1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে সাইবার অপরাধে জড়াচ্ছে কিশোর-তরুণরা

৩০ মে ২০২১

বাংলাদেশে অনলাইন এবং অ্যাপ ব্যবহার করে সাইবার অপরাধ বাড়ছে৷ জুয়া, পর্নোগ্রাফি ও মানব পাচার কিছুই বাদ যাচ্ছে না৷ সবচেয়ে বড় আশঙ্কার বিষয়, এতে জড়িয়ে পড়ছে কিশোর-তরুণরা৷

ছবি: picture-alliance/dpa/U. Deck

সম্প্রতি সংঘবদ্ধভাবে ধর্ষণ এক নারীকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় ভারতের ব্যাঙ্গালুরু পুলিশ পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করে৷তাদের একজন এ ভি হৃদয়৷ তিনি ‘টিকটক হৃদয়’ নামে পরিচিত বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ৷ তাদের দেয়া তথ্য অনুযায়ী, টিকটক অ্যাপে কাজ করার প্রলোভন দেখিয়ে নারী পাচারের অপরাধ করে আসছিলো হৃদয়৷ তিনিসহ ভারতে আটককৃতরা বাংলাদেশ থেকে এক তরুণীকে পাচারের উদ্দেশ্যে নিয়ে নির্যাতন করে৷ সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই ভারতের পুলিশ তাদের গ্রেপ্তার করে৷ তবে মেয়েটির খোঁজ এখনো পাওয়া যায়নি৷

মেয়েটির বাবা ঢাকার হাতিরঝিল থানায় মামলা করার পর বাংলাদেশের পুলিশও অভিযুক্তদের ব্যাপারে সক্রিয় হয়েছে৷ পুলিশের দাবি, তারা টিকটক ভিডিও করার আড়ালে একটি সংঘবদ্ধ নারী পাচারকারী চক্র হিসেবে কাজ করত৷

গত সপ্তাহে বাংলাদেশে আরেকটি অনলাইন অপরাধী চক্রের সন্ধান পায় সিআইডি৷ তার ‘স্ট্রিমকার’ নামে একটি জুয়ার অ্যাপ ব্যবহার করে দেশের বাইরে টাকা পাচার করে আসছিলো৷এই চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে সিআইডি৷তারা এই জুয়ায় বিটকয়েনসহ আরো কিছু অনলাইন মুদ্রা ব্যবহার করত৷

তানভীর হাসান জোহা

This browser does not support the audio element.

অনলাইনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা, যৌন হয়রানিসহ আরো অনেক অপরাধ বাংলাদেশে আগে থেকেই চলছে৷ কিন্তু নতুন ধরনের এই অপরাধ শঙ্কার মাত্রা বাড়িয়ে দিচ্ছে৷ আর এইসব অপরাধের জন্য অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অ্যাপে অপরাধীদের নানা ধরনের গ্রুপ আছে৷ তদন্তে সেসব গ্রুপ-এর নাম জানা যাচ্ছে৷

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনার সূত্র ধরে পুলিশ প্রথমবারের মতো বাংলাদেশে ভয়ঙ্কর এলএসডি মাদকের সন্ধান পেয়েছে৷এই মাদকের যোগাযোগও চলে অনলাইনে৷ ফেসবুকে এই মাদক সেবন ও সরবারাহকারীদের একাধিক গ্রুপের সন্ধান পেয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

এছাড়া গত অক্টোবরে অনলাইন পর্নোগ্রাফির সাথে যুক্ত একটি বেসরকারি বিশ্ববিদ্যলয়ের তিন ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ৷ তারা পর্নোগ্রফির বাজার গড়ে তুলেছিলো উন্নত বিশ্বে৷ নানা প্রলোভন আর বন্ধুত্বের আড়ালে তারা পর্নোগ্রাফি তৈরি করত৷ এর আগেও ২০১৪ সালে এরকম আরেকটি গ্রুপ ধরা পড়ে৷

ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের তথ্য অনুযায়ী, তাদের কাছে ২০১৮ সালে সরাসরি ঢাকা শহর থেকে অভিযোগ আসে এক হাজার ৭৬৫টি৷ এছাড়া হ্যালো সিটি অ্যাপস, ফেসবুক, মেইল ও হেল্প ডেস্কের মাধ্যমে অভিযোগ পাওয়া যায় ছয় হাজার ৩০০৷ ২০১৯ সালে সরাসরি অভিযোগের সংখ্যা ছিল দুই হাজার ৯৩২ টি৷ আর হ্যালো সিটি অ্যাপস, ফেসবুক, মেইল ও হেল্প ডেস্কের মাধ্যমে অভিযোগ পাওয়া যায় ৯ হাজার ২২৭টি৷ ২০১৯ সালে মোট অভিযোগের ৫৩ শতাংশ করেছেন পুরষ আর বাকি ৪৭ শতাংশ অভিযোগকারী নারী

নাজমুল ইসলাম

This browser does not support the audio element.

সমাধান কী?

অনলাইনকেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিভিন্ন অ্যাপস বন্ধের প্রয়োজন বলে মনে করেন অনেকে৷তবে তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা মনে করেন, অ্যাপস বন্ধ করা যেমন কঠিন তেমনি সেগুলো নিষিদ্ধ করেও লাভ নাই৷ ‘‘নিষিদ্ধ করে ব্যবহার ঠেকানো যায় না৷ এর জন্য দুইটি বিষয়ে জোর দেয়া প্রয়োজন৷ সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা আরো বাড়ানো এবং দরকার প্যারেন্টাল গাইডেন্স,’’ বলেন তিনি৷

তার মতে, ‘‘সন্তান যে গ্যাজেটটি ব্যবহার করছে তার প্যারেন্টাল কন্ট্রোল অন করে দিতে হবে৷ ফলে সন্তান যদি কোনো নিষিদ্ধ অ্যাপ ব্যবহার করে, সাইটে ঢোকে বা গ্রুপে তৎপর হয় তাৎক্ষণিকভাবে তিনি তার নোটিফিকেশন পাবেন৷’’

ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম বলেন, ‘‘সমস্যা হচ্ছে সাইবার অপরাধের ধরন প্রতিদিনই পাল্টে যাচ্ছে৷ আমরাও সেই অনুযায়ী আমাদের তদন্ত, অনুসন্ধান এবং প্রযুক্তি আপডেট করছি৷ ঢাকায় সাইবার অরপরাধ দমনে আমরা সক্ষম৷ কিন্তু সারাদেশে সেই সক্ষমতা গড়ে ওঠেনি৷ তবে কাজ চলছে৷ প্রশিক্ষিত জনবল তৈরি হচ্ছে৷”

তিনি জানান, তাদের নীতি হলো কোনো অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্ম ঢালাও বন্ধ না করা৷ অপরাধ চিহ্নিত করে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া৷ তবে জুয়াসহ আরো কিছু অ্যাপ আছে যা নিষিদ্ধ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ