1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ২২জন চীনা নাগরিক করোনায় আক্রান্ত

৮ অক্টোবর ২০২১

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বরগুনার তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের ২২ জন চীনা নাগরিক৷ বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন৷ নির্মাণাধীন এই বিদ্যুৎকেন্দ্রের ১১শ বাংলাদেশি শ্রমিক এখনো সুস্থ আছেন৷

Bangladesh Impfstart
ছবি: Rashed Mortuza/DW

কোভিড আক্রান্ত সবাই দেড়মাস আগে চীন থেকে তালতলী এসেছেন৷ বরগুনার সিভিল সার্জন মারিয়া হাসান ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, করোনার উপসর্গ থাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩৭ জন চীনা নাগরিক তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড পরীক্ষার নমুনা দেওয়ার পরে বরিশাল পিসিআর ল্যাবে নমুনা পাঠানো হয়৷

আক্রান্তদের তাপবিদ্যুৎ কেন্দ্রের আইসোলেশন সেন্টারে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আলাদা কোয়ার্টারে রাখা হয়েছে বলে জানিয়েছেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন৷

নির্মাণাধীন এই বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ১১শ বাংলাদেশি শ্রমিকই সুস্থ আছেন৷ তবে বাড়তি সতর্কতার জন্য তাদেরও করোনা টেস্ট করা হচ্ছে৷

আক্রান্তদের সংস্পর্শে কোনো বাংলাদেশি শ্রমিক আসেনি৷ তারপরেও তারা আক্রান্ত হলে এই উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ রেখে লকডাউন করা ছাড়া কোনো উপায় থাকবে না বলে মনে করেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান৷ 

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ