1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ সাংবাদিক নির্যাতন

২০ জুলাই ২০১২

বাংলাদেশের একটি অনলাইন বার্তাসংস্থার সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে অবৈধভাবে গ্রেপ্তার এবং নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রিপোটার্স উইদাউট বডার্স৷ ১৯ জুলাই অবশ্য জামিন পেয়েছেন সুমন৷

ছবি: dapd

গত ১৩ জুলাই সুমনকে গ্রেপ্তার করা হয়৷ ২৮ বছর বয়সি এই সাংবাদিককে আটকের পর নির্যাতন করেছে গোয়েন্দা পুলিশ, এই অভিযোগ তাঁর পরিবারের সদস্যদের৷ এক বিবৃতিতে আন্তর্জাতিক সংগঠন রিপোটার্স উইদাউট বডার্স (আরএসএফ) সুমনকে অবিলম্বে মুক্তি এবং তাঁর চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে৷

বৃহস্পতিবার অবশ্য ঢাকার একটি আদালত সুমনের জামিন মঞ্জুর করেছে৷ অনলাইন বার্তাসংস্থা জাস্টনিউজ বিডি ডটকম এই বিষয়ে জানিয়েছে, ‘‘অনলাইন নিউজ এজেন্সি জাস্ট নিউজের ক্রাইম রিপোর্টার মোস্তাফিজুর রহমান সুমন এবং অপর সাংবাদিক-লেখক অরণ্য পাশার জামিন মঞ্জুর করেছে আদালত৷ বৃহস্পতিবার ঢাকা মুখ্যমহানগর হাকিম আদালতের ম্যাজিস্ট্রেট আবু জাফর এ জামিন মঞ্জুর করেন৷''

গোয়েন্দা পুলিশ সুমনকে আটকের পর তাঁর বিরুদ্ধে একটি ল্যাপটপ চুরির মামলা দায়ের করা হয়৷ কিন্তু জাস্টনিউজ বিডি ডটকম'এর প্রধান বার্তা সম্পাদক সুপ্রীতি ধর ডয়চে ভেলেকে জানান, যে ল্যাপটপটি চুরির কথা বলা হচ্ছে সেটি আসলে তাকে অফিস থেকে ব্যবহার করতে দেওয়া হয়েছে৷ এখানে চুরির কোন ব্যাপার নেই৷ তিনি বলেন, ‘‘যে ল্যাপটপটি চুরির নামে (পুলিশ) উদ্ধার করেছে, সেটি কিন্তু আমাদের জাস্টনিউজ বিডি ডটকম'এর ল্যাপটপ৷ এটা অফিস থেকে সে পেয়েছে৷ এই ল্যাপটাপটিকেই চুরির মামলার আলামত হিসেবে দেখানো হয়েছে৷''

সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার প্রতিবাদে ব্লগছবি: bdnews24.com

অপরাধ বিষয়ক সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে এভাবে আটক এবং নির্যাতনের পেছনে অন্য কোনো কারণ রয়েছে বলে মনে করছে আরএসএফ৷ আটকাবস্থায় সুমন তাঁর এক চাচাকে এই বিষয়ে জানিয়েছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের বিচারের দাবিতে কয়েকটি প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন তিনি৷ এই কারণে তাঁকে ধরে নিয়ে নির্যাতন করা হচ্ছে৷ গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক সংস্থা আরএসএফ এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য৷

জাস্টনিউজবিডি ডটকম'র প্রধান বার্তা সম্পাদক সু্প্রীতি ধর অবশ্য সুমন'এর উপরে গোয়েন্দা পুলিশের এই নির্যাতনের সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি৷ তিনি বলেন, ‘‘সুমন আমাকে প্রায়ই বলত যে, তাঁর কাছে অনেক সংবাদ আছে৷ আমি তাঁকে পরামর্শ দিয়েছিলাম, সাগর-রুনির বিষয়ে তুমি যা জানো, তার ভিত্তিতে একটি রিপোর্ট তৈরি করো৷ ও তখন বলেছিল, আমি আসলে ব়্যাব'এর বিরুদ্ধে যেতে পারবো না৷ তাহলে আমি আর পরে কোনোদিন কোনো খবর পাবো না৷''

তিনি বলেন, ‘‘আমাদের ধারনা তার কাছে অনেক তথ্য হয়ত ছিল৷ এই কারণে তাকে এভাবে আটক করা হতে পারে৷ আমি কিন্তু অনুমানের কথা বলছি৷ আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না৷ কারণ আমরা বিষয়টি জানি না৷''

উল্লেখ্য, রিপোটার্স উইদাউট বডার্স'এর প্রেস ফ্রিডম ইনডেক্সে ১৭৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৯তম৷ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সাংবাদিক নির্যাতনে ঘটনা অনেক বেড়ে গেছে এবং একাধিক সাংবাদিক নিহত হয়েছে৷ সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি হত্যাকাণ্ডের পর পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো এই হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ