷ এই গ্রেডের মূল প্রারম্ভিক বেতন ১২,৬০০ টাকা৷ এর সঙ্গে ঢাকায় কর্মরত হলে বাড়িভাড়া মূল বেতনের শতকরা ৭০ ভাগ৷ চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা, সাধারণ যাতায়াত ভাতা ২,৫০০ টাকা, বিশেষ যাতায়াত ভাতা (শুধুমাত্র রিপোর্টারদের জন্য) ৩,০০০ টাকা৷ এভাবে মোট বেতন দাঁড়ায় ২৮,৪২০ টাকা৷
মজুরি বোর্ড অনুযায়ী সম্পাদকের মূল বেতন ৩৫,৮৭৫ টাকা, নির্বাহী সম্পাদক ও বার্তা সম্পাদক ও বিশেষ প্রতিনিধির মূল বেতন ৩১,৮৫০ টাকা, সিনিয়র রিপোর্টারের মূল বেতন ২৪,১০৬ টাকা এবং স্টাফ রিপোর্টারের মূল বেতন ১৫,৯২৫ টাকা৷ তাতে দেখা যায় সম্পাদকেরও মোট বেতন ৮০ হাজার টাকার বেশি নয়৷ এর সঙ্গে আরো কিছু ভাতার কথা বলা হলেও তা বাস্তবে কার্যকর নয়৷
সংবাদপত্রের অন্যান্য বিভাগ যেমন প্রেস, সার্কুলেশন, বিজ্ঞাপন তাদের জন্যও মজুরি বোর্ডে আলাদা বেতন কাঠামো আছে৷ মজুরি বোর্ড অনুয়ায়ী সংবাদপত্রে কর্মরতদের প্রভিডেন্ড ফান্ড এবং গ্রাচুয়িটি পাওয়ার কথা৷
ওয়েজ বোর্ড মানে কারা
মজুরি বোর্ডের এই ঘোষিত বেতন সংবাদপত্র এবং সংবাদ সংস্থায় দেয়া বাধ্যতামূলক কিনা তা নিয়ে প্রশ্ন আছে৷ এটা না দেয়া হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে কিনা তাও নিশ্চিত নয়৷ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব মো. ওমর ফারুক ডয়চে ভেলেকে বলে, ‘‘ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন দেয়া বাধ্যতামূলক৷ তবে অনেক প্রতিষ্ঠানই এই ওয়েজ বোর্ড মানেনা৷ হাতে গোনা কিছু প্রতিষ্ঠান ওয়েজ বোর্ড মেনে বেতন দেয়৷ যারা দেয়না তারা জোর করে সংবাদকর্মীদের কাছ থেকে লিখিত মুচলেকা নেয়, যে তাদের ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন দেয়া হয়৷ এই মুচলেকায় সই না করলে তাদের চাকরি থেকে বাদ দিয়ে দেয়া হয়৷’’
‘তারা মূলত দর কষাকষির মাধ্যমে নিয়োগ দেয়’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ডয়চে ভেলেকে বলেন, ‘‘কোনো সংবাদপত্র বা সংবাদ সংস্থা যদি সরকার ঘোষিত ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন না দেয় তাহলে আইনগত ব্যবস্থা নেয়ার সুযোগ নেই৷ কিন্তু তারা সরকারের দেয়া বিজ্ঞাপনসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেনা৷’’
টেলিভিশনের পরিস্থিতি
বাংলাদেশে বেসরকারি টেলিভেশন এবং অনলাইনের জন্য সরকার ঘোষিত ওয়েজ বোর্ড নেই৷ তারা তাদের নিজস্ব বেতন কাঠামো বা খেয়াল খুশি মতো বেতন নির্ধারণ করেন৷ মাছরাঙা টেলিভিশনে কর্মরত সিনিয়র রিপোর্টার নূর সিদ্দিকী ডয়চে ভেলকে জানান, ‘‘আমি অনেক দিন ধরেই সিনিয়র রিপোর্টার৷ কিন্তু ওয়েজ বোর্ডে সিনিয়র রিপোর্টারের যে প্রারম্ভিক বেতন তা আমি এখনো পাই না৷’’
তিনি আরো বলেন, ‘‘টেলিভিশন বা অনলাইনে প্রকাশ্য কোনো বেতন কাঠামো নেই৷ তারা মূলত দর কষাকষির মাধ্যমে নিয়োগ দেয়৷ কোনো স্টেশনে ওয়েজ বোর্ডের চেয়ে বেতন কম, কোথাও হয়তো একটু বেশি৷ আবার কোথাও বেতন মাসের পর মাস দেয় না৷’’
তুলনামূলক চিত্র
সংবাদপত্র মালিকদের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী বলেন, ‘‘সাংবাদিকদের বেতন এবং সরকারি কর্মকর্তাদের বেতন প্রায় সমান, তাই সাংবাদিকদের বেতন বাড়ানোর দরকার নেই৷’’ তাঁর দেয়া এই বক্তব্য অনুসন্ধান করে দেখা যায়, বাংলাদেশে একজন শিক্ষানবিশ সাংবাদিকের প্রারম্ভিক মূল বেতন ১২,৬০০ টাকা৷ স্টাফ রিপোর্টারের মূল বেতন ১৫,৯২৫ টাকা৷ আর বিসিএস দিয়ে প্রশাসনে সহকারী সচিব হিসেবে যোগ দিলে মূল বেতন ২২,০০০ টাকা৷ সরকারি চাকরিতে বেতনের মোট ২০টি গ্রেড আছে৷
‘অর্থমন্ত্রী বলেছেন আগের হিসেবে’
বাংলাদেশে একজন সম্পাদকের মূল প্রারম্ভিক বেতন ৩৫,৭৭৫ টাকা৷ আর সরকারের একজন সচিবের বেতন ৭৮ হাজার টাকা৷ সিনিয়র সচিবের বেতন ৮২ হাজার টাকা৷
তথ্যমন্ত্রী বলেন, ‘‘অর্থমন্ত্রী বলেছেন আগের হিসেবে৷ ২০১৩ সালে যখন সাংবাদিকদের জন্য অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণা করা হয় তখন সরকারি কর্মকর্তাদের জন্য নতুন পে-স্কেল হয়নি৷ তখন একজন সাংবাদিকের প্রারম্ভিক বেতন সরকারি চাকরিতে প্রবেশকারী বিসিএস কর্মকর্তাদের তুলনায় বেশি ছিল৷ নতুন পে-স্কেলে সরকারি বেতন শতভাগ বেড়েছে৷ তাই এখন হয়ত সরকারি কর্মকর্তাদের বেতন বেশি৷’’
তিনি বলেন, ‘‘অর্থমন্ত্রীর বক্তব্যের সঙ্গে সাংবাদিকদের বেতন বাড়ানোর নবম ওয়েজ বোর্ডের কোনো সম্পর্ক নাই৷ তিনি অ্যাকাডেমিক কথা বলেছেন, ব্যক্তিগত মতামত দিয়েছেন৷ আমরা নবম ওয়েজ বোর্ড গঠনের কাজ করছি৷ মালিক পক্ষ ছাড়া সব পক্ষ তাদের প্রতিনিধিদের নাম দিয়েছেন৷ মালিক পক্ষ নাম দিলেই আমরা নবম ওয়েজ বোর্ড গঠন করব৷ আমাদের ৮০ ভাগ কাজ শেষ৷’’
তথ্যমন্ত্রী জানান, ‘‘এবার টেলিভিশন এবং অনলাইন সংবাদমাধ্যমও ওয়েজ বোর্ডের আওতায় আনা হবে৷’’
এ বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকলে লিখুন নীচে, মন্তব্যের ঘরে৷
বেশি বেতন পাওয়া সরকার ও রাষ্ট্রপ্রধানরা
কোন দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান সবচেয়ে বেশি বেতন পান? ছবিঘরে দেখুন তেমন কয়েকজনের বাৎসরিক বেতনের তালিকা৷
ছবি: Reuters
সিংগাপুরের প্রধানমন্ত্রী
রাষ্ট্রপ্রধানদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পান সিংগাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং৷ তার বাৎসরিক বেতন ১৬ লাখ দশ হাজার ডলার৷
ছবি: Getty Images/AFP/R. Rahman
হংকংয়ের প্রধান নির্বাহী
দ্বিতীয় সর্বোচ্চ বেতন পান হংকংয়ের প্রধান নির্বাহী কেরি লাম৷ তার বাৎসরিক বেতন পাঁচ লাখ ৬৮ হাজার চারশ’ ডলার৷
তালিকায় তৃতীয় স্থানে আছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি৷ তার বাৎসরিক বেতন চার লাখ ৮২ হাজার নয়শ’ ৫৮ ডলার৷
ছবি: picture-alliance/robertharding
মার্কিন প্রেসিডেন্ট
বেশি বেতন পাওয়াদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ জো বাইডেনের বাৎসরিক বেতন চার লাখ ডলার৷
ছবি: Evan Vucci/AP/picture alliance
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
তালিকার পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন৷ তার বাৎসরিক বেতন তিন লাখ ৭৮ হাজার চারশ’ ১৫ ডলার৷
ছবি: Sam Mooy/Getty Images
জার্মান চ্যান্সেলর
জার্মান চ্যান্সেলরের বাৎসরিক বেতন তিন লাখ ৬৯ হাজার ৭২৭ ডলার৷
ছবি: Clemens Bilan/Getty Images
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্নের বাৎসরিক বেতন তিন লাখ ৩৯ হাজার আটশ’ ৬২ ডলার৷ বেশি বেতন পাওয়া রাষ্ট্র প্রধানদের তালিকায় আট নাম্বারে আছেন তিনি৷
ছবি: Mark Mitchell/New Zealand Herald via AP/picture alliance
মৌরিতানিয়ার প্রেসিডেন্ট
আফ্রিকার দেশ মৌরিতানিয়ার প্রেসিডেন্ট বেশি বেতন পাওয়াদের তালিকার নয় নাম্বার স্থানে আছেন৷ তার বাৎসরিক বেতন তিন লাখ ৩০ হাজার ডলার৷ দেশটির বর্তমান প্রেসিডেন্ট হলেন মোহামেদ ঔল্ড গাজুয়ানি৷
ছবি: Reuters/R. Duvignau
লুক্সেমবুর্গের প্রধানমন্ত্রী
তালিকার দশ নাম্বারে আছেন ইউরোপের ছোট্ট, ধনী দেশ লুক্সেমবুর্গের প্রধানমন্ত্রী৷ দেশটির বর্তমান প্রধানমন্ত্রী হলেন জাভিয়ার বেটেল৷ তার বাৎসরিক বেতন দুই লাখ ৭৮ হাজার ৩৫ ডলার৷
ছবি: Reuters/Y. Herman
নরেন্দ্র মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছরে ৩০ হাজার ৩০০ মার্কিন ডলার বেতন পান৷ দেশটির হিন্দুস্তান টাইমস পত্রিকা জানায়, করোনার মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দা ঠেকাতে নিজের বেতন শতকরা ৩০ ভাগ কমিয়েছেন মোদী৷
ছবি: Getty Images/AFP/R. Rahman
শেখ হাসিনা
২০১৭ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাসিক বেতন ৫৮ হাজার ৬০০ টাকা থেকে বাড়িয়ে এক লাখ ১৫ হাজার টাকা করা হয়৷ মে মাসে এ সংক্রান্ত একটি বিল পাস হয়৷ বেতন বাড়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর বছরে মোট বেতন দাঁড়িয়েছে ১৩ লাখ ৮০ হাজার টাকা বা ১৭ হাজার ৫০০ মার্কিন ডলার৷