1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট শুরু হচ্ছে

২৬ আগস্ট ২০১৭

রবিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দুই টেস্ট সিরিজের প্রথমটি৷ ভিভিআইপি নিরাপত্তা দেয়া হচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে৷ তবে টেস্ট চলাকালীন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস৷

ছবি: Getty Images

প্রথম টেস্ট শুরুর ৯ দিন আগে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল৷ প্রতিদিনই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন তারা৷ ভিভিআইপির মর্যাদা দিয়ে সেখানে তাদের নিয়ে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷ একই নিরাপত্তা ব্যবস্থায় স্টেডিয়াম থেকে হোটেলে ফিরেছেন৷ শেষ পর্যন্ত নিরাপত্তা নিয়ে নিজেদের সন্তুষ্টির কথাও বলেছেন স্মিথরা৷ তিন দিন আগে স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া দিয়েছে কমান্ডো বাহিনী৷

নিরাপত্তা নিয়ে নানা আলোচনার পর অস্ট্রেলিয়া বাংলাদেশে আসায় সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী৷ নিরাপত্তা নিয়ে উদ্বেগ কমলেও শঙ্কা রয়েছে বৃষ্টি নিয়ে৷ আবহাওয়া দফতর থেকে বলা হচ্ছে, আগামী ৫ দিন থেমে থেমে বৃষ্টি হতে পারে৷ রবিবার-সোমবার এক থেকে দুই বার বৃষ্টি হওয়ার সম্ভবনা আছে৷ আর পরের তিনদিন এর থেকেও বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস৷ ফলে ৫দিনের এই টেস্টে বৃষ্টি বিপত্তি যে থাকবে সেটা বলাই যায়৷

‘আশার কথা- এই বৃষ্টি দীর্ঘ সময় ধরে হবে না’

This browser does not support the audio element.

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা আব্দুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘আগামী ৫ দিন স্বস্তিতে কাটবে সেটা বলা যাচ্ছে না৷ টেস্ট চলাকালেই বৃষ্টি কয়েক দফা হানা দিতে পারে৷ তবে আশার কথা- এই বৃষ্টি দীর্ঘ সময় ধরে হবে না৷ আধা ঘণ্টা-এক ঘণ্টা হলেও থেমে যাবে৷ এরপরই রোদ উঠবে৷ ফলে বৃষ্টি বাধা থাকলেও খেলা একেবারে বন্ধ হবে না৷''

প্রথম টেস্ট শুরু হচ্ছে রবিবার থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে৷ আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ঠা সেপ্টেম্বর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে৷ ঢাকার মতো করে চট্টগ্রামেও খেলার সময় নিরাপত্তা বাড়ানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের৷ হোটেল থেকে শুরু করে স্টেডিয়াম পর্যন্ত পুরো রাস্তায় থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা৷

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-কমিশনার মাসুদুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘নিখুঁত পরিকল্পনার সাথে আমরা নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি৷ প্রতিটি মানুষের চলাফেলা আমরা সতর্কতার সঙ্গে দেখছি৷

‘সবগুলো বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে’

This browser does not support the audio element.

হোটেল থেকে শুরু করে স্টেডিয়াম পর্যন্ত কোথাও নিরাপত্তায় ফাঁক রাখা হয়নি৷ স্টেডিয়ামকে ঘিরে আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে৷ বেশ কিছু নতুন সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে৷ সেখানে একটি নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে, যেখান থেকেই পুরো বিষয়টি মনিটরিং করা হবে৷ শুধু পুলিশ নয়, সবগুলো বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে৷ এর আগে আমরা স্টেডিয়াম ঘিরে মহড়া দিয়েছি৷ পুরো প্রস্তুতি আমাদের রয়েছে৷''

এদিকে ২২শে আগস্ট থেকে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও ফতুল্লা স্টেডিয়াম খেলার অনুপযুক্ত থাকায় ম্যাচটি পরিত্যক্ত হয়৷ পাশাপাশি বাংলাদেশের দল ঘোষণা নিয়ে এবার তৈরি হয়েছে চরম নাটকীয়তা৷ গত ১৯শে আগস্ট প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সেখানে বাদ দেয়া হয়েছিল মুমিনুল হককে৷ দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পরদিন দল থেকে মোসাদ্দেক হোসেনকে বাদ দিয়ে দলে নেয়া হয় মুমিনুলকে৷

মুমিনুলের অন্তর্ভুক্তির বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু তখন বলেছিলেন, ‘‘মোসাদ্দেক হোসেনের পরিবর্তে মুমিনুলকে নেওয়া হয়েছে৷ মোসাদ্দেকের চোখের অবস্থা ভালো নয়৷ সূর্যের নিচে আগামী ৭ থেকে ১০দিন সে কাজ করতে পারবে না, শুধুমাত্র ইনডোরে কাজ করতে পারবে৷ এ কারণে তাকে বাদ দেয়া হয়েছে৷ মোসাদ্দেকের সমস্যা বেশ আগে থেকেই ছিল৷''  দল ঘোষণার সময় বিষয়টি নিয়ে কেন ভাবা হয়নি প্রশ্নে নান্নু বলেছেন, ‘‘আমরা ভেবেছিলাম ওর চোখ ঠিক হয়ে যাবে৷ কিন্তু ঝুঁকি নিয়ে খেলালে ভবিষ্যতে ওর সমস্যা হতে পারে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ