বেআইনি অনুপ্রবেশ এবং অবৈধ অস্ত্র পাচার রুখতে বাংলাদেশ এবং পাকিস্তান সীমান্ত বরাবর কাঁটাতারের স্মার্ট বেড়া বসাচ্ছে ভারত৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজ্জুর জানিয়েছেন এ কথা৷
বিজ্ঞাপন
স্মার্ট বর্ডার ফেন্সিং প্রযুক্তি ভারতের সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তান সীমান্তের কিছু কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে৷ ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী, বিএসএফের ওপর এই কাজের দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে৷ তাঁরা এই স্মার্ট ফেন্সিং প্রযুক্তি পরীক্ষা করে দেখে বলেছেন, এই প্রযুক্তি খুবই কার্যকর প্রমাণিত৷ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে এ কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজ্জু৷ তামিলনাড়ুর আরাক্কোনামে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী, সিআইএসএফের আঞ্চলিক ট্রেনিং সেন্টারে মহিলা কনস্টেবলদের দ্বিতীয় ব্যাচের পাসিং-আউট প্যারেডের পার্শ্ব বৈঠকে সাংবাদিকদের তিনি বলেন, ভারতের একাধিক সীমান্ত এলাকা তারমধ্যে উপকূলবর্তী জলসীমা প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার দীর্ঘ৷
বিশ্বের কয়েকটি বিপজ্জনক সীমান্ত
দুই দেশের মধ্যে সীমানা নিয়ে যুদ্ধ কিংবা উন্নত জীবনের আশায় এক দেশের নাগরিকের প্রতিবেশী দেশে যাওয়া – ইত্যাদি কারণে বিশ্বের কয়েকটি সীমান্ত বিপজ্জনক বলে পরিচিত৷ ছবিঘরে থাকছে সেগুলোর কথা৷
ছবি: picture alliance/AP Photo
ভারত-পাকিস্তান সীমান্ত
এই সীমান্তের ৪০টি ‘স্পর্শকাতর’ অংশে ‘লেজার’-এর বেড়া দেয়া হবে বলে জানিয়েছে ভারত৷ পাকিস্তান থেকে ভারতে অবৈধ প্রবেশ ঠেকাতে এই ব্যবস্থা নেয়া হচ্ছে৷ এর ফলে বেড়ার সংস্পর্শে কিছু আসলে উচ্চস্বরে সাইরেন বেজে উঠবে৷ ২০১১ সালের জুনে ‘ফরেন পলিসি’ ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ১৮০০ মাইল দীর্ঘ এই সীমান্তে নিহত হয়েছে এক লক্ষ ১৫ হাজারের বেশি মানুষ৷ প্রতিবেদনটি পড়তে উপরে ‘+’ চিহ্নে ক্লিক করুন৷
ছবি: Arif Ali/AFP/Getty Images
বাংলাদেশ-ভারত সীমান্ত
আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ এর হাতে ৪৬ জন বাংলাদেশি নিহত হয়েছে৷ আহত হয়েছে ৭৩ জন৷ এছাড়া অপহরণ করা হয়েছে ৫৯ জনকে৷ কয়েক সপ্তাহ আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে বাংলাদেশ-ভারত সীমান্ত শিগগিরই বেড়া দেয়ার কাজ শেষ করার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান৷
ছবি: Str/AFP/Getty Images
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত
উন্নত জীবনের আশায় মেক্সিকো থেকে প্রতিবছর অনেক মানুষ যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়ার চেষ্টা করেন৷ আর তা করতে গিয়ে প্রাণ যায় অনেকের৷ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম-এর ২০১৪ সালে প্রকাশিত প্রতিবেদন বলছে, গত ১৪ বছরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের সীমান্ত পাড়ি দিতে গিয়ে ৬,০০০ এর বেশি লোক নিহত হয়েছে৷ প্রতিবেদনটি পড়তে উপরে ‘+’ চিহ্নে ক্লিক করুন৷
ছবি: Gordon Hyde
ভূমধ্যসাগর
যুদ্ধ আর সংঘাত এড়াতে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে শরণার্থী প্রবেশ করছে৷ এদের একটি বড় অংশ জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে ইউরোপে ঢোকার চেষ্টা করে৷ এতে প্রাণ যায় অনেকের৷ জার্মান ম্যাগাজিন ‘ডেয়ার স্পিগেল’ গত অক্টোবরে এক প্রতিবেদনে ভূমধ্যসাগরকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত বলে আখ্যা দেয়৷ ২০১৫ সালে ভূমধ্যসাগরে নিহতের সংখ্যা ছিল ৩,৭৭০৷
ছবি: picture-alliance/AP Photo/S. Palacios
আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত
প্রায় দেড় হাজার মাইল দীর্ঘ ‘ডুরান্ড লাইন’ নামে পরিচিত সীমান্ত এখনও মেনে নেয়নি আফগানিস্তান৷ পাকিস্তানের খাইবার-পাখতুনখা রাজ্যের পশতুন অধ্যুষিত এলাকা নিজেদের বলে দাবি করে আফগানিস্তান৷ এই সীমান্তকে ঘিরে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা প্রায়ই ঘটে থাকে৷
ছবি: Reuters
উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া
বিশ্বের সবচেয়ে সামরিক সজ্জায় সজ্জিত সীমান্ত বলা হয় একে৷ ১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধ শেষ হওয়ার পর প্রায় দেড়শো মাইল দীর্ঘ এই সীমান্তের দুই পাশ থেকে সৈন্যদের সরিয়ে দেয়া হয়৷ তখন থেকেই দুই দেশের সৈন্যরা প্রায় আড়াই মাইল প্রশস্ত এই সীমান্তের দুই পাশে অবস্থান করছে৷
ছবি: picture alliance/AP Photo
6 ছবি1 | 6
পশ্চিম সীমান্তে পাকিস্তানের সঙ্গে, বিশেষ করে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সব থেকে বেশি অনুপ্রবেশের ঘটনা ঘটে৷ দিল্লি ঐসব অনুপ্রবেশপ্রবণ এলাকাগুলিতে নজরদারি বাড়িয়েছে৷ চীনের সঙ্গে অনুপ্রবেশ সমস্যা নেই৷ যেটা আছে সেটা হলো সীমান্ত ইস্যু৷ মিয়ানমারের সঙ্গে ভারতের অভিন্ন সীমান্ত অঞ্চলে আছে বিস্তর ফাঁকফোঁকর৷ মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে ভারত-মিয়ানমার সীমান্ত ভিসা-মুক্ত, বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজ্জু৷
ভারত-বাংলাদেশ সীমান্তে চোরা চালান, অবৈধ অনুপ্রবেশ, জাল নোট, আগ্নেয়াস্ত্র এবং মাদকদ্রব্য পাচার রুখতে বিএসএফ আগামী বছরের মধ্যেই স্মার্ট-ফেন্সিংয়ের সঙ্গে কাজে লাগাবে মনুষ্য চালক-বিহীন আকাশযান ইউএভি৷ বিএসএফের মহা-নির্দেশক কে.কে. শর্মা সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়ে বলেন. কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এ বিষয়ে বিএসএফের প্রস্তাব অনুমোদন করেছে৷ আসামের ব্রহ্মপুত্র নদ বরাবর নদী-নালা অধ্যুষিত ৪৮ কিলোমিটার দীর্ঘ ধুবড়ি সীমান্ত এলাকায় দেশীয় প্রযুক্তির সাহায্যে কাঁটাতারের স্মার্ট সীমান্ত বেড়া বসানো হবে চলতি বছরের মধ্যেই৷
দেশীয় প্রযুক্তির এই স্মার্ট বেড়া চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে কিভাবে কাজে লাগানো হবে, সে সম্পর্কে সীমান্ত নিরাপত্তা বাহিনীর এক উচ্চপদস্থ অফিসার বলেন, ইনফ্রা-রেড রশ্মির সাহায্যে অবৈধভাবে মানুষ কিংবা গরু পাচারের গতিবিধি ধরা পড়বে৷ উপগ্রহ-ভিত্তিক সংকেত সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে কন্ট্রোল রুমে৷ সীমান্ত নিরাপত্তা বাহিনীর কুইক-রেসপন্স টিম দ্রুত সেখানে পৌঁছে যাবে৷ বর্তমানে এই কাজটা করা হয় বিএসএফের পেট্রল বোটের মাধ্যমে৷ কিন্তু নদনদীর গতিপথ পরিবর্তনশীল৷ পরিবর্তনের ফলে কাজটা কঠিন হয়ে দাঁড়ায়৷ চোরাচালানকারি এবং অনুপ্রবেশকারীরা সেই সুযোগটা কাজে লাগায়৷
ভারতের সিদ্ধান্তে সমস্যায় বাংলাদেশ
বাংলাদেশের মানুষ যেন গরুর মাংস খাওয়া ছেড়ে দেয় সেজন্য ভারত থেকে বাংলাদেশ গরু পাচার সম্পূর্ণরূপে বন্ধ করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী৷
ছবি: S. Rahman/Getty Images
সীমান্তরক্ষীদের নতুন দায়িত্ব
ভারতের সঙ্গে বাংলাদেশের ২,২১৬ কিলোমিটার সীমান্ত পাহারা দেয়ায় নিয়োজিত প্রায় ৩০ হাজার ভারতীয় সৈন্যকে নতুন দায়িত্ব দেয়া হয়েছে৷ সেটা হলো, ভারতীয় গরু যেন কোনোভাবেই বাংলাদেশে পৌঁছতে না পারে৷ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফ সদস্যদের এই নির্দেশ দেন যেন ‘বাংলাদেশের মানুষ গরুর মাংস খাওয়া ছেড়ে দেয়’৷
ছবি: Str/AFP/Getty Images
গরু পবিত্র
হিন্দুদের কাছে গরু একটি পবিত্র প্রাণী৷ তাই ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করতে চায়৷ রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক সংঘ আরএসএস এর পশ্চিমবঙ্গের মুখপাত্র বলেছেন, ‘‘গরু জবাই কিংবা চোরাই পথে চালান, আর হিন্দু মেয়েকে ধর্ষণ করা বা হিন্দু মন্দির ধ্বংস করা একই কথা৷’’
ছবি: Shaikh Azizur Rahman.
চার যুগের ইতিহাস
ভারত থেকে চোরাই পথে আসা গরুই এতদিন বাংলাদেশের মানুষের মাংসের প্রধান উৎস ছিল৷ গত চার দশক ধরে সেটা হয়ে আসছে৷ এর সঙ্গে প্রায় ৬০০ মিলিয়ন ডলারের বাণিজ্য জড়িয়ে আছে৷
ছবি: Shaikh Azizur Rahman.
দাম বেড়ে গেছে
বাংলাদেশের শীর্ষস্থানীয় গরুর মাংস রপ্তানিকারক বেঙ্গল মিট এর সৈয়দ হাসান হাবিব গত জুলাই মাসে রয়টার্সকে জানান, ভারতের এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশে গরুর মাংসের দাম প্রায় ৪০ শতাংশ বেড়ে গেছে৷ আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাঁর কোম্পানির মাংস রপ্তানি প্রায় ৭৫ শতাংশ কমে গেছে৷
ছবি: picture-alliance/Asia News Network/Jofelle P. Tesorio
চাকরি হারিয়েছে প্রায় ৪,০০০
বাংলাদেশ ট্যানারস অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট শাহীন আহমেদ জানিয়েছেন, জুন পর্যন্ত চামড়া শিল্পে কর্মরত প্রায় চার হাজার কর্মীর চাকরি গেছে৷ আর ১৯০টি ট্যানারির মধ্যে ৩০টি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে৷
ছবি: Shaikh Azizur Rahman
ভারতীয় গরুর মাংস ভালো
বেঙ্গল মিট এর সৈয়দ হাসান হাবিব বলেন, তিনি এখন নেপাল, ভুটান ও মিয়ানমার থেকে মাংস আমদানির চিন্তা করছেন৷ কিন্তু ভারতীয় মাংস ও চামড়ার মান ভালো বলে জানান তিনি৷ উল্লেখ্য, ভারত গরুর মাংসের সবচেয়ে বড় রপ্তানিকারক৷
ছবি: AFP/Getty Images
ভারতের সিদ্ধান্ত বলবৎ থাকবে
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন মাংসের জন্য বাংলাদেশকে নতুন উৎস খুঁজে বের করতে হবে কেননা ভারত তার সিদ্ধান্তে অটল থাকবে৷
ছবি: S. Rahman/Getty Images
7 ছবি1 | 7
সীমান্ত নিরাপত্তা বাহিনীর মহা-নির্দেশক বলেন, আপাতত চারটি মনুষ্য চালকবিহীন আকাশযান কেনার অনুমতি চাওয়া হয়েছে সরকারের কাছে, যেগুলি মোতায়েন করা হবে ৪০৯৬ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তের অতি স্পর্শকাতর পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরায়৷ পাশাপাশি অতিরিক্ত আরও পাঁচটি বিএসএফ ব্যাটেলিয়ান (মোট সদস্য পাঁচ হাজার) গড়ে তোলার অনুমতি চেয়েছে সরকারের কাছে৷ বিএসএফ প্রধান বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমনে বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি)-র সঙ্গে ভারতীয় বিএসএফের পারস্পরিক সম্পর্ক খুবই আন্তরিক৷ সীমান্ত অপরাধ দমনে বাংলাদেশিদের নিহত হবার সংখ্যা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে৷ বর্তমান স্ট্র্যাটেজিতে তাই পরিবর্তন করা হবে না৷ করা হলে, অর্থাৎ আরও মারাত্মক ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হলে হতাহতের সংখ্যা আরও বাড়বে বই কমবে না, সেটা হবে দুই দেশের স্বার্থের পরিপন্থী৷
ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা রোধে ভারত-বাংলাদেশ একই সঙ্গে যৌথ অপারেশন চালাবে৷ কারণ, বিএসএফ পাল্টা গুলি চালালে বাংলাদেশিদের হতাহতের সংখ্যা বাড়তে পারে৷ আশা করা যায়, এর ফলে পরিস্থিতির ওপর ইতিবাচক প্রভাব পড়বে৷ গবাদি পশু পাচার সম্পর্কে বিএসএফের মহা-পরিচালক বলেন, গবাদি পশু পাচারের সংখ্যা ক্রমশই কমে আসছে৷ কয়েক বছর আগে যেখানে ২০ লাখের মতো গবাদি পশু পাচার হতো, বর্তমানে সেটা পাঁচ থেকে ছয় লাখে এসে দাঁড়িয়েছে৷ চোরাচালান রুখতে বিএসএফ অতি মাত্রায় তত্পর৷ পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে ১২০ জনেরও বেশি বাংলাদেশি হতাহত হয় এবং বিএসএফের দু'জন অফিসার নিহত হয়৷ সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে মাটির নীচে তিনটি সুড়ঙ্গ পথের সন্ধান পাওয়া যায়৷ এটা গুরুতর বিষয়৷ ভারত-পাকিস্তান সীমান্তে, বিশেষ করে জম্মু এলাকায় অনুরূপ সুড়ঙ্গ পথ দিয়ে বেআইনি অস্ত্রশস্ত্র পাচার করা হয়, বলেন বিএসএফের ডিজি কে.কে. শর্মা৷