বাংলাদেশে সোমবার ঈদ, প্রধান উপদেষ্টার বার্তায় রোহিঙ্গারা
৩০ মার্চ ২০২৫
বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে৷ এদিকে, ঈদ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার ফেসবুক পাতায় প্রকাশিত এক ভিডিওতে উঠে এসেছে রোহিঙ্গাদের কথা৷
বাংলাদেশে সোমবার ঈদুল ফিতর উদযাপন করা হবে বলে রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে জানানো হয়েছে৷ এতে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন৷
এবারের ঈদে ঢাকায় কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী৷ তিনি বলেন, ‘‘জাতীয় ঈদগাহ মাঠে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷''
এ বছর ঢাকা মহানগরীতে ১১১টি ঈদগাহে ও ১৫৭৭টি মসজিদসহ মোট ১৭৩৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে লিখেছে বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার পত্রিকা৷
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন৷ ঈদের দিন বিকাল চারটায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন৷
ঈদ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক ফেসবুক পাতায় প্রকাশিত এক ভিডিওতে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের ঘরে ফেরার বাসনার কথা তুলে ধরা হয়েছে৷ ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘সবাইকে ঈদ মোবারক৷ আমাদের নিরাপদ এবং আনন্দময় এই ঈদে যেনো আমরা মনে রাখি, বারো লক্ষাধিক মেহমান বিপদে পড়ে আমাদের দেশে আছে৷ দোয়া করি তারা যেনো আগামী ঈদ নিজের দেশে করতে পারে৷''
এছাড়া ঈদ উপলক্ষ্যে দেয়া এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘‘সকলকে আনন্দময় ঈদ মোবারক জানাচ্ছি৷ আশা করি ঈদের সময়, আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের বাড়িতে যেতে পারবেন এবং আপনাদের পরিবারের সাথে আনন্দের সাথে ঈদ উদযাপন করবেন৷''
তিনি দেশের জনগণকে তাদের আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করার, দরিদ্র পরিবারের খোঁজ-খবর নেওয়ার এবং তাদের ভবিষ্যৎ কীভাবে উন্নত করা যায় সে সম্পর্কে চিন্তা-ভাবনা করার আহ্বান জানান৷
ঈদের আবহে বদলে যাওয়া ঢাকা
ঈদের আগে ঢাকার চিরচেনা রূপ বদলে যায়৷ স্বজনদের সঙ্গে ঈদ করতে এরইমধ্যে বিপুল মানুষ রাজধানী ছেড়েছেন৷ যারা থাকবেন তাদের জন্য চলছে ঈদ উদযাপনের প্রস্তুতি৷
ছবি: DW
৩৫ হাজার মুসল্লির জন্য
ঢাকায় পবিত্র ঈদ-উল-ফিতরের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান৷ দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে,৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন এখানে৷ এখানে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, কূটনীতিকগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেবেন৷
ছবি: DW
নিরাপত্তা ব্যবস্থা
জাতীয় ঈদগায় জামাতের জন্য বরাবরই থাকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা৷ ঈদগাহ ময়দানের পাশে পর্যবেক্ষণের জন্য ওয়াচ টাওয়ার প্রস্তত করেছে বিশেষায়িত বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)৷
ছবি: DW
পরিষ্কার-পরিচ্ছন্নতা
ঈদের আগে ঢাকায় সাজসজ্জার কিছু উদ্যোগ নেয়া হয়৷ তার অংশ হিসেবে জাতীয় ঈদগাহ ময়দানের আশেপাশের এলাকা পরিষ্কার করতে দেখা যায়৷
ছবি: DW
উত্তরের বড় আয়োজন
আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে এবার ঢাকার সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন৷ গ্রামের ঈদগাহের পাশে ছোট করে যেমন মেলা থাকে, বাণিজ্য মেলার মাঠেও এবারের ঈদ আয়োজনে তেমন মেলা থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ মাঠ সমান করে নেয়া হয়েছে তারই প্রস্তুতি৷
ছবি: DW
পোশাক শ্রমিকদের ক্ষোভ ও হতাশা
বেতন ভাতার দাবিতে শ্রমিকদের এই অবস্থানের ছবি শনিবারের৷ গত কয়েকদিন ধরেই শ্রম ভবনের সামনে বিক্ষোভ করে আসছিলেন টিএনজেড নামের একটি প্রতিষ্ঠানের শ্রমিকেরা৷ কারখানার শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে বৈঠকের পর শ্রমসচিব আপাতত তিন কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছেন৷ শ্রমিকেরা শুরুতে তা প্রত্যাখ্যান করলেও পরে মেনে নিয়ে ৭ এপ্রিল পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন৷
ছবি: DW
বাড়ি ফেরা
প্রতিবছরই ট্রেনে ঈদযাত্রায় নানা বিড়ম্বনায় পড়েন যাত্রীরা৷ তবে এবার সেই চিত্রে পরিবর্তন এসেছে৷ নির্ধারিত সময় অনুযায়ী ট্রেন ছাড়ছে, আর যাত্রীদের জন্য যাত্রা হয়েছে আগের চেয়ে স্বস্তিদায়ক৷ দীর্ঘ ছুটির কারণে আগের মতো প্রচণ্ড ভিড় কিংবা বিশৃঙ্খলার দৃশ্য চোখে পড়েনি৷
ছবি: DW
অপেক্ষা
শনিবার ঢাকার মহাখালী বাস টার্মিনালে ঈদের ঘরমুখো এই যাত্রীরা বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন৷
ছবি: DW
চলার পথে কেনাকাটা
রাজধানীর ফুটপাতের দোকানগুলোতে গত কয়েকদিনের ঈদের কেনাকাটায় ক্রেতা উপস্থিতি ছিল অন্যবারের চেয়ে কম। তবে বিক্রাতারা জানান ঈদ যত ঘনিয়ে আসছে তত বেচাকেনা জমজমাট হয়ে উঠেছে৷
ছবি: DW
পছন্দের পাঞ্চাবি
রাজধানীর অন্যতম আবাসিক এলাকা বনানীতে রয়েছে পোশাকের নামিদামি ব্র্যান্ডের বেশ কিছু আউটলেট৷ তারই একটিতে দীপ নামের একজন ক্রেতা পাঞ্জাবি দেখছেন৷
ছবি: DW
টুপির বেচাবিক্রি
বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের ফুটপাতে বিক্রি হচ্ছে বাহারি টুপি৷ টুপি বিক্রেতা হাবিবুর রহমান জানান ঈদের আগে অনেকে টুপি কিনতে আসেন৷ তার দোকানে ২০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা দামে বিক্রি হচ্ছে হরেক রকম টুপি৷
ছবি: DW
ঈদের জন্য নতুন টুপি
মোহাম্মদ ইউনুস একজন ক্ষুদ্র ব্যবসায়ী৷ নিজের জন্য ঈদের আগে নতুন টুপি কিনতে এসেছেন বায়তুল মোকাররম এলাকায়৷ টুপিতে মানিয়েছে কিনা দেখে নিচ্ছেন দোকানির আয়নায়৷
ছবি: DW
দর্জি পাড়ার ব্যস্ততা
ঈদকে সামনে রেখে দর্জি পাড়ায় বেড়েছে ব্যস্ততা৷ দিন-রাত ব্যস্ত সময় পার করছেন পোশাক তৈরির কারিগরেরা৷ তেমনই একজন মোঃ মনির জানান, ঈদের ১৫ দিন আগে থেকে তার কাজের চাপ কয়েকগুণ বেড়েছে৷ প্রতিদিনই সকাল ১০ টা থেকে ভোর চারটা পর্যন্ত কাজ করতে হয় তাকে, যা চলবে চাঁদ রাত পর্যন্ত৷
ছবি: DW
ঢাকার ভিন্নরূপ
সাধারণ সময়ে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে এমন চিত্র বিরল৷ তবে এবার দীর্ঘ ছুটিতে আগে ভাগেই অনেক বাসিন্দা প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছেড়েছেন৷ তাই শুধু যানজটই নয় কোনো কোনো সড়কে বলতে গেলে যানও প্রায় উধাও৷
ছবি: DW
নিরাপত্তায় সেনা সদস্যরা
ঈদের ছুটির সময় ফাঁকা নগরীতে চুরি, ছিনতাইয়ের আশঙ্কা থাকে৷ তবে বিভিন্ন বাহিনীর মাধ্যমে তা সামাল দেয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ৷ ছবিতে ঢাকার একটি সড়কে সেনাবাহিনী সদস্যদের দেখা যাচ্ছে৷
ছবি: DW
14 ছবি1 | 14
অধ্যাপক ইউনূস বলেন, ‘‘আপনার সন্তানদের আত্মীয়স্বজনের সাথে পরিচয় করিয়ে দিন- এটাই আমার ইচ্ছা৷''
এদিকে সৌদি আরব, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এবং তুরস্কসহ ইউরোপের দেশগুলোতে রোববার ঈদ পালিত হয়েছে৷ একই দিনে ঈদ উদযাপন করেছেন মালদ্বীপ ও আফগানিস্তানের মানুষও৷