1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে সৌরশক্তির ব্যবহার বাড়াচ্ছে বিদেশি ফ্যাশন ব্র্যান্ড

১ নভেম্বর ২০২৫

বাংলাদেশে খোলা জায়গার অনেক অভাব৷ ফলে সৌরশক্তি উৎপাদন এক সমস্যা৷ দেশটির রপ্তানিমুখী পোশাক খাত এক্ষেত্রে এগিয়ে এসেছে৷

ঢাকার ভবনের ছাদে সোলার প্যানেল
পোশাক উৎপাদনে কার্বন নির্গমন কমাতে কারখানার ছাদে সোলার ব্যবহারের দিকে ঝুঁকছে ফ্যাশন ব্র্যান্ডগুলোছবি: Syed Mahabubul Kader/Zumapress/picture alliance


আন্তর্জাতিক বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের চাপের মুখে বাংলাদেশের তৈরি পোশাক খাত সবুজ জ্বালানি ব্যবহার শুরু করেছে৷ পোশাক কারখানাগুলোর ছাদের উপরে সোলার প্যানেল বসিয়ে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে৷ 

ছোট এবং মাঝারি আকারের পোশাক কারখানাগুলোর অবশ্য নিজের খরচে সোলার প্যানেল বসানো অনেক সময় কঠিন হয়৷ তাদেরকে সহায়তায় এগিয়ে এসেছে কিছু জ্বালানি কোম্পানি৷

এধরনের এক উদ্যোগের নাম গ্রিনার গার্মেন্টস ইনিশিয়েটিভ (জিজিআই) যার আওতায় ড্যানিশ কাপড়ের ব্র্যান্ড বেস্টসেলার সোলার এনার্জি কোম্পানি এসওএলশেয়ার-এর সঙ্গে যৌথভাবে বাংলাদেশের বিভিন্ন পোশাক কারখানার ছাদে সোলার প্যানেল বসাচ্ছে৷

এসওএলশেয়ার এর উপপ্রধান নির্বাহী কর্মকর্তা আজিজা সুলতানা মুক্তি এই বিষয়ে বলেন, ‘‘সরবরাহকারীদেরকে ব্রান্ডগুলো সহায়তা করলে পোশাক খাতে সবুজ জ্বালানির প্রসার দ্রুততর হবে৷''

গত আঠারোমাসে জিজিআই-এর কর্মপরিধি ২০০ শতাংশ বেড়েছে৷ এবং এটির কর্মপরিধি ভবিষ্যতে আরো বাড়বে বলে জানা গেছে৷ 

গবেষণা বলছে, বাংলাদেশের পোশাকখাতের আধিক্য থাকা শিল্প খাত পাঁচ হাজার মেগাওয়াট সৌরশক্তি উৎপাদন করতে পারে যা দেশটির মোট সক্ষমতার এক পঞ্চমাংশ৷ 

এনার্জি ইকোনোমিক্স এন্ড ফাইনেন্সিয়াল এনালাইসিস (আইইইএফএ)-এর জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম বলেন, ‘‘শিল্পাঞ্চলে ছাদনির্ভর সৌরশক্তির বিপুল সম্ভাবনা আছে কিন্তু অনেক কারখানা মালিকের এখাতে বিনিয়োগ পেতে হিমশিম খেতে হচ্ছে৷''

বেস্টসেলার-এর মতো ফ্যাশন ব্রান্ডগুলো পোশাক উৎপাদনের সময় কার্বন নির্গমনের হার কমাতে চায়৷ বাংলাদেশের ব্র্যান্ডটির কারখানায় সবুজ জ্বালানির ব্যবহার নিশ্চিত করে তার অনেকটাই করা সম্ভব৷ 

বেস্টসেলার এর কর্মকর্তা ফেলিসিটি টেপসেল বলেন, ‘‘বাংলাদেশ থেকে পণ্য কেনার এক বড় ক্রেতা হিসেবে আমরা যেসব সরবরাহকারী পরিবেশের লক্ষ্য পূরণে আগ্রহী তাদের সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ৷''

এআই/এডিকে (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ