1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১১টি নৃ-গোষ্ঠীর ভাষা বিপন্ন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২২ ফেব্রুয়ারি ২০১৪

বাংলাদেশের ১১টি নৃগোষ্ঠীর ভাষা বিপন্ন৷ তাই তাদের ভাষা ও জাতিসত্তা নিয়ে কাজ করছে ঢাকার ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউট’৷ চেষ্টা চলছে এইসব ভাষাকে বাঁচিয়ে রাখার৷

Dhaka Feierlichkeiten zum Tag der Muttersprache 21.02.2014
ছবি: Reuters

আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউট'র মহাপরিচালক অধ্যাপক ড. জীনাত ইমতিয়াজ আলী জানান, গত বছরের নভেম্বরে ‘নৃ-ভাষাবৈজ্ঞানিক সমীক্ষা' শীর্ষক গবেষণা শুরু হয়েছে৷ এ গবেষণা কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের নৃ-জনগোষ্ঠীর ভাষা ও জাতি বিষয়ক তথ্য সংগ্রহ করা হচ্ছে৷ এছাড়া তাদের ভাষা সংরক্ষণেরও উদ্যোগ নেয়া হবে এ কর্মসূচির আওতায়৷

চলতি বছরেই ইনষ্টিটিউটের নৃ-ভাষা বৈজ্ঞানিক সমীক্ষা কার্যক্রম শেষ হচ্ছে বলে জানিয়েছেন তিনি৷ তিনি বলেন, ‘‘এ গবেষণা কার্যক্রমের মাধ্যমে দেশের নৃ-গোষ্ঠীর অবস্থানই শুধু চিহ্নিত হবে না৷ পাশাপাশি তাদের ভাষা পরিস্থিতির বাস্তব পরিচয়ও উদ্ধার করা সম্ভব হবে৷ যা ভাষা পরিকল্পনার মাধ্যমে মাতৃভাষায় শিক্ষা দানের জন্যে পাঠ্যপুস্তক রচনার কাজে সহায়তা করবে৷''

ইউনেস্কোর তথ্য মতে, বাংলাদেশে কোদা, মেগাম, পাঙ্গুখুয়া – এই ৩টি নৃগোষ্ঠীর ভাষা ভয়াবহ বিপন্ন অবস্থার অবস্থায় আছে৷ এগুলো যে কোনো সময় হারিয়ে যেতে পারে৷

আর বিপন্ন ভাষা রয়েছে ৮টি৷ এগুলো হলো: বম, চাক, আসো চিন, খাসি, ম্রু, কুরুক্স, প্নার ও সৌরিয়া পাহাড়িয়া৷ এখনই সংরক্ষণের প্রচেষ্টা না নেয়া হলে অচিরেই পৃথিবীর বুক থেকে হারিয়ে যাবে এইসব ভাষা৷ জীনাত ইমতিয়াজ আলী বলেন, তাঁরা চেষ্টা করছেন এই ভাষাগুলোকে বাঁচিয়ে রাখতে৷

আর বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান জানান, এ জন্য তাঁরাও কাজ করছেন৷ তাঁরাও চেষ্টা করছেন বাংলাদেশ থেকে কোনো নৃ-গোষ্ঠীর ভাষা যেন হারিয়ে না যায়৷ তিনি মনে করেন, নৃ-গোষ্ঠীর ভাষাকে বাঁচিয়ে রাখার মাধ্যমে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানান সম্ভব৷

১৯৯৯ সালের ১৭ই নভেম্বর অমর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো৷ ২০১১ সালের ২৭শে জানুয়ারি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের৷ এই প্রতিষ্ঠানটি আরো নানা ধরনের কাজ হাতে নিচ্ছে ভাষা নিয়ে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ