বাংলাদেশে ৯৬ হাজারের বেশি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু
১৭ এপ্রিল ২০২৪প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্কুল ও কলেজে ৪৩ হাজার ২৮৬ টি এমপিও পদে, মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০ টি পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে৷ চলতি বছরের ১ জানুয়ারির হিসাবে যাদের বয়স ৩৫ বছর বা তার কম তারা এই আবেদন করতে পারবেন৷
আজ (১৭ এপ্রিল) থেকেই আবেদন করতে পারবেন আগ্রহীরা৷ বিজ্ঞপ্তিতে আবেদনকারীর যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে: সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে; এনটিআরসি প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধ পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা অনুযায়ী বৈধ সনদধারী হতে হবে৷ সেই সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে৷
প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে শুধু একটি আবেদন করতে পারবেন৷ তবে আবেদনে সর্বোচ্চ ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠান পছন্দ করতে পারবেন৷ এর বাইরেও যদি দেশের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি চাকরি করতে আগ্রহী হন তাদের ই-অ্যাপ্লিক্যাশন ফর্মে ‘Other Option’ এ ক্লিক করতে হবে৷ না হলে ‘No Click’ করতে হবে৷
কোন প্রার্থীর স্কুল ও কলেজ উভয় পর্যায়ের সনদ থাকলে এবং তিনি উভয় পদে আবেদন করলে তাকে প্রথমে কলেজ পর্যায়ের জন্য বিবেচনা করা হবে৷ কলেজ পর্যায়ে বিবেচিত না হলে তাকে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে৷
অনলাইনে আবেদনের সবশেষ সময়সীমা ৯ মে স্থানীয় সময় রাত ১২ টা৷ ১০ মে রাত ১২টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন আবেদনকারীরা। আবেদন ফি এক হাজার টাকা৷
আবেদন সম্পর্কেবিস্তারিত পাওয়া যাবে এখানে৷
এফএস/এসিবি (এনটিআরসিএ)