1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ২৭ জন সমকামী আটক

১৯ মে ২০১৭

বাংলাদেশে ২৭ জন সমকামীকে আটক করেছে র‌্যাব৷ তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে৷ র‌্যাবের দাবি, ‘‘স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে তাদের আটক করা হয়৷ তাদের কাছে কিছু মাদক পাওয়া গেছে৷’’

Bangladesch IS-Anschlag in Dhaka - Rapid Action Batallion
র‌্যাব-এর একটি দল তাদের আটক করে (ফাইল ছবি)ছবি: picture-alliance/dpa

র‌্যাব-১০-এর একটি দল শুক্রবার ভোর রাত তিনটার দিকে ঢাকার অদূরে কেরানীগঞ্জের আটিবাজার ছায়ানীড় কমিউনিটি সেন্টার থেকে ওই ২৭ সমকামীকে আটক করে৷ এ সময় কমিউনিটি সেন্টারের মালিককেও আটক করা হয়৷

বেলা সাড়ে ১১টায় ঢাকার কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১০-এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতব্বর বলেন, ‘‘২০টি জেলা থেকে সমকামীরা ওই কমিউনিটি সেন্টারে জড়ো হয়েছিল৷ তারা প্রতি দুই মাসে একবার সেখানে জড়ো হয়৷’’

তিনি আরও বলেন, ‘‘সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে৷ এ সময় তাদের কাছ থেকে ৪৫টি ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়৷’’

আমাদের অভিযানের সময় সমকামিতার কোনো ঘটনা ঘটেনি: র‌্যাব-১০-এর অধিনায়ক

This browser does not support the audio element.

তিনি ডয়চে ভেলেকে টেলিফোনে জানান, ধৃতদের ব্যাপারে স্থানীয় লোকজনই তথ্য দিয়েছে এবং সেই তথ্যের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে৷

তবে তাদের বিরুদ্ধে সমকামিতার অভিযোগে কোনো মামলা হয়নি৷ জাহাঙ্গীর হোসেন মাতব্বর জানান, ‘‘আমাদের অভিযানের সময় সমকামিতার কোনো ঘটনা ঘটেনি৷ কিছু মাদক পাওয়া যাওয়ায় তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে৷’’

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, ‘‘বিকেলে র‌্যাব আমাদের কাছে ২৮ জনকে হস্তান্তর করেছে৷ তাদের বিরুদ্ধে গাঁজা ও ইয়াবা দখলে রাখা এবং সেবনের অভিযোগে মামলা হয়েছে৷ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এই মামলায় কাল (শনিবার) আমরা তাদের আদালতে চালান করব৷’’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘এ ধরনের মামলায় রিমান্ড চাওয়ার কোনো সুযোগ নেই৷ আমরা রিমান্ড চাইব না৷’’

এ ধরনের মামলায় রিমান্ড চাওয়ার কোনো সুযোগ নেই: ওসি মনিরুল ইসলাম

This browser does not support the audio element.

বাংলাদেশে সমকামীদের আটকের ঘটনা এই প্রথম নয়৷ গত বছর ( ২০১৬) পহেলা বৈশাখ বাংলা নববর্ষের দিন ‘রংধনু’ র‌্যালী বের করার চেষ্টাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকা থেকে ৪ জন সমকামীকে আটক করে পুলিশ৷ তারা তখন একটি বেসরকারি টিভি চ্যানেলকে এলজিবিটি আন্দোলনের পক্ষে তাদের মতামত দিচ্ছিলেন৷

গত বছরের ২৫ এপ্রিল সন্ধ্যায় ঢাকার কলাবাগান এলাকায় বাড়িতে ঢুকে সমকামীদের অধিকার বিষয়ক ম্যাগাজিন ‘রূপবান’ সম্পাদক সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা৷ সেই হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি৷

নিহত জুলহাজ মান্নানের ভাই মিনহাজ মান্নান এই হত্যা মামলার তদন্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন৷ তিনি ডয়চে ভেলেকে গত ২৫ এপ্রিল বলেন, ‘‘আমরা পুরোপুরি হতাশ৷ এখনো হত্যাকন্ডে জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি৷ আমাদের তদন্তের কোনো অগ্রগতিও জানায়নি পুলিশ৷’’

২৭ জন সমকামীকে গ্রেপ্তারের পর এলজিবিটি মুভমেন্টের সঙ্গে জড়িত কারো প্রতিক্রিয়া জানা যায়নি৷ তবে নানা পর্যায়ে কথা বলে জানা গেছে, জুলহাজ-তনয় হত্যাকাণ্ডের পর বাংলাদেশে এলজিবিটি অধিকার সংক্রান্ত তৎপরতা থমকে গেছে৷ তাদের ওপর পুলিশের নজরদারী এবং চাপও বেড়ে গেছে৷ যারা সক্রিয় ছিলেন, তাদের একাংশ দেশের বাইরে চলে গেছেন৷ আর যারা আছেন, তারা এখন আর প্রকাশ্যে কোনো তৎপরতা চালাচ্ছেন না৷

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে লিখুন নীচে মন্তব্যের ঘরে...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ